X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

নবায়নযোগ্য জ্বালানিতে যেনতেন বিনিয়োগ এড়ানোর পরামর্শ সিপিডির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মার্চ ২০২৩, ২৩:০৭আপডেট : ২৩ মার্চ ২০২৩, ২৩:০৭

নবায়নযোগ্য জ্বালানি খাতে যেনতেনভাবে বিনিয়োগের সুযোগ না দেওয়ার পরামর্শ দিয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলেছে, বিনিয়োগকারীদের জন্য কিছু শর্ত দেওয়া উচিত। কারণ, এর আগে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের অনুমতি নিয়ে অনেকেই তা শেষ পর্যন্ত করেননি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) ধানমন্ডির সিপিডি কার্যালয়ে নবায়নযোগ্য জ্বালানি নীতির খসড়া নিয়ে এক সংবাদ সম্মেলনে সিপিডি এসব কথা বলে। এতে সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

গোলাম মোয়াজ্জেম বলেন, অতীতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের প্রকল্প নিয়ে ব্যর্থ হওয়ার ঘটনাও ঘটেছে। এতে নবায়নযোগ্য জ্বালানি নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। অনেকে মনে করেন, বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানির জন্য উপযোগী নয়। কাকে প্রকল্প দেওয়া হচ্ছে, তাদের এ ধরনের প্রকল্প করার সক্ষমতা আছে কি না, তা খতিয়ে দেখা উচিত।

এ পর্যন্ত ৩৬টি নবায়নযোগ্য জ্বালানির প্রকল্প দেওয়া হয়েছে জানিয়ে পরিচালক বলেন, এর মধ্যে মাত্র ৮টি চালু আছে। বাকিগুলো বিনিয়োগে যায়নি। বেশির ভাগ অনুমতি নিয়ে বসে আছে। কিছুদিন আগে খুলনার প্রত্যন্ত অঞ্চলে একটি চার্জিং স্টেশন করা হয়। কিন্তু ব্যাটারিচালিত অটোরিকশা সেখানে চার্জ করতে নেওয়া হয় না।

বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ আইনটি বাতিল করার পক্ষে মত দিয়েছে সিপিডি। এই আইনের মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।

সিপিডি বলছে, এ ধরনের আইনের প্রয়োজনীয়তা ২০০৯ সালে ছিল। বেসরকারি খাতের বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য সরকারকে এখন বিপুল বাড়তি ব্যয় করতে হচ্ছে। কোনও বিশেষ শ্রেণিকে সুবিধা দেওয়ার জন্য এটি করা হতে পারে। এতে দুর্নীতির সংশ্লেষ থাকতে পারে।

প্রতিষ্ঠানটি বলছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) শর্ত দিয়েছে, ভর্তুকি কমাতে হবে। তাই বিদ্যুৎ খাতের সব ভর্তুকি ভোক্তার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু ক্যাপাসিটি চার্জসহ অন্যান্য ক্ষেত্রে সরকার যে ভর্তুকি দেয়, তা নিয়ে তাদের কোনও উদ্যোগ নেই।

গোলাম মোয়াজ্জেম বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির কারণে ভোক্তা পর্যায়ে জিনিসপত্রের দাম বেড়েছে। এই মূল্যবৃদ্ধির জন্য শুধু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দায়ী নয়। সরকার ভারত থেকে বিদ্যুৎ কিনছে। এতে প্রতি ইউনিটের দাম পড়ছে প্রায় ১৫ টাকা। বিদ্যুৎ খাতের বিভিন্ন দরপত্র উন্মুক্ত করা উচিত। ওয়েবসাইটে প্রকাশ করা উচিত।

সিপিডির গবেষণা পরিচালক বলেন, বর্তমানে জীবাশ্ম জ্বালানি ও বিদ্যুৎ খাতে নানা ধরনের প্রণোদনা দেওয়া হয়। এ ধরনের প্রণোদনা বন্ধ করে দিলেই নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্প্রসারণ হবে। বিদ্যমান নিয়মকানুন ও প্রণোদনা দিয়ে ২০৪১ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতের লক্ষ্য অর্জন করা যাবে না।

এক প্রশ্নের জবাবে খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে ক্লিন এনার্জি (পরিবেশবান্ধব) বলা হচ্ছে। কিন্তু এটি এখনও বিশ্বব্যাপী স্বীকৃতি নয়। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে বিপুল পরিমাণ বর্জ্য হয়।

সিপিডি সুপারিশ করেছে, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (শ্রেডা) সংস্কার প্রয়োজন। তাদের ক্ষমতা বাড়ানো উচিত। বড় ধরনের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের সক্ষমতা বাড়াতে হবে।

/জিএম/এনএআর/
সম্পর্কিত
অর্থনৈতিক স্থিতিশীলতা চাপের মধ্যে আছে: সিপিডি
‘সিপিডির রাশিয়ান অর্থনীতিবিদরা ৯২ হাজার কোটির আজগুবি তথ্য দিয়েছেন’
সিপিডিকে একহাত নিলেন ওবায়দুল কাদের, ৯২ হাজার কোটি টাকার সন্ধান দাবি
সর্বশেষ খবর
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
নির্দেশের পরও হল ত্যাগ করছেন না চুয়েট শিক্ষার্থীরা, বাসে আগুন
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
এক কোরাল ৩৩ হাজার টাকায় বিক্রি
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা