X
রবিবার, ১১ মে ২০২৫
২৮ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৩, ১৮:১৪আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৮:১৪

মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালীসহ তিন জনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রবিবার (২৬ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই অনিক ভক্ত আসামিদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করেন। তার আবেদনের পর ঢাকার মেট্রোপলিটন মাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরীর আদালত রিমান্ডের এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর দুই আসামি হলেন— রিয়াজ হোসেন এবং উজ্জল মিয়া।

মোহাম্মদপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার সাব-ইন্সপেক্টর এশারত আলী রিমান্ডের তথ্য নিশ্চিত করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৯ অক্টোবর বিভিন্ন অঙ্গ সংগঠনের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি বাস্তবায়ন, সরকারি ও জনগণের জানমালের ক্ষতি সাধন করে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে তাদের নেতাকর্মীরা ‘পরিস্থান’ পরিবহনের বাসে আগুন লাগিয়ে দেয়। বাসে থাকা যাত্রীরা এ সময় ছোটাছুটি করতে থাকে। বাসের যাত্রী, পথচারী ও স্থানীয় লোকজন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের আটক করার জন্য ধাওয়া করলে তারা বিভিন্ন অলিগলিতে দৌড়ে পালিয়ে যায়। আসামিরা নাশকতা সৃষ্টিসহ পূর্বপরিকল্পিতভাবে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার লক্ষ্যে সরকারি ও জনগণের সম্পদ ধ্বংস ও সাধারণ জনমনে সৃষ্টি আতঙ্ক সৃষ্টি করে।

এজাহারে আরও বলা হয়, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, রাস্তাঘাটে চলাচলের যানবাহনসহ গুরুত্বপূর্ণ ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে আসামিরা ঘটনাস্থলে ধংসাত্মক ও ক্ষতিকর কর্মকাণ্ড করে পালিয়ে যায়। আসামিরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং তার অঙ্গ সংগঠনের পৃষ্ঠপোষক, সংগঠক ও সক্রিয় সদস্য মর্মে জানা যায়।  রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলা বানচাল করার লক্ষ্যে জনসাধারণের সম্পদ ক্ষতি করে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যে রাষ্ট্রের গুরুত্বপূর্ন স্থাপনা, যানবাহনসহ গুরুত্বপূর্ণ স্থানে ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর লক্ষ্যে নাশকতার পরিকল্পনা করেছে তারা।

এদিন আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ, শাকিল আহমেদ রিপনসহ আরও অনেকেই রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ডের আদেশ দেন।

গত ২১ নভেম্বর দুপুর ২টার দিকে মোহাম্মদপুর থেকে আতাউর রহমান ঢালীকে গ্রেফতার করা হয়।

এদিকে র‌্যাব দাবি করেছে, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের ডাকা অবরোধ ও হরতালের নামে আতাউর রহমান ঢালীর নেতৃত্বে ও পরিকল্পনায় মোহাম্মদপুর এলাকায় সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটেছে। তার নেতৃত্বে সন্ত্রাসীরা মিলে গত ২৯ অক্টোবর মোহাম্মদপুর থানাধীন বেড়িবাঁধ তিন রাস্তার মোড় এলাকায় সড়ক অবরোধ করে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। একইসঙ্গে দেশীয় ধারালো অস্ত্রসহ বিভিন্নভাবে হামলা করে সাধারণ মানুষ ও দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের জখম করে পরিস্থিতির অবনতি ঘটায়।

ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩/২৫(ডি) ধারায় করা মামলায় এজাহার নামীয় আসামি আতাউর রহমান ঢালী।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
লঞ্চে তরুণীদের মারধরের ঘটনায় মামলা, আসামি সেই যুবকসহ ২৫ জন
২৪ ঘণ্টায় চান্দগাঁও থানা এলাকা থেকে ২৩ জন গ্রেফতার
খাগড়াছড়িতে সেনা অভিযানে অস্ত্রসহ ইউপিডিএফ সন্ত্রাসী গ্রেফতার
সর্বশেষ খবর
আ.লীগ নিষিদ্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল: এ্যানি
আ.লীগ নিষিদ্ধের উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত ছিল: এ্যানি
আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র তৈরিতে জাপানের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য উপদেষ্টা
আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র তৈরিতে জাপানের সহযোগিতা চেয়েছেন বাণিজ্য উপদেষ্টা
শেয়ার মার্কেট সংস্কারে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
শেয়ার মার্কেট সংস্কারে বিদেশ থেকে বিশেষজ্ঞ আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যে কারণে গুরুত্বপূর্ণ
ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি যে কারণে গুরুত্বপূর্ণ
সর্বাধিক পঠিত
আরও কমলো স্বর্ণের দাম
আরও কমলো স্বর্ণের দাম
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার বার্তা
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে হবে: উপদেষ্টা মাহফুজ
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
ব্যাংকে টাকা আসছে নাকি বের হয়ে যাচ্ছে
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ