X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

ডিএনসিসির ৮টি পশুর হাটে থাকবে ডিজিটাল লেনদেন ব্যবস্থা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুন ২০২৩, ১৮:৪৫আপডেট : ১৯ জুন ২০২৩, ১৯:২৬

প্রতি বছরই কোরবানির পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে কোটি কোটি টাকার লেনদেন হয়। এই লেনদেনের প্রায় সবটাই হয় নগদ অর্থে। নগদ টাকা হারিয়ে যাওয়া বা চুরি-ছিনতাইয়ের ভয় থাকে। এই ঝামেলা দূর করতে এবার রাজধানীর উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন আটটি কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু করা হবে।

সোমবার (১৯ জুন) বনানীর শেরাটন হোটেলের বলরুমে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট' শিরোনামে এই ডিজিটাল লেনদেন ব্যবস্থার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসিলাম। ডিএনসিসি ও বাংলাদেশ ব্যাংকের যৌথ উদ্যোগে এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ ডেইরি ফারমার্স অ্যাসোসিয়েশনের সার্বিক সহায়তায় এই কার্যক্রম নেওয়া হয়েছে।

উদ্যোক্তারা জানান, ডিজিটাল লেনদেন ব্যবস্থায় হাটে অবস্থিত বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বুথের মাধ্যমে ক্রেতার হিসাব থেকে বিক্রেতার হিসাবে তাৎক্ষণিকভাবে টাকা চলে যাবে। ক্যাশলেস লেনদেনের ফলে ক্রেতা ও বিক্রেতার নগদ টাকা নিয়ে ঘোরার ঝুঁকি ও বাড়তি দুশ্চিন্তা থাকবে না।

ডিএনসিসির স্মার্ট হাট প্রসঙ্গে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট হাট’ স্লোগানে ডিএনসিসির আটটি কোরবানির অস্থায়ী পশুর হাটে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন ব্যবস্থা থাকবে। এই হাটগুলোই হবে স্মার্ট হাট। ইতোমধ্যে ১০ হাজার খামারির ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এই লেনদেনের জন্য। সেক্ষেত্রে টাকা নিয়ে আমাদের আর হাটে যেতে হবে না। গরুর মালিকরাও টাকা নিয়ে বাড়ি ফেরার সময় সমস্যায় পড়বেন না। কারণ লেনদেন হবে ডিজিটালি।

২০২২ সালে বাংলাদেশ ব্যাংক এই উদ্যোগের পাইলট কার্যক্রম চালু করে। যেখানে ৩৩ কোটি টাকা লেনদেন হয়। এবার দেড়শ কোটি টাকা লেনদেনের লক্ষ্য সংশ্লিষ্টদের। ডিএনসিসির পশুর হাটে ১০টি ব্যাংক, ৩টি আন্তর্জাতিক পেমেন্ট স্কিম ও ৪টি এমএফএস প্রোভাইডার (মোবাইল ব্যাংকিং) ডিজিটাল পদ্ধতিতে লেনদেন কার্যক্রম পরিচালনা করবে। ব্যাংকগুলো হলো– এবি ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মিচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, দা সিটি ব্যাংক লিমিটেড এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি। আন্তর্জাতিক পেমেন্ট স্কিমের মধ্যে রয়েছে– এমেক্স, মাস্টারকার্ড ও ভিসা। আর এমএফএস প্রোভাইডারা হলো– বিকাশ, নগদ, উপায় ও এমক্যাশ।

ডিএনসিসির আওতাধীন যে আটটি হাটে ডিজিটাল লেনদেন হবে– উত্তরা দিয়াবাড়ি ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউ বাজার এলাকার খালি জায়গা, ভাটারা (সাইদ নগর) সংলগ্ন খালি জায়গা, কাওলা শিয়ালডাঙ্গা সংলগ্ন খালি জায়গা,বাড্ডা ইস্টার্ন হাউজিং আফতাব নগরের ব্লক-ই, এফ, জি, এইচ পর্যন্ত (যা সাবেক বাড্ডা ইউনিয়ন পরিষদের অংশ), মোহাম্মদপুর বছিলার ৪০ ফুট রাস্তা সংলগ্ন খালি জায়গা, মিরপুর গাবতলী গবাদি পশুর হাট, মিরপুর সেকশন-৬, ওয়ার্ড নম্বর-৬ (ইস্টার্ন হাউজিং) এর খালি জায়গা এবং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের খেলার মাঠ।

উল্লেখ্য, ডিএনসিসিতে এবার কোরবানির পশুর ৯টি অস্থায়ী ও একটি স্থায়ী হাট বসবে বলে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে। ঈদের দিনসহ পাঁচ দিন এসব হাটের কার্যক্রম চলবে। 

/জেডএ/এফএস/
সম্পর্কিত
তেল বিক্রির কমিশন ৭ শতাংশ করাসহ ১০ দাবি পেট্রোল পাম্প মালিকদের
মার্চ টু যমুনা কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান পুলিশের
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিশ্যামলীতে ৬ ঘণ্টা ধরে অবরোধ, তীব্র যানজটে জনদুর্ভোগ
সর্বশেষ খবর
‘নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম শক্ত হাতে দমন করা হবে’
‘নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম শক্ত হাতে দমন করা হবে’
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী গ্রেফতার
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী গ্রেফতার
চলে গেলেন মেলবোর্নের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান 
চলে গেলেন মেলবোর্নের একমাত্র ট্রিপল সেঞ্চুরিয়ান 
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
ভাঙ্গায় রাতের অন্ধকারে তিন জনকে কুপিয়ে জখম, একজনের মৃত্যু
সর্বাধিক পঠিত
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
জরুরি বৈঠক ডেকেছেন প্রধান উপদেষ্টা
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ