X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ঈদযাত্রার চাপ নেই বাস টার্মিনালে

জুবায়ের আহমেদ
২৫ জুন ২০২৩, ১৭:০০আপডেট : ২৭ জুন ২০২৩, ১৮:৪৭

ঈদের বাকি আর তিন দিন। তবে এখনও বাড়িমুখো যাত্রীদের তেমন একটা ভিড় দেখা যায়নি বাস টার্মিনালগুলোতে। গাবতলী বাস টার্মিনালের টিকিট কাউন্টারের লোকেরা বলছেন, নানা কারণে সম্প্রতি  এই বাস টার্মিনালে যাত্রী সংখ্যা কমেছে। তবে ঈদের দুই দিন আগে যাত্রী সংখ্যা বাড়বে বলে আশা রাখছেন তারা। এদিকে খোঁজ নিয়ে জানা যায়, সায়দাবাদ বাস টার্মিনালে যাত্রীদের ভিড় না থাকলেও দক্ষিণাঞ্চলমুখী যাত্রীর সংখ্যা বেড়েছে।

রবিবার (২৫ জুন) গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, সকাল থেকে দুপুর পর্যন্ত যাত্রীর সংখ্যা তেমন বাড়েনি। বরং সকালে কিছু যাত্রী থাকলেও দুপুরের দিকে তা কমে যায়। বাস কাউন্টারের লোকেরা ডেকেও যাত্রী পাচ্ছিলেন না।

বিভিন্ন বাস কাউন্টারের টিকিট বিক্রেতারা জানান, পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই গাবতলী বাস টার্মিনালে যাত্রীর সংখ্যা অনেক কমে গেছে। এছাড়া মোটরসাইকেলে করেও অনেকে এখন ঈদে বাড়ি ফেরায় যাত্রীর সংখ্যা কম বলে মনে করেন তারা।

এদিকে অনলাইনে টিকিট বিক্রি এবং রাজধানীর ভেতরে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানির কাউন্টার থাকায় যাত্রীরা এখন আর টার্মিনালমুখি হন না বলেও জানান গাবতলী বাস কাউন্টারের কর্মীরা।

গাবতলি বাস টার্মিনালের টিকিট কাউন্টারগুলো ফাঁকা

দক্ষিণাঞ্চলের বাস সার্ভিস কমফোর্ট লাইনের টিকিট বিক্রেতা সুমন খান বলেন, 'পদ্মা সেতু হওয়ায় মিরপুর ও এর আশপাশের লোকেরাও এখন আর গাবতলী আসে না। কষ্ট করে হলেও সায়দাবাদ থেকেই বাড়ি যায়।'

মোটরসাইকেলের কারণেও যাত্রী সংখ্যা কমেছে মন্তব্য করে তিনি বলেন, ঈদে যদি ৫০ হাজার বাইক ঢাকা ছাড়ে তাহলে তো ৫০ হাজার যাত্রীই কম। এর সঙ্গে যদি পেছনে আরেকজন নেয় তাহলে তো বাসের প্রায় ১ লাখ যাত্রীই নাই। তবে ঈদের দুই-একদিন আগে যাত্রী বাড়বে। তখন সরকারি অফিস বন্ধ হবে। গার্মেন্টসগুলো ছুটি দেবে। সেই আশায় আছি।'

মোটরসাইকেল ছাড়াও ব্যক্তিগত উদ্যোগসহ নানা উপায়ে ভেঙে ভেঙে যাত্রীরা ঢাকা ছাড়ছেন জানিয়ে আরেক টিকিট বিক্রেতা রাবেয়া পরিবহনের কানাই লাল মৈত্র বলেন, ‘এখন আর আগের মতো পরিস্থিতি নাই। করোনার সময়ই মানুষ বাস ছাড়া যাতায়াত করার অভ্যাস করে ফেলছে। ফ্যামিলিতে চার জন হলেই চিন্তা করে প্রাইভেটকারে যাওয়ার। তার ওপর করোনার পর থেকেই মানুষ বাইকে করে বাড়ি যাওয়া শুরু করছে। আবার ট্রেনেও অনেকে যায়। সব মিলায়া এখন টার্মিনালে আর যাত্রী দেখা যায় না।'

টার্মিনালে যাত্রী বাড়াতে ঢাকার বিভিন্ন এলাকায় থাকা বাস কাউন্টারগুলো তুলে দেওয়ার দাবি জানিয়ে আরেক টিকিট বিক্রেতা আবদুল আব্বাস বলেন, 'সিটির ভেতর যেই সব কাউন্টার আছে ওইগুলা উঠায়া দিলে টার্মিনালে যাত্রী বাড়বে। এখন তো মানুষ ২০০-১০০ টাকা বেশি দিয়ে হলেও বাসার কাছ থেকেই উঠে। কষ্ট করে এদিক আসতে চায় না।'

এসময় গাবতলীর যাত্রী বাড়াতে আরিচা ঘাটেও একটি পদ্মা সেতু বানানোর আবদার করে তিনি বলেন, 'আরিচা ঘাটেও একটা পদ্মা সেতু বানালে তখন এদিকেও আবার যাত্রী বাড়বে।'

এদিকে অনলাইনে টিকিট বিক্রিতে সন্তুষ্ট বড় কোম্পানির বাস কাউন্টারের কর্মীরা। তারা জানান, এখন কাউন্টারে এসে কেই ভিড় করে না। টার্মিনালে এসে সরাসরি সময় মতো বাসে উঠে যায়।

এবিষয়ে সোহাগ পরিবহনের কাউন্টারের টিকিট বিক্রেতা আসিফ বলেন, 'অনলাইনে টিকিট বিক্রি হওয়ায় যাত্রীরা কোনও ভোগান্তি ছাড়াই ঘর থেকে পছন্দের সিট বুকিং দিয়ে রাখেন। কাউন্টারে এসে খোঁজ নিতে হয় না। শুধু ডেট মতো এসে সরাসরি বাসে উঠে যান। তবে কেউ কেউ এখনও অনলাইনের বিষয়টা বোঝে না। তাদের জন্য আমরা আছি।'

তবে দক্ষিণাঞ্চলের যাত্রীদের উপস্থিত কম থাকলেও দেশে অনান্য অঞ্চলের লোকেরা ঈদে বাড়ি যেতে গাবতলী টার্মিনাল ব্যবহার করেন। যদিও এখন সেই সংখ্যা বাড়েনি। কেবল বেসরকারি চাকরিজীবী ও যাদের আগে বাড়ি যাওয়ার সুযোগে রয়েছে তারাই আজ ঢাকা ছাড়তে টার্মিনালে উপস্থিত হয়েছেন।

রাজবাড়ির যাত্রী বেসরকারি চাকরিজীবি আবু সাইদ জুয়েল বলেন, 'সুযোগ পেলাম আগে বাড়ি যাওয়ার। তাই ঈদের ভিড় থেকে বাঁচতেই আগে আগেই ফ্যামিলি নিয়ে রওনা দিচ্ছি।'

ছবি: প্রতিবেদক।

/এফএস/
সম্পর্কিত
লালবাগে নারীর মরদেহ উদ্ধার
মিরপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নারী নিহত
নাটবল্টুর সঙ্গেই কাটছে শৈশব-কৈশোর
সর্বশেষ খবর
শ্রমিকদের অংশীদারত্ব নিশ্চিত করাসহ ৪ দাবি
শ্রমিকদের অংশীদারত্ব নিশ্চিত করাসহ ৪ দাবি
মুবিতে মুক্তি দেশি মুভি
মুবিতে মুক্তি দেশি মুভি
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল
ছাত্রীনিবাসের সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গি, যুবকের এক মাস জেল
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
‘গাজার ৯০ শতাংশ ফিলিস্তিনি দারিদ্রসীমার নিচে’
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার