X
সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

বৌদ্ধ সন্ন্যাসী সেজে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা, অবশেষে কারাগারে

মহিউদ্দিন খান রিফাত
২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৯আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৩, ২১:২১

বৌদ্ধ সন্ন্যাসীর ভুয়া পরিচয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করলেও অবশেষে কারাগারে ঠাঁই হলো অমরজিদ বড়ুয়া নামে এক ব্যক্তির। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের নিরাপত্তা কর্মকর্তা ও পুলিশের জিজ্ঞাসাবাদে অমরজিদ  স্বীকার করেছেন— পেশায় তিনি একজন  টেকনিশিয়ান। দালালের মাধ্যমে জাল কাগজপত্র তৈরি করে যুক্তরাষ্ট্রে যেতে চেয়েছিলেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকায় মার্কিন দূতাবাসের সহকারী রিজিওনাল সিকিউরিটি অফিসার মাইকেল লি গুলশান থানায় বাদী হয়ে অমরজিদ বড়ুয়ার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এরপর মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার এজাহারে মাইকেল লি উল্লেখ করেন, ‘চলতি বছরের ২৩ আগস্ট অমরজিদ বড়ুয়া নামে এক ব্যক্তি ভিসার সাক্ষাৎকারের জন্য আমেরিকার ওয়েস্ট লস অ্যাঞ্জেলেসের বুদ্দিস্ট গির্জা থেকে আনা একটি আমন্ত্রণপত্রসহ মার্কিন দূতাবাসে আবেদন করেন। তিনি বুদ্দিস্ট গির্জার পুরোহিত করুণা ধার্মা নামে শ্রীলঙ্কান এক নাগরিকের পাঠানো একটি আমন্ত্রণপত্র দূতাবাসে উপস্থাপন করেন। পরে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ অমরজিদ বড়ুয়ার আমন্ত্রণপত্র যাচাই করে জানতে পারে যে, আমন্ত্রণপত্রটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে।’

এজাহারে মাইকেল লি জানান, ‘গত সোমবার (২৫ সেপ্টেম্বর) অভিযুক্ত অমরজিদ বড়ুয়া ভিসা পেতে দ্বিতীয় দফায় সাক্ষাৎকারের জন্য দূতাবাসে আসেন। তখন জাল আমন্ত্রণপত্রের কথা জিজ্ঞেস করলে তিনি স্বীকার করেন যে, তিনি বৌদ্ধ সন্ন্যাসী নন। তিনি পেশায় একজন টেকনিশিয়ান। মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আমেরিকা গযাওয়ার চেষ্টা করছিলেন। দালালের কাছে থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করেছিলেন। ভিসা পেলে দালালকে ১০ লাখ টাকা দিতে হবে বলে তাদের মধ্যে একটি চুক্তিও হয়েছে।’

মঙ্গলবার আদালতে দেওয়া প্রতিবেদনে মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার এসআই  রায়হানুল ইসলাম সৈকত জানান, আসামি অমরজিদ বড়ুয়া জিজ্ঞাসাবাদে এই প্রতারণার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে প্রতারণা ও জালিয়াতির কাজে তার সহযোগির বিষয়ে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সময় ক্ষেপণ করেন।

আদালতে জমা দেওয়া পুলিশের প্রতিবেদনে আরও  বলা হয়, আসামির নাম ও ঠিকানা যাচাইসহ প্রাপ্ত তথ্যাদি তদন্তাধীন আছে। এমতাবস্থায় মামলার তদন্তের স্বার্থে আসামিকে জেল হাজতে আটক  রাখা প্রয়োজন বলে প্রতিবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।

গুলশান থানার এসআই  রায়হানুল ইসলাম সৈকত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জালিয়াতির কথা তিনি স্বীকার করেছেন। মামলার তদন্ত চলছে। আসামি এখন কারাগারে আছেন।’

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বি এম ফরমান আলী মঙ্গলবার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি অমরজিদ বড়ুয়া সন্যাসী সেজে কাগজপত্র জাল করে আমেরিকা যাওয়ার জন্য দূতাবাসে আবেদন করেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, তার তদন্ত চলছে।’

এ বিষয়ে জানতে মামলার বাদী মার্কিন দূতাবাসের সহকারী রিজিওনাল সিকিউরিটি অফিসার মাইকেল লি’র সঙ্গে চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন:

থাইল্যান্ড ইমিগ্রেশনে বৌদ্ধ ভিক্ষুর ছদ্মবেশে ৭ বাংলাদেশি আটক, গন্তব্য ছিল মালয়েশিয়া

/এপিএইচ/
সম্পর্কিত
করণীয় নির্ধারণে বৈঠক আজশ্রম ইস্যুতে মার্কিন বিধিনিষেধে পড়লে কী করবে সরকার?
স্যাটেলাইট নজরদারি শুরু করেছে উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২
সর্বশেষ খবর
গাইবান্ধার ৫ আসনে মনোনয়নপত্র বাতিল ১৬, স্থগিত ১৮
গাইবান্ধার ৫ আসনে মনোনয়নপত্র বাতিল ১৬, স্থগিত ১৮
মুন্সীগঞ্জে তিন আসনে বর্তমান এমপিসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
মুন্সীগঞ্জে তিন আসনে বর্তমান এমপিসহ ৮ প্রার্থীর মনোনয়ন বাতিল
পিরোজপুরের ৩ আসনে বাদ পড়েছেন ১০ প্রার্থী
পিরোজপুরের ৩ আসনে বাদ পড়েছেন ১০ প্রার্থী
সংসদ সদস্য সেলিনা ইসলামের মনোনয়নপত্র বাতিল
সংসদ সদস্য সেলিনা ইসলামের মনোনয়নপত্র বাতিল
সর্বাধিক পঠিত
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী