X
রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩
১৮ অগ্রহায়ণ ১৪৩০

মিরপুরে বাসে অগ্নিসংযোগ: গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২১ নভেম্বর ২০২৩, ১৩:২৪আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১৩:২৪

মিরপুরের কালশী এলাকায় বসুমতি পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে র‍্যাব। সোমবার (২০ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করে র‌্যাব। সংস্থাটির দাবি, গ্রেফতার চার জনই ওই বাসে অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি জড়িত।

এর আগে গত ১৮ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টায় দুর্বৃত্তরা রাজধানীর মিরপুর কালশী সড়কে ‘বসুমতি পরিবহনের’ একটি বাসে অগ্নিসংযোগ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। 

র‌্যাব জানিয়েছে, ঘটনার পর জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে তারা। এরই ধারাবাহিকতায়, গত রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন, আল মোহাম্মদ চাঁন (২৭), মো. সাগর (২৫), মো. আল আমিন ওরুফে রুবেল (২৯) ও মো. খোরশেদ আলম (৩৪)। 

এ বিষয়ে মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে করেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি জানান, বাসে আগুন দেওয়ার জন্য গ্রেফতার মোহাম্মদ চাঁন প্রত্যেকের জন্য ১০ হাজার টাকা করে পেলেও সাগর ও আল আমিনকে ৭ হাজার টাকা করে দেন। চাঁন বাসে আগুন দেওয়ার জন্য তার বন্ধুর মোটরসাইকেল থেকে ২৫০ এমএল পরিমাণ পেট্রোল বের করে এনার্জি ড্রিংকের বোতলে ভরে ওইদিন সন্ধ্যায় আল আমিনের কাছে দেন।

 গ্রেফতারকৃতরা সরকারবিরোধী একটি রাজনৈতিক দলের কর্মী উল্লেখ করে তিনি বলেন, ‘দলটির স্থানীয় শীর্ষ নেতাদের নিদের্শনায় আল মোহাম্মদ চাঁন রাজধানীর মিরপুর ও পল্লবীর আশপাশের এলাকায় বাসে অগ্নিসংযোগ করার পরিকল্পনা করে।’

পরিকল্পনা অনুযায়ী, কালশী সড়কে মসজিদের পাশে পার্ক করা বসুমতি পরিবহনের একটি বাস সুবিধাজনক হওয়ায় চাঁনের নির্দেশে সাগর ও আল আমিন বাসের মাঝের জানালা খুলে পেট্রোল ঢেলে দিয়াশলাই দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। এসময় গ্রেফতারকৃত চাঁন রাস্তার আইল্যান্ডের উপরে দাঁড়িয়ে যানবাহনে অগ্নিসংযোগের নির্দেশনা প্রদান ও ঘটনা পর্যবেক্ষণ করে। পরে চাঁন গাড়ি পোড়ার দৃশ্য ভিডিও ধারণ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের স্থানীয় শীর্ষ নেতাদের কাছে পাঠিয়েছে বলেও জানিয়েছে।

গ্রেফতাররা গত ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে বিরোধী একটি দলের মহাসমাবেশে অংশগ্রহণ করে পল্টন এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে গণপরিবহন, ব্যক্তিগত পরিবহন, সরকারি পরিবহনসহ বিভিন্ন যানবাহনে ভাংচুর ও অগ্নিসংযোগসহ নাশকতা ও সহিংসতার সঙ্গেও জড়িত ছিলেন বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। 

তাদের বিরুদ্ধে বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‍্যাব।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
সিএনজি প্রতিস্থাপনে ১১৩ কোটি টাকার ঘুষ বাণিজ্য!
গুলিস্তানে যাত্রীবাহী বাসে আগুন
অবরোধের সমর্থনে ছাত্রদল-যুবদলের মিছিল
সর্বশেষ খবর
অবরোধের সময় ট্রাকে দেওয়া আগুনে বেলালের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
অবরোধের সময় ট্রাকে দেওয়া আগুনে বেলালের মৃত্যু, প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ
কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন
কালিয়াকৈরে যাত্রীবাহী বাসে আগুন
চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে আগুন, আরেকটি ভাঙচুর
চট্টগ্রামে একটি যাত্রীবাহী বাসে আগুন, আরেকটি ভাঙচুর
অবরোধের সমর্থনে মিছিলে গিয়ে যুবদল নেতার মৃত্যু, কেন্দ্রীয় নেতাদের দাবি পুলিশের হামলায়
অবরোধের সমর্থনে মিছিলে গিয়ে যুবদল নেতার মৃত্যু, কেন্দ্রীয় নেতাদের দাবি পুলিশের হামলায়
সর্বাধিক পঠিত
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
একবছরে এক শিক্ষকের ১০২টি গবেষণাপত্র, প্রতিটি তৈরিতে লেগেছে তিন দিন!
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
কক্সবাজার সৈকতে ভেসে আসা ২ লাশের পরিচয় মিলেছে
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
আজকের আবহাওয়া: গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
ক্রেডিট কার্ডের টাকা না দেওয়ায় ডলি সায়ন্তনীর মনোনয়নপত্র বাতিল
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক মিথ্যাচার করা হচ্ছে: শিক্ষামন্ত্রী