রাজধানীর দক্ষিণখানে বন্ধুর টাকা লেনদেন সংক্রান্ত দ্বন্দ্ব মীমাংসা করতে গিয়ে ছুরিকাঘাতে খুন হন মোসাব্বির হোসেন সিফাত (৩৬)। এ ঘটনায় করা মামলায় তিন জনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
শরিবার (১৪ অক্টোবর) তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে শুনানি শেষে তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদ।
রিমান্ড-প্রাপ্ত আসামিরা হলো মো. রাজিব (২৩), মো. আশিক (২৩) মো. শেখ নিজাম (২২)।
মামলার এজাহার থেকে জানা যায়, নিহত সিফাতের বন্ধু মো. জাবেদ মৃধা কিছুদিন আগে নোমানকে পাঁচ হাজার টাকা ধার দেয়। নোমান ধারের তিন হাজার টাকা শোধ করে। দীর্ঘদিন বাকি দুই হাজার টাকা ফেরত না দেওয়ায় উভয়ের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়। গত ১২ অক্টোবর সন্ধ্যায় মো. জাবেদ মৃধা পাওনা দুই হাজার টাকা ফেরত চায় নোমানের কাছে। নোমান টাকা দিতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে নোমান জাবেদ মৃধাকে ধাক্কা মারে এবং দেখে নিচ্ছি বলে অন্যান্য অভিযুক্তদের ঘটনাস্থলে আসতে বলে। কিছুক্ষণ পর সিফাত ঘটনাস্থল এসে দেখতে পায় জাবেদকে মারধর করা হচ্ছে। তখন সিফাত প্রতিবাদ করলে নোমনসহ অজ্ঞাতনামা আসামিরা সিফাতকে এলোপাতাড়ি মেরে রক্তাক্ত জখম করে।
পরে সিফাতের মামা মো. রশিদুল ইসলাম ও পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মুসাব্বির হোসেন চৌধুরী সিফাতের মা নাসরিন বেগম দক্ষিণখান থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।