রাজধানীর খিলগাঁওয়ে জামিয়া আক্তার রিয়া (১৭) নামে এক কলেজ শিক্ষার্থী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সে স্থানীয় খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল। পরিবার বলছে, সে আত্মহত্যা করেছে।
শুক্রবার (৬ অক্টোবর) বিকালে এই ঘটনা ঘটে।
পরিবারের সদস্যরা তাকে বাসা থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে বিকাল ৬টা ২০ মিনিটে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মৃতের মা শাহানাজ বেগম বলেন, ‘রিয়া তার কলেজ পরীক্ষায় রেজাল্ট খারাপ করেছে। আর হয়তো সেই কারণেই সে এমনটা করেছে। এ ছাড়া তো কোনও কারণ দেখছি না।’
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সময়ে তার মা শাহানাজ বেগম ছোট মেয়ে নিয়ে কোচিংয়ে গিয়েছিলেন। ফিরে এসে দেখতে পান, দরজা বন্ধ। ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দেখতে পান সে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছে। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতাল হয়ে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার রেন্টে কার ব্যবসায়ী রিপন মিয়ার মেয়ে। বর্তমানে খিলগাঁও গোড়ান সিপাহীবাগ পরিবারের সঙ্গে থাকতো। দুই বোনের মধ্যে সে ছিল বড়।