X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

পর্যটন মেলা শুরু বৃহস্পতিবার, বিমানের টিকিটে থাকবে ১৫% ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৪

রাজধানীতে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ‘বিমান-ঢাকা ট্রাভেল মার্ট’। সোনারগাঁও হোটেলের বল রুমে ৩ দিনের আন্তর্জাতিক এ মেলার আয়োজন করেছে ভ্রমণ ও পর্যটন বিষয়ক প্রকাশনা বাংলাদেশ মনিটর। মেলার উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম।

আয়োজকরা জানিয়েছেন, ১৯তম ঢাকা ট্রাভেল মার্টের টাইটেল স্পন্সর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেশ-বিদেশের ৮০টির বেশি প্রতিষ্ঠান ও সংস্থা এবারের ট্রাভেল মার্টে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে— এয়ারলাইন, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, প্রশিক্ষণ ইনস্টিটিউট, মেডিক্যাল ট্যুরিজম এজেন্সিসহ ভ্রমণ ও পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান। মেলা চলাকালে ভিজিটরদের জন্য অংশগ্রহণকারীদের পক্ষ থেকে আকর্ষণীয় প্যাকেজ ও ডিসকাউন্ট প্রদান করা হবে।

এই মেলা উপলক্ষে দেশি এয়ারলাইনগুলো টিকিটে বিশেষ মূল্য ছাড় দিচ্ছে। সকল আন্তর্জাতিক রুটের টিকিটে ১৫ শতাংশ বিশেষ মূল্য ছাড় দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমান জানিয়েছে, মেলায় বিমান স্টল থেকে টিকিট ক্রয় করলে বিমানের সকল আন্তর্জাতিক রুটে ১৫ শতাংশ ডিসকাউন্ট পাওয়া যাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, মেলার পাশাপাশি বিমানের যে কোনও সেলস্ কাউন্টার, বিমান কলসেন্টার, বিমান ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস্ থেকে টিকিট ক্রয় করলেও ১৫% ডিসকাউন্ট পাওয়া যাবে।

ঢাকা ট্রাভেল মার্টে ইউএস-বাংলার অভ্যন্তরীণ রুটে ১৫% ও আন্তর্জাতিক রুটে ১২% মূল্যছাড় দেবে। ইউএস-বাংলা এয়ারলাইনের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, অতিরিক্ত মূল্যছাড় মেলার ইউএস-বাংলার প্যাভিলিয়ন থেকে সংগ্রহ করা যাবে। মেলা থেকে টিকিট সংগ্রহ করে আগামী ১৫ মে’র মধ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সকল রুটে ট্রাভেল করা যাবে।

নভোএয়ারও মেলায় সব রুটের টিকিটের মূল্যে ১৫% ছাড় দেবে। এছাড়াও কক্সবাজার ও কলকাতায় ভ্রমণের জন্য আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

অফারগুলো উপভোগ করতে ঢাকা ট্রাভেল মার্টের নভোএয়ার-এর প্যাভিলিয়নে এসে টিকিট ক্রয় করতে হবে।

পর্যটন মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত চলবে এবং ভিজিটরদের জন্য প্রবেশ মূল্য রাখা হয়েছে জনপ্রতি ৫০ টাকা। মেলার সমাপনী দিনে ভিজিটরদের উপস্থিতিতে এন্ট্রি টিকিটের ওপর গ্র্যান্ড র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।

/সিএ/এমএস/
সম্পর্কিত
‘“সুলতান পদক” পেয়ে আমি গর্বিত ও ধন্য’
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
পুণ্যস্নানে হাজারো ভক্তের ভিড়, জমজমাট লোকজ উৎসব
সর্বশেষ খবর
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ