X
মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
১৩ অগ্রহায়ণ ১৪৩০

কিশোরের হাতে স্টিয়ারিং, গাড়ি চাপায় আহত ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০০:১৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরায় ধারণ করা ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, একটি প্রাইভেট কার রাস্তার মোড় ঘুরেই একটি রিকশাকে বেপরোয়া গতিতে চাপা দেয়। এতে রিকশাচালক ও যাত্রীরা গাড়ির নিচে চাপা পড়েন। রাজধানীর মোহাম্মদপুরের ইকবাল রোডে রবিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে।

আহত রিকশাচালকের নাম হাবিবুর রহমান, বয়স ৪৫। আহত যাত্রীরা হলেন, ৩৪ বছরের আফরোজা আহমেদ ও তার ৩৮ বছরের স্বামী ইমরান রেজা এবং তাদের তিন বছর বয়সী সন্তান এনায়া রেজা।

রিকশাচালক হাবিবুর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি রয়েছেন। আর রিকসার যাত্রীরা অন্য একটি হাসপাতালে আছেন।

মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, দুর্ঘটনার পর স্থানীয়রা দুই জনকে আটক করে পুলিশের কাছে তুলে দেয়। তারা হলেন, ১৫ বছরের এক কিশোর এবং ২৪ বছরের এক যুবক। তার নাম সালমান হায়দার।

মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে বলেন, ‘অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় একজনকে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। অন্যজন কারাগারে আছেন। গাড়িটি চালাচ্ছিল ওই কিশোর। সালমান হায়দার তাকে গাড়ি চালাতে দিয়েছিলেন।’

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেছেন আহত ইমরানের বাবা রফিকুল ইসলাম। আহত রিকশাচালক হাবিবুর রহমানেএখন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি রয়েছে। এছাড়া রিকশার যাত্রী ইমরান ও আফরোজা রাজধানীর দুটি হাসপাতালে ভর্তি।

আহত আফরোজার বোন আফসানা আহমেদ জানান, ইমরান ও আফরোজা মোহাম্মদপুরে বাস করেন। ঘটনার দিন তারা চিকিৎসকের কাছে গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফিরছিলেন।

আটক কিশোরের বাবা সৌদিপ্রবাসী। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

কিশোরের মায়ের দাবি, সালমান তার ছেলেকে গাড়ি চালানো শেখাচ্ছিলেন। এ সময় দুর্ঘটনা ঘটে। 

/কেএইচ// এসপি/
সম্পর্কিত
তফসিলকে স্বাগত জানিয়ে ১০৩১ নাগরিকদের বিবৃতি
২৮ অক্টোবরের পর ‘নিখোঁজ’ বিএনপি নেতারা সামনে আসছেন
বাবার দেওয়া আগুনে প্রাণ গেলো দুই শিশুসন্তানের, মায়ের অবস্থা আশঙ্কাজনক
সর্বশেষ খবর
আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের নির্বাচিত প্রথম ভাইস প্রেসিডেন্ট সাইদা মোনা
আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশনের নির্বাচিত প্রথম ভাইস প্রেসিডেন্ট সাইদা মোনা
কাতারি প্রধানমন্ত্রীর সঙ্গে সিআইএ ও মোসাদ প্রধানের বৈঠক
কাতারি প্রধানমন্ত্রীর সঙ্গে সিআইএ ও মোসাদ প্রধানের বৈঠক
তফসিলকে স্বাগত জানিয়ে ১০৩১ নাগরিকদের বিবৃতি
তফসিলকে স্বাগত জানিয়ে ১০৩১ নাগরিকদের বিবৃতি
ঋণের জামানত মূল্যায়ন করবে কেন্দ্রীয় ব্যাংকের গঠিত প্যানেলভুক্ত প্রতিষ্ঠান
ঋণের জামানত মূল্যায়ন করবে কেন্দ্রীয় ব্যাংকের গঠিত প্যানেলভুক্ত প্রতিষ্ঠান
সর্বাধিক পঠিত
মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা
মেথি খেলে মিলবে যে ৮ উপকারিতা
মনোনয়ন পেয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
মনোনয়ন পেয়েছেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
ভারতের হারে ‘উল্লাস’: চঞ্চলে উত্তেজনা, মোশাররফে স্বস্তি!
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
বদলে যাচ্ছে পূর্বাঞ্চল রেলওয়ের সূচি, কমবে ভ্রমণসময়
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা
ডিসেম্বরেই মতিঝিল পর্যন্ত পুরোদমে মেট্রোরেল চালুর পরিকল্পনা