দ্বাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে মনোনয়নপ্রার্থী সংখ্যা ছিল ১৫ জন। এরমধ্যে ১১ জনকে বৈধ এবং চার জনকে অবৈধ ঘোষণা করা হয়।
সোমবার (৪ ডিসেম্বর) সকাল ১১টায় সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম ঢাকা-৮ আসনের প্রার্থীদের এই ঘোষণা করেন।
যাদের মনোনয়নপত্র ‘অবৈধ’ ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির মো. মহিবুল্লাহর প্রার্থিতা বাতিল করা হয়েছে ঋণখেলাপির কারণে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ফরিদা আক্তার। ১ শতাংশ ভোটারের সমর্থন না থাকায় তার প্রার্থিতা বাতিল করা হয়।
এছাড়াও ইসলামী ঐক্য জোটের (আইওজে) আবু নোমান মো. জিয়াউল হক মজুমদারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে আয়কর রিটার্ন দাখিল না করায়। আর স্বতন্ত্রপ্রার্থী তাজুল ইসলামের মনোনয়ন বাতিল করা হয় প্রয়োজনীয় সব কাগজ জমা না দেওয়ার কারণে।