X
মঙ্গলবার, ১৩ মে ২০২৫
৩০ বৈশাখ ১৪৩২

সেই বাশারের বিরুদ্ধে ঢামেকে সহকর্মীদের বিক্ষোভ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০২৩, ০১:৩০আপডেট : ১৯ মার্চ ২০২৩, ০১:৪২

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ার্ড মাস্টার বাশারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে বিক্ষোভ করেছে হাসপাতালের কর্মচারীরা।

শনিবার (১৮ মার্চ) সকালে প্রশাসনিক ভবনে পরিচালকের কার্যালয়ের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ  করেন কর্মচারীরা।

হাসপাতালে চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. রমিজ বলেন, আমরা হাসপাতাল পরিচালকের কাছে বাশারের অপকর্মের বিষয়ে সব জানিয়েছি। তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি করেছি।

তিনি বলেন, হাসপাতাল পরিচালক বিষয়টি দেখে ব্যবস্থা নেবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। আমরা কিছুদিন দেখবো, যদি তার বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়া হয়, সে ক্ষেত্রে পরবর্তীতে কঠিন পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিবাদকারীদের মধ্যে ওয়ার্ড মাস্টার মো. জিল্লুর বলেন, সে চলতি দায়িত্বে ওয়ার্ড মাস্টার হিসাবে কাজ করছেন। বাশার এখনও চতুর্থ শ্রেণির কর্মচারী। সে হাসপাতালের ও আমাদের সুনাম ক্ষুণ্ণ করছেন। আমরা তার বিচার চেয়েছি।

এছাড়াও প্রতিবাদকারীদের অনেকেই জানান, কথিত ওয়ার্ড মাস্টার বাশার বহির্বিভাগে একচেটিয়া রাজত্ব করতো।  সরকারি কর্মচারীদের কাজে না লাগিয়ে দৈনিকভিত্তিক কর্মচারীদের কাজে লাগিয়ে অপকর্ম করতো। চতুর্থ শ্রেণির কর্মচারী হলেও তদবির করে  বাশার অতিরিক্ত দায়িত্ব পেয়ে যা ইচ্ছা তাই করতো।  তারা বলেন, এসব কারণে হাসপাতাল পরিচালক  স্যার  সম্প্রতি তাকে বহির্বিভাগ থেকে অপসারণ করে পুরাতন ভবনের কেবিন ব্লকে দিয়েছেন।

তিনি প্রশাসনিক আদেশ অমান্য করে জোর করেই বহির্বিভাগে  ছিলেন। পরে কর্তৃপক্ষের চাপে বাধ্য হয়ে প্রায় একমাস পর দায়িত্ব বুঝিয়ে দেন। নিজেও দায়িত্ব বুঝে নেন।

এ ব্যাপারে ওয়ার্ড মাস্টার এসএম বাশার সিকদারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, আমি আজ হাসপাতালে ছিলাম না। তবে শুনেছি, কিছু কর্মচারী  আমার বিরুদ্ধে পরিচালকের কাছে অভিযোগ নিয়ে  গিয়েছিল। তার বিরুদ্ধে হাসপাতালের  কর্মচারী নেতাকর্মীদের আনীত অভিযোগকে মিথ্যা দাবি করে তিনি বলেন, এসব উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, আমি চতুর্থ শ্রেণির কর্মচারী সঠিক, বর্তমানে চলতি দায়িত্বে ওয়ার্ড মাস্টার হিসাবে আছি। এ দায়িত্ব দিয়ে গেছেন  সাবেক পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাসির উদ্দিন। আমাকেসহ অনেককে রদবদল করেছেন কর্তৃপক্ষ। আমাকে বদলি করে  কেবিন ব্লকে দিয়েছেন। আমি সে দায়িত্ব বুঝে নিয়েছি। আমার দায়িত্ব বুঝিয়ে দিয়েছি।

হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, আমার কাছে কর্মচারী নেতা কর্মীরা এসেছিলেন। ৮ ওয়ার্ড মাস্টার রদবদল ও কর্মচারীদের  নিয়ে একটি অনলাইন পোর্টাল উল্টাপাল্টা নিউজ করেছে, এতে হাসপাতালের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এগুলো করিয়েছেন বাশার—এমনটাই তাদের ধারনা।  বিষয়টি খতিয়ে দেখা হবে বলে আমরা জানিয়েছি।

/এআইবি/আরটি/এমএস/
সম্পর্কিত
নটরডেম কলেজ ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু
কামরাঙ্গীরচরে বিষপানে কিশোরীর মৃত্যু
তেজগাঁওয়ে নিখোঁজের এক সপ্তাহ পর ব্যক্তির মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
হামাস এক জিম্মিকে মুক্তি দেওয়ার পর ইসরায়েল বলেছে-কোনও যুদ্ধবিরতি নয়
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
খেলাফত শ্রমিক আন্দোলনের নেতার জন্য থানা ঘেরাও, মুক্তি না দিলে হরতাল
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
পূজার অনুষ্ঠানে হামলায় আহত ৩, গ্রেফতার ২
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
এনবিআর ভেঙে দুই ভাগ হলো, অধ্যাদেশ জারি
সর্বাধিক পঠিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
পররাষ্ট্র সচিবের অফিসার্স ক্লাবের সদস্য পদ স্থগিত
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আ.লীগ-ছাত্রলীগের ২৬ নেতার আত্মসমর্পণ
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
রংপুরের হাসপাতাল নেপাল ও ভুটানের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে: প্রধান উপদেষ্টা
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি
পাকিস্তানে ভারত হামলা করলে সহায়তা করবে বালুচ লিবারেশন আর্মি