X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

‘প্রবাসী কর্মীর অকাল মৃত্যুর অন্যতম কারণ উচ্চ অভিবাসন ব্যয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৩, ২১:২৮আপডেট : ০৭ জুন ২০২৩, ২১:২৮

জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ও সাবেক সচিব সেলিম রেজা বলেছেন, ‘প্রবাসী কর্মীদের অকাল মৃত্যুর কয়েকটি কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে উচ্চ অভিবাসন ব্যয়। এতো টাকা খরচ করে যারা বিদেশ যায়, যাওয়ার সময় থেকেই তাদের পকেট শূন্য। তারা সেই টাকা জোগাড় করে চড়া সুদের মাধ্যমে। তিনি যত আয় করেন, সেই টাকা পাঠিয়ে দেওয়ার পরও দেখা যায় আরও সুদ জমা পড়ে আছে। এই বিষয়টা কর্মীকে তাড়িত করে। সবসময় ভাবনা থাকে যে আয় করে সেই টাকা তাকে তুলতে হবে এবং পরিবার চালাতে হবে। তখন সে টাকা ওঠানোর জন্য মরিয়া হয়ে থাকে।’

বুধবার (৭ জুন) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত উপসাগরীয় অঞ্চলে প্রবাসী কর্মীদের স্বাস্থ্য সেবাপ্রাপ্তি বিষয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।

সেলিম রেজা বলেন, ‘আমাদের কর্মীরা যত টাকা খরচ করে বিদেশ যান, পৃথিবীর কোনও দেশ থেকে এতো টাকা লাগে না। কর্মী বিদেশ যাওয়ার আগে প্রাক বহির্গমন প্রশিক্ষণে স্বাস্থ্য বিষয়ে কোনও ধারণা দেওয়া হতো না। এখন প্রশ্ন হচ্ছে- আমরা কি এভাবেই প্রশিক্ষণ ছাড়া অদক্ষ কর্মী পাঠাতে থাকবো? এগুলো পরিবর্তন হওয়া দরকার।‘

কোরিয়াতে কর্মী যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সেখানে এরকম সমস্যা হচ্ছে না। তার কারণ হল সেখানে যথাযথ প্রশিক্ষণ ছাড়া, ভাষা শেখা ছাড়া সে দেশে যাওয়া যায় না। সেখানে গেলে একজন কর্মী যদি অসুস্থ হয়, তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। কাজেই আমরা উপসাগরীয় অঞ্চলে যেভাবে লোক পাঠাই, আসলে এভাবে লোক পাঠিয়ে কতটা লাভ হয়, আর এখান থেকে সরে আসা প্রয়োজন মনে হয়। আর ট্রেনিং ছাড়া অদক্ষ কর্মী যেন আর কোন দেশে না যায়। তাহলে আমাদের সম্মান বাড়বে, রেমিট্যান্স বাড়বে এবং আমাদের কর্মীরা অনেক ভালো থাকবে।’ কাজেই আমাদের ‘প্রোডাক্ট’ রেডি করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, অভিবাসন ও উন্নয়ন সংক্রান্ত সংসদীয় ককাসের সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব মাহজাবিন খালেদ,সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল,রামরু’র নির্বাহী পরিচালক অধ্যাপক সি আর আবরারসহ অভিবাসন খাতের স্টেকহোল্ডাররা কর্মশালায় উপস্থিত ছিলেন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
মালয়েশিয়ায় বকেয়া বেতনের দাবিতে ঢাকায় মন্ত্রণালয়ের সামনে কর্মীদের অবস্থান
যেকোনও শর্তে মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার দাবি
ইতালির সঙ্গে মাইগ্রেশন অ্যান্ড মবিলিটি চুক্তির সম্ভাবনা
সর্বশেষ খবর
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
ট্রেলারে ‘গুলমোহর’ যেমন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
পারভেজ হত্যা মামলায় টিনা গ্রেফতার, ৫ দিনের রিমান্ড আবেদন
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
চলন্ত মোটরসাইকেলে ককটেল নিক্ষেপ, দুই ভাই আহত
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
পাকিস্তান যুদ্ধ বেছে নিয়েছে: শেবাগ
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ