X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

টিএসসিতে গাছ ভেঙে পড়ে রিকশাচালকের মৃত্যু

ঢাবি প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় একটি বড় গাছ ভেঙে পড়ে এক রিকশাচালক মারা গেছেন। তার নাম শফিকুল ইসলাম (৪০)। এ ঘটনায় আহত হয়েছে দুই শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে বৃষ্টির মধ্যে টিএসসিতে এ ঘটনা ঘটে। শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আরিফ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

টিএসসি এলাকায় গাছ ভেঙে পড়ে এক রিকশাচালক মারা গেছেন

তিনি জানান, বিকালে বৃষ্টির মধ্যে টিএসসিতে একটি বড় গাছ ভেঙে রাস্তার ওপরে পড়ে। সেখান দিয়ে একটি রিকশা যাচ্ছিল। গাছটি ভেঙে রিকশার ওপর পড়লে দুই যাত্রীসহ চালক আহত হন।

পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল নিয়ে এলে রিকশাচালক মারা যান। আহত দুই জন সামান্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধারকারী পথচারী ঢামেকের শিক্ষার্থী ইমরান খান ফাহিম বলেন, ঝড়ের সময়ে টিএসসিতে দাঁড়িয়েছিলাম। সে সময়ে ঝড়ে টিএসসির মোড়ে গাছের বড় একটি ডাল ভেঙে পড়ে। এতে চাপা পড়েন রিকশাচালক। রক্তাক্ত অবস্থা আমি গুরুতর আহত রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। বাকি আহতদের অবস্থা তেমন গুরতর নয়।

রিকশার ওপর গাছ ভেঙে পড়ে আহত হয়েছে দুই যাত্রী

আহত ঢাবির শিক্ষার্থী ওয়াহিদা বলেন, আমি রিকশার ভেতর বসা ছিলাম, ঝড় দেখে চালক বলছিলেন, আমি একটু সামনে দাঁড়াই, ঝড়টা একটু কমলে যাবো। এর মধ্যেই ঢাল ভেঙে পড়ে। আমি পায়ে আঘাত পেয়েছি।

মৃতের কাছে থেকে পাওয়া মোবাইল ফোন দিয়ে তার স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, মৃত রিকশাচালকের নাম শফিকুল ইসলাম। তিনি শেরপুর সদর উপজেলার চক আন্দারিয়া গ্রামের মো. হাফেজের ছেলে। তার স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

ঝড়ের মধ্যে হঠাৎ করেই ভেঙে পড়ে গাছের ডাল

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, একজন রিকশাচালক নিহত হয়েছে। তবে দুই জন নয়, আমাদের একজন শিক্ষার্থী সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে। ওই শিক্ষার্থীর নাম ওয়াহিদা। তিনি বিশ্ববিদ্যালয়ের চারুকলার তৃতীয় বর্ষের শিক্ষার্থী। শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থী।

/কেএইচ/এফএস/
সম্পর্কিত
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বশেষ খবর
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
সিএনজির রেজিস্ট্রেশন কার্যক্রম চালু করতে বিআরটিএ অফিস ঘেরাও
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
এসি কেনার আগে মনে রাখতে হবে এই ৭ বিষয়
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
বৃষ্টি ও বন্যায় কেনিয়ায় নিহত অন্তত ৪৫
‘তাই বলে ১৯ গোল খাবো!’
‘তাই বলে ১৯ গোল খাবো!’
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড