সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, একটি প্রাইভেট কার রাস্তার মোড় ঘুরেই একটি রিকশাকে বেপরোয়া গতিতে চাপা দেয়। এতে রিকশাচালক ও যাত্রীরা গাড়ির নিচে চাপা পড়েন। রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।
আহত রিকশাচালকের নাম হাবিবুর রহমান, বয়স ৪৫। আহত যাত্রীরা হলেন, ৩৪ বছরের আফরোজা আহমেদ ও তার ৩৮ বছরের স্বামী ইমরান রেজা এবং তাদের তিন বছর বয়সী সন্তান এনায়া রেজা।
রিকশাচালক হাবিবুর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি রয়েছেন। আর রিকসার যাত্রীরা অন্য একটি হাসপাতালে আছেন।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা দুই জনকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। তারা হলেন, ১৫ বছরের এক কিশোর এবং ২৪ বছরের এক যুবক। তার নাম সালমান হায়দার।
মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে বলেন, ‘অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় একজনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অন্যজন কারাগারে আছেন। গাড়িটি চালাচ্ছিল ওই কিশোর। সালমান হায়দার তাকে গাড়ি চালাতে দিয়েছিলেন।’
এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছেন আহত ইমরানের বাবা রফিকুল ইসলাম। আহত রিকশাচালক হাবিবুর রহমানেএখন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি রয়েছে। এছাড়া রিকশার যাত্রী ইমরান ও আফরোজা রাজধানীর দুটি হাসপাতালে ভর্তি।
আহত আফরোজার বোন আফসানা আহমেদ জানান, ইমরান ও আফরোজা মোহাম্মদপুরে বাস করেন। ঘটনার দিন তারা চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফিরছিলেন।
আটক কিশোরের বাবা সৌদিপ্রবাসী। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
কিশোরের মায়ের দাবি, সালমান তার ছেলেকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে।