দুর্নীতি দমন কমিশন (দুদক) থেকে চিঠি দিয়ে একটি সমবায় সমিতির কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির বিষয়ে তদন্ত প্রতিবেদন চাওয়া হলেও দীর্ঘ আট মাসেও প্রতিবেদন দেয়নি সমবায় অধিদফতর। তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োজিত ঢাকার জেলা অডিটর মঞ্জুরুল কবীর অজ্ঞাত কারণে তদন্ত প্রতিবেদন দিতে কালক্ষেপণ করছেন বলে অভিযোগ রয়েছে। কয়েকমাস ধরেই এই কর্মকর্তা বলছেন, ‘তদন্ত শেষ পর্যায়ে’। কিন্তু কী কারণে তদন্ত প্রতিবেদন দিতে দেরি করছেন, সেটা খোলাসা করে বলছেন না তিনি।
দুদক সূত্র জানায়, মিরপুর-১ এর শাহ স্মৃতি মার্কেটে ‘আল ফাতিহা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি সমিতি রয়েছে। ওই সমিতির কর্মকর্তাদের দুর্নীতি ও অনিয়ম তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে গত ৫ ফেব্রুয়ারি (২০২৩) সমবায় অধিদফতরকে চিঠি দেয় দুদক। দুদকের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক উত্তম কুমার মণ্ডলের সই করা চিঠিতে বলা হয়, সমিতির বিরুদ্ধে পাওয়া অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন চাওয়ার জন্য কমিশনে সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী, তদন্ত করে প্রতিবেদন পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়। এই চিঠি পাওয়ার পর সমবায় অধিদফতর কর্তৃপক্ষ বিষয়টির তদন্ত করতে দায়িত্ব দেন ঢাকা জেলা অডিটর মঞ্জুরুল কবীরকে। কিন্তু দীর্ঘ প্রায় আট মাস অতিবাহিত হতে চললেও তিনি তদন্ত প্রতিবেদন দিচ্ছেন না। কেন দিচ্ছেন না জানতে চাইলে তিনি বলেন, ‘খুব শিগগির তদন্ত প্রতিবেদন দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে ওই সমিতিতে টাকা দিয়ে ক্ষতিগ্রস্ত হওয়া সিদ্দিকুর রহমান রানা বলেন, ‘আমরা কয়েকজন তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করে দ্রুত প্রতিবেদন দিতে অনুরোধ জানিয়েছি। তারপরও তিনি কেনও কালক্ষেপণ করছেন, জানি না। তবে শুনেছি, সমিতির কর্মকর্তারা তদন্ত কর্মকর্তাকে ম্যানেজ করেছেন।’