নির্বাচনের আগের সময়টা সংখ্যালঘুদের জন্য ভালো নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
রানা দাশ গুপ্ত বলেন, চার মাস পরেই নির্বাচন। এই নির্বাচনের প্রায় ছয় মাস আগে থেকেই আমরা বলে এসেছি। অতীতের অভিজ্ঞতা থেকেই বলছি, নির্বাচনের আগের সময়টা আমাদের (সংখ্যালঘু) জন্য ভালো নয়।
তিনি আরও বলেন, সম্প্রতি জন্মাষ্টমীর অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী দুর্গাপূজার সময় বা তারপরেও দেশে সাম্প্রদায়িক সহিংসতা ঘটতে পারে। এমনকি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও প্রায় একই সুরে বলেছেন, আগামী নির্বাচন সামনে রেখে দেশে সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির চেষ্টা হচ্ছে। এটা থেকে পরিষ্কার অতীতে আমরা যে সাম্প্রদায়িক সহিংসতার শঙ্কা ও উদ্বেগের কথা প্রকাশ করেছিলাম, আজ রাজনৈতিক দলগুলো একই সুরে সেই কথা বলছে।
রানা দাশ বলেন, গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছি, শুধু শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক শান্তি-শৃঙ্খলার কথা ভাবলে হবে না। আগামী নির্বাচনের আগ পর্যন্ত দেশে যেন সাম্প্রদায়িক সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য সব রাজনৈতিক দলকে একটি সিদ্ধান্তে আসতে হবে।
তিনি আরও বলেন, আজ এই সম্মেলন মঞ্চ থেকে আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলের কাছে বিনীত আবেদন করে বলতে চাই, আগামী দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনও রাজনৈতিক দল যেন কোনও কর্মসূচি না দেয়। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের জনজীবনে যেন কোনও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়।
আগামী ২২ ও ২৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ৪৮ ঘণ্টার গণ-অনশন ও অবস্থান কর্মসূচির কথা জানিয়ে তিনি বলেন, এই গণ-অনশনের লক্ষ্য হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সরকারি দল তাদের নির্বাচনি ইশতেহারে যে অঙ্গীকার করেছিল, সেগুলো যেন বাস্তবায়ন করে।
অমিতাভ বসাক বাপ্পী ও শ্যামল দেবনাথের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধক ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি চিত্তরঞ্জন দাস। সম্মেলনের প্রধান বক্তা ছিলেন যুব ঐক্য পরিষদের সভাপতি পঙ্কজ সাহা। এ ছাড়া সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।