রাজনীতিবিদদের নিজ স্বার্থ পরিহার করে জনমানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে সামাজিক সংগঠন প্রজন্মের চেতনা। সোমবার (২০ নভেম্বর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এ আহ্বান জানান।
মানববন্ধনটি সঞ্চালনা করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক এম এম রাশেদ রাব্বি। সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ গোলাম নবী বলেন, গণতান্ত্রিক দেশের রাজনৈতিক চর্চা হয় জনগণের কল্যাণে আর আমাদের দেশের রাজনৈতিক নেতাদের একগুয়েমির কারণে জনমানুষ আজ উদ্বেগ-উৎকণ্ঠাসহ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি দেশের সাপ্লাই চেইনকে ভীষণভাবে বিঘ্নিত করছে। চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে জাতির এই ক্ষতির দায়ভার নেবে কে?
মানববন্ধনে অনান্য বক্তারা বলেন, দেশকে বিভ্রান্তি আর অরাজকতার হাত থেকে রক্ষা করার জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করতে হলে জাতীয় স্বার্থেই সরকার আর গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য একান্ত প্রয়োজন।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, সংগঠনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক ছালেক-উর-রহমান (সুমন), সদস্য মো. মাসুদ আলম, আবদুল আলীম পার্থসহ অন্যান্যরা।