X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

গুলশানে শ্রীলঙ্কান নাগরিকের অবৈধ মদের কারবার

নুরুজ্জামান লাবু
০২ ডিসেম্বর ২০২৩, ১৯:০০আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৯:০০

রাজধানীর গুলশানের ৫৯ নম্বর সড়কের ১৬ নম্বর বাসার দ্বিতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট বিপুল পরিমাণ অবৈধ মদ রয়েছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছিল গুলশানা থানা পুলিশ। পরে প্রায় সাড়ে তিন লাখ টাকা দামের মাদকদ্রব্য উদ্ধার করা হয় ফ্ল্যাট থেকে।

কিন্তু বাসার ভেতর থেকে মদ উদ্ধার করা হলেও, রহস্যজনকভাবে এজাহারে বলা হয়েছে বাসার ছাদ থেকে উদ্ধার করা হয়েছে। এজাহারে যাকে সাক্ষী করা হয়েছে, তিনিও স্বীকার করেছেন, ২০৩ নম্বর ফ্ল্যাট থেকেই মদ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে গত ২৬ নভেম্বর।

খোঁজ নিয়ে জানা গেছে, গুলশানের ৫৯ নম্বর সড়কের ১৬ নম্বর বাসার ২০৩ নম্বর ফ্ল্যাটটি ভাড়া নেন শ্রীলঙ্কান নাগরিক দিশান করুণারত্নে। তিনি ‘বেস্ট সেলার’ নামে একটি ড্যানিশ প্রতিষ্ঠানের বাংলাদেশ ও পাকিস্তানের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছেন। চাকরির আড়ালে অবৈধ মদের ব্যবসাও করে যাচ্ছেন তিনি।

সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আরিফুজ্জামান সঙ্গীয় অফিসারদের নিয়ে ওই বাসায় অভিযান চালান। এ সময় ২৩ বোতল বিদেশি মদ ও সাত ক্যান বিয়ার উদ্ধার করেন। পরে তিনি গুলশান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। মামলায় তিনি ঘটনাস্থল পরিবর্তন করে বাসার ছাদ থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারের কথা উল্লেখ করেন। মামলার আসামিও করা হয় অজ্ঞাতনামা ব্যক্তিকে। ওই মামলার এজাহারে একজন পুলিশ কর্মকর্তাসহ তিন জনকে সাক্ষী করা হয়।

মামলার এজাহারে উল্লেখিত একজন সাক্ষী হলেন সংগীত কামাখ। তিনি দিশান করুণারত্নের বাবুর্চি হিসেবে কাজ করেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, পুলিশ তার বসের বাসায় অভিযান চালিয়েছে। তার ‘বস’ বিদেশি অতিথিদের জন্য মদ এনেছেন। তাদের অফিসে প্রায়ই বিদেশি ক্রেতারা আসেন। তাদের মদের জোগান দেন তার বস। পরে পুলিশ অভিযান চালিয়ে মদগুলো নিয়ে যায়। তাদের অফিসের লোকজন পুলিশের সঙ্গে আলোচনা করেই বিষয়টির সুরাহা করে।

তবে অবৈধ মাদকদ্রব্য উদ্ধারে নেতৃত্ব দেওয়া গুলশান থানার এসআই আরিফুজ্জামান বলেন, সাক্ষী কেন বাসার কথা বললো, তা তার জানা নেই। বাসার ছাদ থেকে মদ উদ্ধার করা হয়েছে। মদগুলো কে রেখেছে, তা শনাক্ত করতে না পারার কারণে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।

পুলিশের একাধিক সূত্র জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হেফাজত থেকে মাদকদ্রব্য উদ্ধার ও দূরের কোনও জায়গা থেকে উদ্ধারজনিত ফাঁকফোকর রয়েছে। কারও হেফাজত বা শরীরের কোনও স্থান বা ব্যক্তির নিয়ন্ত্রণাধীন জায়গা থেকে মাদক উদ্ধার করা হলে ওই ব্যক্তি আইনিভাবে দণ্ডনীয় হবেন। কিন্তু দূরবর্তী স্থান বা অন্য কোথাও থেকে কোনও ব্যক্তিমালিকানাধীন মাদক উদ্ধার করা হলে আদালত থেকে তিনি ‘নিজের নয়’ বলে আইনি সুবিধা নিতে পারবেন। এ কারণে অনেক সময় অবৈধ অর্থের বিনিময়ে এজাহারে ঘটনাস্থল ভিন্ন দেখানো হয়।

সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, গুলশানের শ্রীলঙ্কান ওই নাগরিকের বাসায় অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হলেও, পরে মোটা অঙ্কের উৎকোচের বিনিময়ে তাকে মামলার আসামি করা হয়নি। এমনকি মামলা থেকে তাকে বাঁচাতে ঘটনাস্থলও ভিন্ন দেখানো হয়েছে। বিদেশি নাগরিক হওয়ার সুযোগে তিনি শুল্কমুক্ত মদ কেনার সুবিধা নেন। সেই মদ বিদেশি নাগরিকদের কাছে বিক্রি করেন। অবৈধভাবে এই মাদক কেনাবেচা করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দণ্ডনীয় অপরাধ।

আলোচিত এই মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) শাকির হাসান সৌরভ জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। অবৈধ মদগুলোর মালিক কে, তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। বাসার ছাদ নাকি বাসার ভেতর থেকে উদ্ধার করা হয়েছে, সেটিও খতিয়ে দেখা হবে। তবে সাক্ষীরা তার কাছে বাসার ছাদ থেকে মদ উদ্ধারের কথা বলেছে বলেও দাবি করেন তিনি।

এদিকে অবৈধ মাদক কারবারের অভিযোগ সম্পর্কে বক্তব্য জানতে একাধিকবার শ্রীলঙ্কান নাগরিক দিশান করুণারত্নের মোবাইলে নম্বরে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি। হোয়াটস অ্যাপে যোগাযোগ করে প্রশ্ন পাঠানো হলেও, তিনি কোনও উত্তর দেননি।

/এনএআর/
সম্পর্কিত
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
শহীদকন্যাকে ধর্ষণের মামলায় ৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র
ছয় সিবিএ নেতার জামিন শুনানিতে হট্টগোল, বিব্রত বিচারক
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ