X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
সাপ্তাহিক ছুটিতে ঢাকা ছাড়ার হিড়িক

বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ভিড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ডিসেম্বর ২০২৩, ১১:০২আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১১:০২

সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারকে সামনে রেখে ঢাকা ছাড়ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রাজধানীর বিভিন্ন বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঢাকার বিভিন্ন টার্মিনালে ঘরমুখো যাত্রীদের ভিড় শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় এবং শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানীর কমলাপুর ট্রেন স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং সায়দাবাদ, ফকিরাপুল ও গাবতলী বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে ডিসেম্বর মাস হওয়াতে অনেকের বাচ্চাদের স্কুল ও পরীক্ষা শেষ হয়েছে। এ কারণে সাপ্তাহিক ছুটির দিনের সঙ্গে দু একদিন অতিরিক্ত ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছেন অনেকে। 

কমলাপুর রেলস্টেশনে অন্যান্য দিনের তুলনায় বেশি যাত্রী চোখে পড়েছে শুক্রবার

শুক্রবার সকালে রাজধানীর বিভিন্ন পয়েন্টে দেখা যায়, গণপরিবহনগুলোতে বাড়িফেরা যাত্রীদের চাপ রয়েছে। সায়েদাবাদ, যাত্রাবাড়ী, কমলাপুর, সদরঘাট, মহাখালী ও গাবতলীমুখী পরিবহনে ভিড় সবচেয়ে বেশি। এসব স্টেশন থেকে কেউ বাসে, কেউ ট্রেনে, কেউবা লঞ্চে চেপে বাড়ির উদ্দেশে রওনা হবেন। এছাড়া সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে।

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেসে সপরিবারে যশোর যাচ্ছিলেন সরকারি চাকরিজীবী আবু হায়দার। তিনি বাংলা ট্রিবিউনকে জানান বাচ্চাদের স্কুল বন্ধ হওয়ায় সাপ্তাহিক ছুটির সঙ্গে আরও দুই দিন অতিরিক্ত ছুটি নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছেন।

আরামবাগ থেকে এশিয়া এয়ারকন বাসে কুমিল্লার উদ্দেশে যাচ্ছিলেন বেসরকারি চাকরিজীবী আল আমিন শাওন। তিনি জানালেন, নানা ব্যস্ততার কারণে খুব বেশি বাড়ি যাওয়া হয় না। দুইদিন সাপ্তাহিক ছুটির পাশাপাশি ডিসেম্বর মাস হওয়াতে অফিসে কাজের চাপও কম। এ কারণে শীতকালীন পিঠা খেতে পরিবার ও বাচ্চাদের নিয়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন।

/এএইচএ/এফএস/
সম্পর্কিত
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
গুলিস্তানে দুই জনের মৃত্যু, সন্দেহ ‘হিট স্ট্রোক’  
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ