X
শনিবার, ১৭ মে ২০২৫
৩ জ্যৈষ্ঠ ১৪৩২

মদ্যপ অবস্থায় অসংলগ্ন আচরণ: জাবির দুই অধ্যাপকের পাল্টাপাল্টি অভিযোগ

জাবি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৩, ২২:০২আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ২২:০২

বাড়ির মেইনগেট বন্ধ থাকায় মদ্যপ অবস্থায় প্রতিবেশীর সঙ্গে অসংলগ্ন আচরণের অভিযোগ উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক অধ্যাপকের বিরুদ্ধে। অভিযুক্ত সাব্বির আলম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে অধ্যাপক এবং মীর মশাররফ হোসেন হলের প্রভোস্টের দায়িত্ব পালন করছেন।

রবিবার (২১ অক্টোবর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড (অরুণাপল্লী) আবাসিক এলাকায় অভিযুক্ত ও ভুক্তভোগীর বাসার সামনে এ ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে অরুণাপল্লীর সাধারণ সম্পাদক বরাবর পৃথক অভিযোগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার এবং তার ভাই অরুণাপল্লীর বাসিন্দা ইঞ্জিনিয়ার আবুল বাশার।

অধ্যাপক কবিরুল বাশার তার অভিযোগপত্রে উল্লেখ করেন, ‘গত ১৮ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১১টায় আমাদের বাসার ফ্ল্যাট মালিক প্রফেসর সাব্বির আলম মাতাল অবস্থায় আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে অকথ্য ভাষায় আমাকে এবং আমার মৃত বাবাকে বকাবকি করেন। আমাদের রাস্তায় দায়িত্বরত গার্ডকে জিজ্ঞেস করলে তার সত্যতা মিলবে। গার্ডরা এ সময় আতঙ্কিত হয়ে সকলে একসঙ্গে বাঁশি বাজানো শুরু করেন। বাড়ির মেইন গেট বন্ধ থাকার কারণে তিনি এই অসদাচরণ করেন।’

অধ্যাপক কবিরুল বাশার তার অভিযোগপত্রে আরও উল্লেখ করে বলেন, ‘বাড়ির সব ফ্ল্যাট মালিক এবং ভাড়াটিয়া ইতিমধ্যে মেইন গেইট এবং পকেট গেটের চাবি সরবরাহ করা হয়েছে। বলা হয়েছে, রাত ১১টার পরে কেউ বাসায় ফিরলে নিজ দায়িত্বে গেট খুলে প্রবেশ করতে হবে। আমি আমাদের বাসায় কেয়ারটেকারকে বাদ দিতে বাধ্য হয়েছি। কারণ প্রফেসর সাব্বির আলমসহ আরও দুজন প্রায় এক বছর কমন চার্জ প্রদান করেন না। এমতাবস্থায় আমরা বাসার মেইনটেইনেন্স খরচ, জেনারেটর, লিফটের খরচ, সিঁড়ি মোছার খরচ, কমন সকল বিদ্যুৎ বিল এবং কেয়ারটেকারের বেতন ও অরুণাপল্লীর উন্নয়ন ফি দিয়ে আসছিলাম। তারা যেহেতু কমন চার্জ প্রদান করেন না তাই আমরা কেয়ারটেকারকে বাদ দিয়েছি। আগে তিনি রাতে বিভিন্ন সময়ে বাসায় ফিরতেন এবং কেয়ারটেকার খুলে দিতেন। এখন তাই তিনি রাগান্বিত হয়ে বাসার সামনে দাঁড়িয়ে বকাবকি করে আমাকে গেট খুলে দিতে বলেন।’

অপরদিকে অরুণাপল্লীর বাসিন্দা ইঞ্জিনিয়ার আবুল বাশার তার দায়েরকৃত অভিযোগপত্রে উল্লেখ করেন, ‘১৯ অক্টোবর দিবাগত রাত ১২টা ৪৮ মিনিটে প্রফেসর সাব্বির আলম আমাকে ফোন করে ঘুম ভাঙ্গিয়ে অকথ্য ভাষায় বকাবকি করেছেন এবং তার বাড়ির গেইট খুলে দিতে বলেন। আমি একজন বয়স্ক, অসুস্থ মানুষ। গভীর ঘুমের মধ্যে তার এহেন আচরণ আমাকে মর্মাহত এবং বিষণ্ন করেছে। কোনোভাবেই আমি এই আচরণ ভুলতে পারছি না।’

এদিকে অধ্যাপক কবিরুল বাশারের অভিযোগের পর পালটা অভিযোগপত্র দিয়েছেন সাব্বির আলম। তিনি অভিযোগপত্রে উল্লেখ করেন, ‘ফ্ল্যাট ক্রয় করার পর থেকেই মালিক হিসেবে আমার অধিকার ক্ষুণ্ন করে আসছেন অভিযুক্তরা (অধ্যাপক কবিরুল বাশার, তার স্ত্রী ও বড় ভাই)। বিল্ডিংয়ের কমন বিষয়গুলোতে তারা নিজেদের পছন্দমতো কর্ম করে এবং কখনই আমার মতামত নেওয়া হয় না। অভিযুক্তরা বিভিন্ন সময় আমার নামে মিথ্যা ভিত্তিহীন এবং মনগড়া অভিযোগ দেয়, যা সম্পূর্ণ ব্যক্তি আক্রোশ এর বহিঃপ্রকাশ। এছাড়া গত ১৮ অক্টোবর কাউকে কিছু না জানিয়ে বিল্ডিংয়ের সকল কমন দরজা ভেতর থেকে তালাবদ্ধ করে রাখেন, যা আমাকে ভবনে বসবাস করতে না দেওয়ার জন্য তাদের পূর্ব পরিকল্পনার অংশ।’

এ বিষয়ে অধ্যাপক কবিরুল বাশার বলেন, সাব্বির এবং আমি ১০ নম্বর রোডের ২৩৭ নম্বর বাড়িতে থাকি। সাব্বির চারতলায় থাকেন, আমি তিনতলায় থাকি।  বিভিন্ন সময়ে তার অসংলগ্ন আচরণে অতিষ্ঠ হয়ে শেষ পর্যায়ে নিরুপায় হয়ে অভিযোগ দিতে বাধ্য হয়েছি।

অপরদিকে অভিযোগের বিষয়ে অধ্যাপক সাব্বির আলম গণমাধ্যমকে বলেন, অভিযোগটি বানোয়াট। আমি মাতাল ছিলাম এবং তাকে ধর ধর বলে চিৎকার দিয়েছি— এটা সম্পূর্ণ মিথ্যা কথা। সেদিন আমাদের না জানিয়ে তার স্ত্রী বিল্ডিংয়ের মেইনগেইটের ভেতর থেকে তালা ঝুলিয়ে দেয়। ফলে আমাদের দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয়। এসময় আমি বিরক্ত হয়ে চিৎকার করে ডাকি।

অভিযোগপত্রের বিষয়ে জানতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের (অরুণাপল্লী) সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক সোহেল রানার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

/ইউএস/
সম্পর্কিত
জাকসুর তফশিল ঘোষণা, ভোট গ্রহণ ৩১ জুলাই
নিহত ছাত্রলীগ নেতাকেও বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা আজ
সর্বশেষ খবর
তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি
তামিমের ৯ বছর পর ইমনের রেকর্ড গড়া সেঞ্চুরি
মেহেরপুরে ঝড়ে লন্ডভন্ড শতাধিক বাড়িঘর, আহত ১০
মেহেরপুরে ঝড়ে লন্ডভন্ড শতাধিক বাড়িঘর, আহত ১০
ম্যানসিটিকে হতাশায় ভাসিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন প্যালেস
ম্যানসিটিকে হতাশায় ভাসিয়ে এফএ কাপ চ্যাম্পিয়ন প্যালেস
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, কলকাতার বিদায়
বৃষ্টিতে পরিত্যক্ত ম্যাচ, কলকাতার বিদায়
সর্বাধিক পঠিত
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চার দশক পর জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
চট্টগ্রামে হচ্ছে একাধিক হাসপাতাল, পাল্টে যাচ্ছে স্বাস্থ্য সেবার চিত্র
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
নগর ভবনে উপদেষ্টা আসিফকে অবাঞ্ছিত ঘোষণা
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
উপদেষ্টাকে নিয়ে ফেসবুকে পোস্ট, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষককে বরখাস্ত
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন
ছাত্রলীগের ১৫ জন মিলে চার মিনিটের মিছিল, আটক তিন