X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বড় অংকের টাকা আনা-নেওয়ায় ৯৯৯ নম্বরে কলের পরামর্শ পুলিশের

রিয়াদ তালুকদার
২৩ মার্চ ২০২৩, ০০:০৩আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১৬:৩২

রমজান কিংবা ঈদ বা উৎসবকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য এবং কেনাকাটার কারণে বেড়ে যায় আর্থিক লেনদেন। টাকা পয়সা বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার ক্ষেত্রে পুলিশের মানি এসকর্টের সহায়তা নেওয়ার পরামর্শ দিচ্ছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সম্প্রতি উত্তরায় ডাচ বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের মতো ঘটনার পুনরাবৃত্তি এড়াতে রমজান মাসে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ এলাকা নয়, দেশের যে কোনও জায়গা থেকে টাকা স্থানান্তরের জন্য

মানি এসকর্ট সেবা নেওয়ার জন্য ৯৯৯ নম্বরে কল করার পরামর্শ দেয়া হয়েছে। রাজধানীর রাজারবাগ এবং মিরপুরে মানি এসকর্ট সেবা দেওয়ার জন্য পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। যে কেউ যে কোনও সময় এই সুবিধা নিয়ে নিরাপদে টাকা স্থানান্তর করতে পারছেন বলে জানিয়েছেন ডিএমপির ঊর্ধতন কর্মকর্তারা।

কর্মকর্তারা বলছেন, ঈদের আগে বিভিন্ন গার্মেন্টসের বেতন পরিশোধের জন্য ব্যাংক থেকে টাকা আনার জন্য মানি এসকর্ট ব্যবহার হয়ে থাকে। দেশের যে কোনও জায়গায় টাকা স্থানান্তরের জন্য যে কোনও ব্যক্তি কিংবা প্রতিষ্ঠান সহায়তা চাইতে পারেন। এইসব সহায়তা প্রত্যাশীদের সেবা প্রদানের জন্য সব জেলার পুলিশ সুপারদের পুলিশ সদর দফতর থেকে নির্দেশনা দেয়াও রয়েছে। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের টাকা স্থানান্তরের জন্য নিয়ন্ত্রণ কক্ষে কিংবা সংশ্লিষ্ট থানায় কিংবা ট্রিপ অনলাইনে ফোন করে এর সহায়তা নিতে পারছেন। আমরাও সহায়তা দিতে প্রস্তুত।

ব্যক্তিগত পর্যায়ে টাকা স্থানান্তর কিংবা বহনের ক্ষেত্রে পুলিশি সহায়তা নিতে গেলে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এমন অভিযোগের বিষয়ে ডিএমপির কর্মকর্তারা বলছেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিটি ডিসি, উপ-পুলিশ কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা টাকা স্থানান্তরের জন্য সহায়তা চাইবেন তাদের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য। এছাড়া মানি এসকর্ট সেবা নেওয়ার জন্য বিভিন্ন জায়গায় বিলবোর্ড বা ব্যানার ফেস্টুন টানানো হয়, যাতে করে জনসাধারণ এর সেবা ভোগ করতে পারেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার বলেন, মানি এসকর্টের সহায়তা চাইতে গিয়ে কেউ যদি কোনও ধরনের হয়রানির শিকার হয় এসব বিষয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানোর অনুরোধ জানানো হয়েছে। সংশ্লিষ্ট এলাকার ডিসিকে এসব বিষয়ে অবহিত করার কথাও বলেন। সহায়তা চাইতে গিয়ে কেউ যদি কোনও হয়রানি শিকার হয় তাহলে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যে কোনও জায়গা থেকে যে কোনও ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মানি এসকর্ট সেবা নেওয়ার জন্য ৯৯৯ এ ফোন করার পরামর্শ দেন পুলিশের উর্ধ্বতন এই কর্মকর্তা।

/আরআইজে/
সম্পর্কিত
পুলিশের পোশাকে মাইক্রোবাস থেকে নেমেই ৩৫ লাখ ৭৫ হাজার টাকা ছিনতাই
৯৯৯-এ কলের পর দুই ছিনতাইকারী গ্রেফতার
ঈদে ১১ দিন বন্ধ থাকবে বাল্কহেড চলাচল
সর্বশেষ খবর
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা হিজবুল্লাহর
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেফতার ৫
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
ন্যাটোর কোনও দেশ আক্রমণের পরিকল্পনা নেই রাশিয়ার: পুতিন
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’
বিএনপির নেতাদের প্রতি প্রধানমন্ত্রী‘বউদের ভারতীয় শাড়ি পোড়ালে বর্জনের কথা বিশ্বাস করবো’