X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

ঈদের আগের রাতে কেনাকাটার হিড়িক

আসাদ আবেদীন জয়
২১ এপ্রিল ২০২৩, ২৩:৪৭আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ২৩:৫১

ঈদের আগের রাতে শেষ মূহূর্তের কেনাকাটা করতে রাজধানীর বিভিন্ন শপিং মল, শো-রুমগুলোতে নেমেছে মানুষের ঢল। ফুটপাতের দোকানগুলোতেও ছিল মানুষের প্রচণ্ড ভিড়। ছুটি আগে হওয়ায় অনেকেই চলে গিয়েছেন বাড়িতে। কিন্তু নগরীতে এখনও যারা রয়েছেন, তারা বেরিয়ে পড়েছেন চাঁদরাতের কেনাকাটায়।

শুক্রবার (২১ এপ্রিল) রাতে রাজধানীর মিরপুরের কয়েকটি শপিং মল ও শো-রুমে সরেজমিনে দেখা যায়, কয়েক দফা কেনাকাটার পরেও কেউ কেউ এসেছেন তালিকা থেকে বাদ পড়া জিনিসপত্র কিনতে। কেউবা আবার এত দিন পেশাগত কারণে সুযোগ না পেয়ে এই রাতে মার্কেটগুলোয় ভিড় করছেন।

বিশেষ করে নারী ক্রেতারা শেষ মূহূর্তে মার্কেটগুলোতে ভিড় জমাচ্ছেন

ক্রেতাদের কেনাকাটার তালিকায় রয়েছে পাঞ্জাবি, শার্ট, জুতা। বিশেষ করে নারী ক্রেতারা শেষ মূহূর্তে মার্কেটগুলোতে ভিড় জমাচ্ছেন, তারা নানা ধরনের মেকআপ ও অলংকার কিনছেন।

চাঁদরাতে শপিং করতে আসা ড. শরিফা সুলতানা বলেন, আমার বের হয়ে খুব ভালো লাগছে আর রোজা ২৯টা হয়েছে, এটা ভালো লাগছে। আমার এক্সপেক্টেশন এমনই ছিল। শপিং আগেই শেষ হয়েছে। আজ টুকটাক কিনতে এসেছি। মূলত চাঁদরাতে ঘুরতে ভালো লাগে, তাই বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরিয়েছি।

অনেকের ছুটি আজ শুরু হওয়ায় চাঁদরাতে শপিং করতে এসেছেন। এমন একজন ক্রেতা আমিরুল ইসলাম বলেন, আজ আমার ছুটি শুরু হয়েছে, তাই বাচ্চাদের নিয়ে কেনাকাটা করতে বেরিয়েছি। তবে আমার কাছে মনে হচ্ছে আজ দাম তুলনামূলক বেশি।

কেনাকাটার পরেও কেউ কেউ এসেছেন তালিকা থেকে বাদ পড়া জিনিসপত্র কিনতে

মিরপুর ১ নম্বরের মুক্তিযোদ্ধা মার্কেটের নাবিল'স বেবি শপের বিক্রেতা মো. মাসুম বলেন, করোনার কারণে গত দুই বছর ব্যবসা তেমন হয়নি। তবে এবার ভালো হয়েছে। চাঁদরাত অনুযায়ী মানুষের আনাগোনা কিছুটা কম। তবে আমার ব্যবসা ভালো যাচ্ছে।

মিরপুরের এক শপিং সেন্টারের ইলোরা ব্র্যান্ডের বিক্রেতা আশিকুর রহমান বলেন, পুরো রমজান মাস আমার ব্যবসা ভালো হয়েছে। তবে চাঁদরাতে যেমন ক্রেতা আশা করেছিলাম, তেমনটা হয়নি। ছুটি আগে হওয়ায় অনেকে গ্রামের বাড়িতে চলে গিয়েছেন।

অনেকে এত দিন পেশাগত কারণে সুযোগ না পেয়ে এই রাতে মার্কেটগুলোয় ভিড় করছেন

হেবজুর রহমান এসেছেন পরিবার নিয়ে কেনাকাটা করতে। তিনি বলেন, ছোটবেলায় আমরা চাঁদরাতে অনেক মজা করতাম। কিন্তু এখন সময় বদলে গিয়েছে। বিয়ে করেছি, সংসার হয়েছে, বাচ্চা হয়েছে। এখন আসলে বাচ্চাদের জন্যই বের হওয়া। শপিং আগেই শেষ হয়েছে, আজ বের হয়েছি চাঁদরাত উপভোগ করতে।

তিনি বলেন, ঈদের দিনের চেয়ে ঈদের আগের দিন বেশি উপভোগ্য। ঈদ এলেই তো আনন্দ শেষ। অপেক্ষার একটা মজা আছে, যেটা চাঁদরাতে পাওয়া যায়।

/এনএআর/
সম্পর্কিত
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ঈদের ছুটি শেষে ভারত থেকে ফিরছেন যাত্রীরা, ইমিগ্রেশনে ভোগান্তি
ফিরতি ঈদযাত্রা: আগের দামে টিকিট নেই, দ্বিগুণ দিলে আছে
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ