X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

রংপুর মেট্রোপলিটন পুলিশের ৬ থানায় গাড়ির সংকট

লিয়াকত আলী বাদল, রংপুর
১৬ মে ২০২৩, ১০:২৮আপডেট : ১৬ মে ২০২৩, ১১:১৭

দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছে পুলিশ বাহিনী। আইনি যেকোনও সমস্যা, সংকট বা বিপদে নাগরিকদের প্রথম ভরসা বাংলাদেশ পুলিশ। নাগরিকদের নিরাপত্তায় শহর থেকে গ্রামে সবখানে দিনরাত দায়িত্ব পালন করে চলেছেন পুলিশ সদস্যরা। ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে, পুলিশ আছে জনতার পাশে’ এই স্লোগান নিয়ে নানা ধরনের সেবা দিচ্ছে বাহিনীটি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে পুলিশে সৃষ্টি করা হয়েছে নানা ধরনের ইউনিট। তবে যানবাহন, স্বাস্থ্য, জনবল ও লজিস্টিকসহ নানা সংকটে জর্জরিত বিশাল এই বাহিনী। সেসব সংকট নিয়েই বাংলা ট্রিবিউনের সিরিজ প্রতিবেদন ‘পুলিশের কষ্ট’।

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) ছয় থানায় দীর্ঘদিন ধরে গাড়ির সংকট। ছয় থানায় ছয়টি গাড়ি রয়েছে। এর মধ্যে কোনোটি অকেজো হলে অর্থের সংকটে মেরামত করা হয় না। আবার সব থানার কর্মকর্তা-কর্মচারীর জন্য জ্বালানি তেল বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। এ অবস্থায় ঠিকমতো অভিযান চালাতে পারেন না পুলিশ সদস্য ও কর্মকর্তারা।

গাড়ি সংকটের বিষয়টি স্বীকার করে আরপিএমপি কমিশনার নুরেআলম মিনা বলেন, ‌‘প্রতি থানায় একাধিক গাড়ি থাকার কথা থাকলেও আছে একটি করে। গাড়ির সংকট নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে জ্বালানি সাশ্রয় করতে সরকারি আদেশ অনুযায়ী, পুলিশের সব ইউনিটের জন্য জ্বালানি তেল বরাদ্দ কমেছে।

খোঁজ নিয়ে জানা যায়, রংপুর সিটি করপোরেশনের আয়তন ২০৩ বর্গ কিলোমিটার হলেও ২৩৯ দশমিক ৭২ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ২০১৮ সালে আরপিএমপির কার্যক্রম শুরু করা হয়। বুড়িহাট রোডে প্রায় তিন একর জমির ওপর তিনতলা বাড়ি ভাড়া নিয়ে পুলিশ লাইনস চালু করা হয়। এ ছাড়া ধাপ ফাঁড়ির জন্য নির্মিত দোতলা ভবনে কমিশনার ও দুই জন উপ-কমিশনারের কার্যালয় স্থাপন করা হয়েছে।

আরপিএমপির থানাগুলো হলো—কোতোয়ালি, পরশুরাম, তাজহাট, মাহিগঞ্জ, হারাগাছ ও হাজীরহাট থানা।

আরপিএমপি সূত্র জানায়, ২০১২ সালে রংপুর সিটি করপোরেশন গঠিত হয়। ২০১৮ সালে আরপিএমপির কার্যক্রম শুরু। প্রতি থানায় একটি করে গাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। এসব গাড়ি নিজ নিজ থানায় আইনশৃঙ্খলা রক্ষাসহ পুলিশের বিভিন্ন কাজে ব্যবহার হয়। তবে একটি মাত্র গাড়ি হওয়ায় জরুরি প্রয়োজনে কোথাও অভিযান চালানো যায় না। আবার কোনও দুর্ঘটনা ঘটলে সময়মতো যাওয়া যায় না।

নাম প্রকাশ না করার শর্তে কোতোয়ালি থানার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, ‌‘একটি গাড়ি দিয়ে আমাদের কার্যক্রম চালাতে হচ্ছে। গাড়ির সংকটে কোথাও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কিংবা দুর্ঘটনা ঘটলে দুর্ভোগে পড়তে হয়। এ ছাড়া নাইট পেট্রোলিংসহ পুলিশের জরুরি কাজে গাড়ির প্রয়োজন হলেও মিলছে না। এ অবস্থায় মাইক্রোবাস, পিকআপ ও অটোরিকশা ভাড়া করে দায়িত্ব পালন করতে হয়।’

একটি গাড়ি থাকলেও জ্বালানির বরাদ্দ কম উল্লেখ করে পরশুরাম থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘শুরু থেকে জ্বালানি তেলের বরাদ্দ প্রয়োজনের তুলনায় অর্ধেক দেওয়া হতো। তেলের দাম বাড়ার পর এখন বরাদ্দ কমিয়ে ২৫ ভাগে নেমেছে। ফলে বেশিরভাগ সময় জ্বালানি তেলের অর্থের ব্যবস্থা ডিউটি ও পেট্রোলিং অফিসারকে নিজ দায়িত্বে সংগ্রহ করতে হয়।’

তাজহাট থানার ঊর্ধ্বতন এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গাড়ি মেরামত ও জ্বালানি কেনার অর্থ পুলিশ সদর দফতর থেকে চাহিদা মতো মিলছে না। আরপিএমপির আগের কমিশনারের সময় গাড়ি মেরামত ও জ্বালানি খরচের প্রায় ২৬ লাখ টাকা বকেয়া। বরাদ্দ না থাকায় পরিশোধ করা সম্ভব হয়নি। ফলে মেরামত না করে ওভাবেই চালাতে হচ্ছে। গাড়িতে টায়ার-টিউবসহ বিভিন্ন যন্ত্রাংশ অর্থের সংকটে লাগানো যাচ্ছে না।’

হারাগাছ থানার এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘গাড়ির সংকটে ঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছি না। অবস্থা এমন যে, ওসির দায়িত্ব পালন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। দুঃখজনক হলেও সত্য অনেক সময় ধারদেনা করে টায়ার-টিউবসহ গাড়ির যন্ত্রাংশ কিনতে হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে, তারা বলেন বরাদ্দ নেই। ফলে বছরের পর বছর এভাবে চলতে হচ্ছে।’

প্রথম থেকেই জ্বালানি তেল কেনার জন্য কম বরাদ্দ দেওয়া হতো উল্লেখ করে আরপিএমপি দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, ‌‘তেলের দাম বাড়ার পর এখন প্রয়োজনের চার ভাগের এক ভাগ দেওয়া হচ্ছে।’

সার্বিক বিষয়ে জানতে চাইলে আরপিএমপির কমিশনার নুরেআলম মিনা বলেন, ‘প্রতিটি থানায় একটি করে গাড়ি আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, সমস্যা সমাধান হয়ে যাবে।’

আরও পড়ুন:

/এএম/
সম্পর্কিত
পুলিশ হেফাজতে মৃত্যু: ওসি-চিকিৎসকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা
কমলাপুর রেলস্টেশন থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ভুয়া পুলিশ সদস্য আটক
সর্বশেষ খবর
চার কোটি রুপির স্বর্ণ জব্দ পেট্রাপোলে
চার কোটি রুপির স্বর্ণ জব্দ পেট্রাপোলে
প্রথম ধাপে কত শতাংশ ভোট পড়েছে জানালো ইসি
প্রথম ধাপে কত শতাংশ ভোট পড়েছে জানালো ইসি
বিকল্প নয়, মানুষের সহায়ক হবে এআই
বিকল্প নয়, মানুষের সহায়ক হবে এআই
তিন উপজেলায় নতুন চেয়ারম্যান পেলেন পিরোজপুরবাসী
তিন উপজেলায় নতুন চেয়ারম্যান পেলেন পিরোজপুরবাসী
সর্বাধিক পঠিত
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন