X
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
২৪ আষাঢ় ১৪৩২

দুর্নীতির অভিযোগে টেলেক্স লিমিটেডের চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২৩, ১৮:৩৮আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১৮:৩৮

টেলেক্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে ২৪১ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চাঁদপুরের উপ-পরিচালক জালাল উদ্দিন আহাম্মদ বাদী হয়ে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ রবিবার (২২ অক্টোবর) মামলাটি দায়ের করেন।

দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বাংলা ট্রিবিউনকে জানান, রাজধানীর গুলশানের বাসিন্দা আসামি আব্দুর রহমান ও মোহাম্মদ মজিবুর রহমান টেলেক্স লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকাকালীন ২৪০ কোটি ৯৪ লাখ ৪২ হাজার ৫৯৯ টাকা মূল্যের তিন কোটি চার লাখ ৬৬ হাজার ৪৯৩ মার্কিন ডলার পাচার করেন। দেশের স্বার্থে এসব বৈদেশিক মুদ্রা বিদেশ থেকে বাংলাদেশে না এনে মানিলন্ডারিং করেন। এতে তারা মানিলন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়, পাচারের ঘটনা অনুসন্ধানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে পাওয়া রেকর্ডপত্র ও তথ্য পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় পাওয়া তথ্যের আলোকে দেখা যায়, টেলেক্স লিমিটেড আন্তর্জাতিক কিংবা বৈদেশিক ইনকামিং কল তথা সেবা রফতানির জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে আইজিডব্লিউ লাইসেন্স পাওয়া একটি প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের নিবন্ধিত ঠিকানা হচ্ছে, বাড়ি নং-৩৪, রোড নং-৪৬, গুলশান উত্তর বা/এ, ঢাকা। যার চেয়ারম্যান হচ্ছেন আব্দুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক হচ্ছেন  মোহাম্মদ মজিবুর রহমান।

মামলার এজাহারে আরও বলা হয়, আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রফতানি বাবদ রাষ্ট্রের স্বার্থে বৈদেশিক মুদ্রা অর্জন এবং তার সংশ্লেষে  রেভিনিউ সংগ্রহ সংক্রান্ত সরকারী কর্তব্য সম্পাদনে কমিশন আকারে পারিশ্রমিক প্রাপ্তি কিংবা রেভেনিউ শেয়ারিং প্রাপ্তি  সাপেক্ষে বিটিআরসি থেকে আইজিডব্লিউ লাইসেন্স দেওয়া হয় টেলেক্স লিমিটেডকে। এ লাইসেন্স পাপ্তির মাধ্যমে আইজিডব্লিউ অপারেটর হিসেবে দায়িত্ব পায়। আন্তর্জাতিক ইনকামিং কল বা সেবা রফতানি সংশ্লেষে তার মূল্য বাবদ অর্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রা এই আইজিডব্লিউ অপারেটর কর্তৃক ব্যাংকিং চ্যানেলে  ফরেন কারেন্সি বা এফসি অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশে আনা কিংবা প্রত্যাবাসন করার বাধ্য বাধকতা রয়েছে। কিন্তু  আসামিরা সব ধরনের বিধিবিধান লঙ্ঘন করেছেন। এ কারণেই তাদের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে দুদকের অভিযান
দুদককে চিঠি দেওয়ার বিষয়টি ভুলভাবে উপস্থাপন হচ্ছে: বিশেষ সহকারী
দুদক সংস্কারের সুপারিশ নিয়ে বিএনপির অবস্থান বিভ্রান্তিকর: কমিশন
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৮ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৮ জুলাই, ২০২৫)
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
আগারগাঁওয়ে ককটেল সদৃশ বোমা উদ্ধার, মৌচাক ও কাকরাইলে বিস্ফোরণ
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
অন্তর্বর্তী সরকারের সময়েই সংস্কার শেষ করতে হবে: আখতার হোসেন
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
গণমাধ্যমকে হুমকির প্রতিবাদ জানিয়ে অর্ধশতাধিক সাংবাদিকের বিবৃতি
সর্বাধিক পঠিত
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
বাংলাদেশে নিজের অনেক ভক্ত জানার পর যা বললেন কেট উইন্সলেট
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর তথ্য সংগ্রহ করেছে মন্ত্রণালয়
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
‘আ.লীগের সদস্যরা যেন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করতে না পারে’
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
প্রসিকিউশন গণহত্যার দালিলিক প্রমাণ দিতে পারেনি: শেখ হাসিনার স্টেট ডিফেন্স
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের
তিন নেতাকে অব্যাহতি দিলেন জিএম কাদের