X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘প্রবাসী কর্মীর অকাল মৃত্যুর অন্যতম কারণ উচ্চ অভিবাসন ব্যয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২৩, ২১:২৮আপডেট : ০৭ জুন ২০২৩, ২১:২৮

জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য ও সাবেক সচিব সেলিম রেজা বলেছেন, ‘প্রবাসী কর্মীদের অকাল মৃত্যুর কয়েকটি কারণ আছে। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে উচ্চ অভিবাসন ব্যয়। এতো টাকা খরচ করে যারা বিদেশ যায়, যাওয়ার সময় থেকেই তাদের পকেট শূন্য। তারা সেই টাকা জোগাড় করে চড়া সুদের মাধ্যমে। তিনি যত আয় করেন, সেই টাকা পাঠিয়ে দেওয়ার পরও দেখা যায় আরও সুদ জমা পড়ে আছে। এই বিষয়টা কর্মীকে তাড়িত করে। সবসময় ভাবনা থাকে যে আয় করে সেই টাকা তাকে তুলতে হবে এবং পরিবার চালাতে হবে। তখন সে টাকা ওঠানোর জন্য মরিয়া হয়ে থাকে।’

বুধবার (৭ জুন) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু) আয়োজিত উপসাগরীয় অঞ্চলে প্রবাসী কর্মীদের স্বাস্থ্য সেবাপ্রাপ্তি বিষয়ে আয়োজিত এক কর্মশালায় তিনি একথা বলেন।

সেলিম রেজা বলেন, ‘আমাদের কর্মীরা যত টাকা খরচ করে বিদেশ যান, পৃথিবীর কোনও দেশ থেকে এতো টাকা লাগে না। কর্মী বিদেশ যাওয়ার আগে প্রাক বহির্গমন প্রশিক্ষণে স্বাস্থ্য বিষয়ে কোনও ধারণা দেওয়া হতো না। এখন প্রশ্ন হচ্ছে- আমরা কি এভাবেই প্রশিক্ষণ ছাড়া অদক্ষ কর্মী পাঠাতে থাকবো? এগুলো পরিবর্তন হওয়া দরকার।‘

কোরিয়াতে কর্মী যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘সেখানে এরকম সমস্যা হচ্ছে না। তার কারণ হল সেখানে যথাযথ প্রশিক্ষণ ছাড়া, ভাষা শেখা ছাড়া সে দেশে যাওয়া যায় না। সেখানে গেলে একজন কর্মী যদি অসুস্থ হয়, তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। কাজেই আমরা উপসাগরীয় অঞ্চলে যেভাবে লোক পাঠাই, আসলে এভাবে লোক পাঠিয়ে কতটা লাভ হয়, আর এখান থেকে সরে আসা প্রয়োজন মনে হয়। আর ট্রেনিং ছাড়া অদক্ষ কর্মী যেন আর কোন দেশে না যায়। তাহলে আমাদের সম্মান বাড়বে, রেমিট্যান্স বাড়বে এবং আমাদের কর্মীরা অনেক ভালো থাকবে।’ কাজেই আমাদের ‘প্রোডাক্ট’ রেডি করতে হবে বলেও উল্লেখ করেন তিনি।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন, অভিবাসন ও উন্নয়ন সংক্রান্ত সংসদীয় ককাসের সভাপতি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, মহাসচিব মাহজাবিন খালেদ,সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল,রামরু’র নির্বাহী পরিচালক অধ্যাপক সি আর আবরারসহ অভিবাসন খাতের স্টেকহোল্ডাররা কর্মশালায় উপস্থিত ছিলেন।

/এসও/ইউএস/
সম্পর্কিত
শিক্ষার্থীদের সহায়তা দিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ের ২ মিলিয়ন ডলারের ‘স্টার্টআপ ফান্ড’
দেড় কোটি প্রবাসীকে ভোটার করতে সরকারকে আইনি নোটিশ
মেধাবীদের টানতে যুক্তরাজ্যের বিশেষ প্রকল্প, বাংলাদেশিদের জন্য সম্ভাবনা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক