X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

ভাড়া করা ভবনে চলছে ডিএমপির থানা কার্যক্রম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২৩, ১১:০১আপডেট : ১২ মে ২০২৩, ০৯:৩১

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনী। আইনি যেকোনও সমস্যা, সংকট বা বিপদে নাগরিকদের প্রথম ভরসা বাংলাদেশ পুলিশ। নাগরিকদের নিরাপত্তায় শহর থেকে গ্রামে সবখানে দিনরাত দায়িত্ব পালন করে চলেছেন পুলিশ সদস্যরা। ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’ এই স্লোগান নিয়ে নানা ধরনের সেবা দিচ্ছে বাহিনীটি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুলিশে সৃষ্টি করা হয়েছে নানা ধরনের ইউনিট। তবে যানবাহন, স্বাস্থ্য, জনবল ও লজিস্টিকসহ নানা সংকটে জর্জরিত বিশাল এই বাহিনী। সেসব সংকট নিয়েই বাংলা ট্রিবিউনের সিরিজ প্রতিবেদন ‘পুলিশের কষ্ট’।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ১৫টি থানার কার্যক্রম চলছে ভাড়া বাসায়। এজন্য পুলিশকে প্রতিমাসে ভাড়া গুনতে হয় ৫০ থেকে ৬০ লাখ টাকা। ভাড়া করা বাসায় থানা হওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় পুলিশ সদস্যদের। এছাড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনের পরিত্যক্ত ভবনেও থানার কার্যক্রম চলছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, রাজধানীতে এখন ৫০টি থানার কার্যক্রম চলছে। এরমধ্যে ৩১ থানার কার্যক্রম চলছে নিজস্ব ভবনে। কমিউনিটি সেন্টার ও আবাসিক ভবন ভাড়া নিয়ে কার্যক্রম চালানো হচ্ছে ১৫টি থানার। তিনটি থানার কার্যক্রম চলছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিত্যক্ত ভবনে। আর বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি ভবনে চলছে বিমানবন্দর থানার কার্যক্রম।

যেসব থানার কার্যক্রম ভাড়া বাড়িতে চলছে সেগুলো হলো– বংশাল, মুগদা, কলাবাগান, রমনা, কামরাঙ্গীরচর, আদাবর, শাহ আলী, উত্তরখান, দারুস সালাম, কদমতলী, বাড্ডা, রূপনগর, উত্তরা পূর্ব ও পশ্চিম, হাতিরঝিল ও ভাসানটেক থানা।

ডিএমপি লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) জাফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লালবাগ বিভাগের দুটি থানার জন্য প্রতি মাসে প্রায় আট লাখ টাকা এবং রমনা বিভাগের কলাবাগান থানার জন্য তিন লাখ টাকা ভাড়া গুনতে হচ্ছে। অন্যান্য থানার জন্যেও ভাড়া গুনতে হয় ডিএমপির এস্টেট শাখাকে। এতে টাকা খরচ হচ্ছে ঠিক, কিন্তু পুলিশ সদস্যদের কষ্ট দূর হচ্ছে না। এ কারণে ডিএমপির বাকি থানার নিজস্ব ভবনের জন্যে আলাপ-আলোচনা চলছে।’

রাজধানীতে ডিএমপির মতিঝিল, রমনা, শাহবাগ ও রামপুরাসহ বিভিন্ন থানা ‍ঘুরে জানা যায়, এসব থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের ক্ষোভের কথা। থানাগুলোতে থাকার ভালো কোনও জায়গা নেই। থানায় থাকার ব্যবস্থা রয়েছে শুধু নিরাপত্তার দায়িত্ব থাকা সদস্যদের। বাকি সদস্যরা নিজেদের ব্যবস্থাপনায় ভাড়া বাসায় থাকেন। থানা ভবনে অফিসারদের জন্য বিশ্রাম কোয়ার্টারসহ সদস্যদের জন্য কোয়ার্টার না থাকায় বিভিন্ন সময় সমস্যায় পড়তে হয় তাদের। থানার কর্মকর্তারা বলেন, অনেক সময় সারা রাতে অভিযান চালিয়ে আসামি গ্রেফতার করি। ভোরে একটু বিশ্রাম নিয়ে কাজ শুরু করবো সেটা হয়ে ওঠে না। কারণ আসামি রেখে বাসায় গিয়ে বিশ্রাম নিতে গেলে মামলা দিয়ে আসামিদের আদালতে হাজির করার সময় থাকে না। এটা নিয়েও বিপাকে পড়তে হয়। এ কারণে রাজধানীর এসব থানায় অফিসারদের জন্য বিশ্রামাগার ও ফোর্সদের (পুলিশ কনস্টেবল) জন্য কোয়ার্টার রাখা জরুরি।

তবে অনেক থানায় এখন আধুনিক ভবনসহ অফিসারদের বিশ্রামাগার ও ফোর্সদের জন্য ব্যারাকের ব্যবস্থা রয়েছে। আধুনিক থানা ভবনের মধ্যে শাহজাহানপুর থানা একটি। এই থানা ঘুরে দেখা যায়, ছয় তলা ভবনের নিচ তলায় রয়েছে গাড়ি রাখার ব্যবস্থা এবং ডিউটি অফিসারের রুমসহ অন্যান্য অফিসারদের দাফতরিক অফিস রুম। আর ওপরে থানার ফোর্স থেকে শুরু করে অফিসারদের থাকার ব্যবস্থা। এছাড়া থানার নিজ ব্যবস্থাপনায় আছে খাওয়ার ব্যবস্থা।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) অমিত হাসান মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এই থানায় কর্মরত সব সদস্যের থাকার ব্যবস্থা আছে। আছে নারী সদস্যদের জন্য আলাদা থাকার ব্যবস্থাসহ সব সুবিধা।’

ডিএমপির আধুনিক থানায় এমন সুবিধা থাকলেও অন্য থানার সদস্যরা আছেন বিপাকে। অনেক থানায় দেখা গেছে, খাবার পানি রাজারবাগ পুলিশ লাইন্স থেকে আনতে হয়। এসব নিয়ে অনেক পুলিশ সদস্য ক্ষোভ প্রকাশ করেন। তারা বলছেন, একই বিভাগের মধ্যে থানা হওয়ার পরও একেকটা একেক রকম। এটার সমাধান হওয়া দরকার।

পান্থপথ এলাকায় একটি ছয়তলা ভবন ভাড়া নিয়ে চলছে কলাবাগান থানা। এই ভবনের নিচে রয়েছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। দোতলায় ভারপ্রাপ্ত কর্মকর্তার রুম এবং হাজত খানা ও ডিউটি অফিসারের রুম রয়েছে। ওপরের তলায় আছে পরিদর্শক অপারেশন ও সেরেস্তা শাখা। আর তৃতীয় তলায় রয়েছে পরিদর্শক (তদন্ত) অফিসারের রুম। বাকি ফ্লোরে থানার সদস্যদের থাকার ব্যবস্থা। এ বিষয়ে কলাবাগান থানার এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, এই ভবনে থানার সব ফোর্সের থাকার ব্যবস্থা নেই। কিছু ফোর্স পুরাতন কলাবাগান থানা ভবনে থাকে। আর তেঁতুলতলা খেলার মাঠে থানার কাজ করার উদ্যোগ থাকলেও সেটা এখন খেলার মাঠ করা হয়েছে।

কলাবাগান থানার পরিদর্শক (অপারেশন) বিজন ‍কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তেঁতুলতলা মাঠটা খেলার মাঠ করা হয়েছে। এখনও থানা করার জন্য নতুন করে জায়গা দেওয়া হয়নি। এছাড়া এখন স্থায়ী থানা ভবনের কোনও পরিকল্পনাও নাই। তবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চিন্তাভাবনায় রয়েছে।’

ডিএমপির লালবাগ বিভাগের উপকমিশনার জাফর হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘লালবাগ বিভাগে এখনও বংশাল ও কামরাঙ্গীরচর থানা ভাড়া বাসায় চলছে। এতে যেমন পুলিশ সদস্যদের ভোগান্তি হচ্ছে তেমনই হচ্ছে বাড়তি টাকা খরচ। এই দুই থানার জন্য এলাকায় জায়গা খোঁজা হচ্ছে। পেলে হয়তো থানা দুটির স্থায়ী ব্যবস্থা হবে। বর্তমানে ডিএমপির এস্টেট শাখা থেকে থানা দুটির ভাড়া বহন করা হয়। প্রতিমাসে প্রায় আট লাখ টাকা ভাড়া দিতে হচ্ছে।’

ডিএমপির মতিঝিল থানায় পুলিশ সদস্যদের পানির সমস্যার বিষয়ে কথা হয় থানার পরিদর্শক (তদন্ত) রাসেল হোসেন সঙ্গে। তিনি বলেন, ‘মতিঝিল থানায় পুলিশ সদস্যদের নিজস্ব ব্যবস্থাপনায় কোনও সুপেয় পানির ব্যবস্থা নেই। প্রতিদিন দুই বার রাজারবাগ পুলিশ লাইনস থেকে থানার ফোর্সদের জন্য পানি আনা হয়, যা থানার সামনে ট্যাংকিতে রাখা হয়। সেখান থেকে পুলিশ সদস্য ও পথচারীরা পান করেন।’

যেসব থানার ভাড়া লাগে না

নিজস্ব ভবনে না হওয়া সত্ত্বেও ডিএমপির চারটি থানাকে কোনও ভাড়া গুনতে হয় না। এই চার থানার মধ্যে গুলশান, বনানী ও মতিঝিলের কার্যক্রম চলছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের পরিত্যক্ত ভবনে। আর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের একটি ভবনে চলছে বিমানবন্দর থানার কার্যক্রম।

ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাড়া ভবনে ডিএমপির থানার কার্যক্রম চলায় প্রতিমাসে সরকারকে একটি মোটা অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে। সেই ব্যয় সংকোচন করতে ইতোমধ্যে ১৫টি থানার কয়েকটির জন্য জমি পেয়েছে ডিএমপি। আরও কয়েকটি থানার জমি অধিগ্রহণের কাজ চলছে। এছাড়া বেশকিছু থানা এলাকায় জমি খোঁজা হচ্ছে।’

তিনি বলেন, ‘জমি অধিগ্রহণের কাজ এতো সহজ নয়। সব সরকারি প্রক্রিয়া। জমি অধিগ্রহণ শেষে সেটার উন্নয়ন করে থানা ভবন বানানো দীর্ঘ সময়ের ব্যাপার। তবে এ সমস্যা বেশি দিন থাকবে না।’

আরও পড়ুন:

/এএইচ/জেইউ/আরকে/এফএস/
সম্পর্কিত
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
যে কারণে তালা দেওয়া হয়েছিল মেট্রোরেলের গেটে
নির্বাচনি দায়িত্ব নিরপেক্ষতার সঙ্গে পালন করছে পুলিশ: আইজিপি
সর্বশেষ খবর
ব্রাজিলের কোপা আমেরিকা দল থেকে ছিটকে গেলেন এডেরসন 
ব্রাজিলের কোপা আমেরিকা দল থেকে ছিটকে গেলেন এডেরসন 
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
ইরানের প্রেসিডেন্ট নিহতের ঘটনায় বিশ্বজুড়ে শোকের ছায়া
বিদায় বেলায় আপ্লুত ক্লপ বলেছেন, ‘আজ রাতে আমিও কাঁদবো’ 
বিদায় বেলায় আপ্লুত ক্লপ বলেছেন, ‘আজ রাতে আমিও কাঁদবো’ 
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদনের নতুন তারিখ
মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদনের নতুন তারিখ
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
নতুন বাণিজ্য সচিবের দায়িত্ব গ্রহণ
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু
হামজার পর দিয়াবাতেকে বাংলাদেশ দলে খেলানোর প্রক্রিয়া শুরু