X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

‘টেকশই’ নেতৃত্ব গঠন কর্মসূচির গ্র্যাজুয়েশন দিবস ও সমাপনী অনুষ্ঠান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৩, ১৯:২৪আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ১৯:২৪

কক্সবাজারের চারটি মানবাধিকার এবং সামাজিক উন্নয়নমূলক সংগঠনের নেতৃস্থানীয় প্রতিনিধিরা ‘টেকশই’ নেতৃত্ব গঠন কর্মসূচি সম্পন্ন করেছে। শনিবার (১৪ অক্টোবর) সদ্য গ্র্যাজুয়েটদের সমাপনী অনুষ্ঠানটি মার্কিন দাতা সংস্থা ইউএনডিপি কক্সবাজার অফিসে অনুষ্ঠিত হয়। ইউএসএআইডি এবং গ্লোবাল নলেজ ইনিশিয়েটিভের সহায়তায় বেটারস্টোরিজ লিমিটেড এ আয়োজন করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘টেকশই’ মানবিক সহায়তার উদ্ভাবন সংক্রান্ত একটি পরীক্ষামূলক কর্মসূচি। এটি স্থানীয় এনজিও প্রতিনিধিদের কক্সবাজারের মানবাধিকার ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। কর্মসূচির গ্র্যাজুয়েটরা স্থানীয় হার্ট সোসাইটি, উপমা নারী কল্যাণ সমিতি, কক্সবাজার কোস্টাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিসিডিএফ), সুজলা মহিলা সমিতি– এই চারটি সংগঠনের প্রতিনিধিত্ব করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত তিন মাসে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা তিনটি অনন্য বুটক্যাম্পে (কর্মশালা) অংশগ্রহণের মধ্য দিয়ে মানবিক সহায়তার জন্য কর্মসূচির প্রেক্ষাপট, আর্থ সামাজিক ও রাজনৈতিক বিশ্লেষণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা গঠন, সংশ্লিষ্ট সুযোগের যথাযথ ব্যবহার এবং চ্যালেঞ্জ মোকাবিলার মাধ্যমে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য অর্জন করেছে।

আয়োজকরা জানান, এই বুটক্যাম্পগুলো অংশগ্রহণকারীদের উপরোক্ত বিষয়ে দক্ষ করে তোলার পাশাপাশি জ্ঞানদান করেছে। একই সঙ্গে প্রয়োজনীয় নেটওয়ার্কের অন্তর্ভুক্ত করেছে, যেন তারা ভিন্ন এবং সৃজনশীল অবদানের মাধ্যমে জনমানুষের জীবনে উত্তম অবদান রাখতে পারে। এছাড়াও কক্সবাজারের মানবিক সহায়তার দীর্ঘসূত্রিতা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা এবং ক্রমশ সঙ্কুচিত বিদেশি অনুদান বিবেচনায় রেখে কী ধরণের সরকারি নিবন্ধন ও সংগঠনের সম্ভাবনা আছে– এসব বিষয়েও অংশগ্রহণকারীরা পূর্ণ ধারণা অর্জনে সক্ষম হয়েছে।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা তাদের স্ব-স্ব সাংগঠনিক পরিকল্পনা বিচারকমণ্ডলী হিসেবে আমন্ত্রিত অতিথিদের সামনে উপস্থাপন করেন।

অনুষ্ঠানে বেটারস্টোরিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান গল্পকার মিনহাজ আনওয়ার বলেন, ‘২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। নিঃসন্দেহে কক্সবাজার হবে বাংলাদেশের জন্য এই পরিবর্তনের কেন্দ্রবিন্দু। সেখানে স্থানীয় সংস্থাগুলোর ভূমিকা অপরিসীম। বেটারস্টোরিজের পাশাপাশি অন্যরাও এইসব দেশীয় সংস্থার আরও দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে বলে আশা রাখি।’

/এসও/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিমান্ড শেষে কারাগারে মমতাজ
রিমান্ড শেষে কারাগারে মমতাজ
পুনরায় আইপিএল শুরুর দিনে বাধা হতে পারে বৃষ্টি
পুনরায় আইপিএল শুরুর দিনে বাধা হতে পারে বৃষ্টি
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার
আত্মসমর্পণের পর স্ত্রীসহ কারাগারে মিল্টন সমাদ্দার
লিবিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
লিবিয়ায় প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
গুলিস্তানে জুলাই যোদ্ধাদের সঙ্গে এনসিপি’র যুবশক্তির নেতাদের হট্টগোল
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলন স্থগিত
চীনা প্রেসিডেন্টের সঙ্গে মিয়ানমারের সেনাশাসকের বৈঠক কী বার্তা দিচ্ছে?
চীনা প্রেসিডেন্টের সঙ্গে মিয়ানমারের সেনাশাসকের বৈঠক কী বার্তা দিচ্ছে?