X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

দেশে শিশুদের উপযোগী কার্টুনের অভাব

সুবর্ণ আসসাসইফ
১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০৮আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪০

ইন্টারনেট ও ডিজিটাল যুগের বদৌলতে এখন যেকোনও দেশের ভাষা ও সংস্কৃতিবিষয়ক কার্টুন দেখার সুযোগ পায় শিশুরা। তেমনি আমাদের দেশের শিশুদের কাছেও গোপাল ভাঁড়, মোটু-পাতলু, ডোরেমন, টম অ্যান্ড জেরিসহ বিদেশি ভাষা ও সংস্কৃতির নানা ধরনের কার্টুন খুব পরিচিত। কিন্তু বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে কিছু কার্টুন থাকলেও তা শিশুদের মধ্যে আগ্রহ জাগাতে পারছে না।

শিশুদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি, মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে দেশি কার্টুনের অভাব আছে, শনিবার (১০ ফেব্রুয়ারি) বইমেলায় শিশু চত্বরে এমনটাই জানিয়েছেন অভিভাবকরা।

শিশুরা এখন বিদেশি ভাষা ও সংস্কৃতির নানা ধরনের কার্টুন খুব পরিচিত  ছবি: নাসিরুল ইসলাম

শনিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকালে বাংলা একাডেমির বিশেষ আয়োজন শিশু প্রহরে যথারীতি উপস্থিত ছিল সিসিমপুরের হালুম, শিকু, টুকটুকি, ইকরি। তাদের সঙ্গে নেচেগেয়ে উচ্ছ্বসিত সময় কাটায় শিশুরা। এ ছাড়া গান, আবৃত্তি ও নাচে শিশু প্রহর মাতিয়ে তোলে সোসাইটি ফর দ্য ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফর অটিস্টিক চিলড্রেনের (সোয়াক) বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা।

শিশু প্রহর শেষে কথা হয় অভিভাবকদের সঙ্গে। কার্টুন সম্পর্কে তারা জানান, দেশে সিসিমপুর ও মীনার মতো ভালো কার্টুন থাকলেও, অন্য কার্টুনগুলো শিশুদের মধ্যে আগ্রহ তৈরি করে না। তাই অনিচ্ছা সত্ত্বেও শিশুদের বিদেশি ভাষা ও সংস্কৃতির কার্টুন দেখতে দেন তারা। ফলে তারা বিদেশি ভাষা ও সংস্কৃতিতে প্রভাবিত হচ্ছে। তবে শিশুদের মধ্যে আগ্রহ তৈরি করে, এমন শিক্ষামূলক কার্টুন তৈরির উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন তারা, যা নিজ দেশের ভাষা ও সংস্কৃতির প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি ও মনস্তাত্ত্বিক বিকাশে সাহায্য করবে।

দেশে সিসিমপুর ও মীনার মতো ভালো কার্টুন থাকলেও, অন্য কার্টুনগুলো শিশুদের মধ্যে আগ্রহ তৈরি করে না  ছবি: নাসিরুল ইসলাম

উত্তরা থেকে মেলায় এসেছে আট বছর বয়সী রুবানা ও পাঁচ বছর বয়সী আফফান। শিশু প্রহরে সোয়াক ও সিসিমপুরের পুরো আয়োজন উপভোগ করে খুশি তারা। তাদের বাবা ড. নাজিদ বলেন, সিসিমপুর রুবানা ও আফফানের খুব পছন্দের। তাই তাদের হালুম, টুকটুকি, ইকরির সঙ্গে দেখা করাতে এনেছি। সিসিমপুর ছাড়া আফফান টম অ্যান্ড জেরি দেখে, আরও অনেক বিদেশি কার্টুন দেখে। তবে দেশি কার্টুনের নতুনত্ব নেই। এখন মীনা কার্টুনও শিশুদের আকর্ষণ করে না। ১৫ থেকে ১৬ বছর আগে এই সিসিমপুর আসার পর একটা কার্টুনই নতুনত্ব এনেছে। শিশুরা কী পছন্দ করছে, এটা বুঝে কন্টেন্ট বানানো দরকার।

তিন বছরের হৃদয় এসেছে পেশায় ফিল্ম মেকার বাবা রাজীবের সঙ্গে। রাজীব বলেন, আমরা ম্যাচিউর মানুষ যেভাবে একটা কার্টুনের বিষয়বস্তু বুঝবো, একটি শিশু সেভাবে বুঝবে না। তাই তাদের উপযোগী কার্টুন দরকার। যেটার সঙ্গে তারা নিজেদের যুক্ত করতে পারবে, শিখতে পারবে আবার মজাও পাবে। কিন্তু তা নেই বলে শিশুরা বিদেশি কার্টুনে মজে যাচ্ছে।

শিশুরা কী পছন্দ করছে, এটা বুঝে কন্টেন্ট বানানো দরকার  ছবি: প্রতিবেদক

নিকুঞ্জ থেকে এসেছে সাত বছর বয়সী রামিসা। তার মা স্কুলশিক্ষক তাসনিয়া ইসলাম বলেন, আমরা মীনা কার্টুনে হাত ধোয়া শিখেছি, ছেলেমেয়ে বৈষম্য করা যাবে না শিখেছি। মীনা আমাদের সময়ে উপযোগী ছিল। এখনকার শিশুদের উপযোগী কার্টুন সিসিমপুর ছাড়া আর নেই। কিন্তু তারা বিদেশি ভাষার কার্টুন পছন্দ করছে। সেসব কার্টুনে দেখাচ্ছে, উঁচু ভবন থেকে একজন লাফ দিচ্ছে। এমন দৃশ্য শিশুদের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি করবে। আমাদের ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ততা যেন শিশুদের মধ্যে আসে, সে ক্ষেত্রে কার্টুন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিদেশি কার্টুনের অনেক দৃশ্য শিশুদের মধ্যে নেতিবাচক প্রভাব তৈরি করে  ছবি: নাসিরুল ইসলাম

জুরাইন থেকে আসা চার বছর বয়সী শিশু সন্তান রাহাতকে নিয়ে আসা সাইফুল ইসলাম বলেন, আমার ছেলে বাংলার থেকে হিন্দি ভালো বলে। এটা গর্বের কিছু না আমার জন্য। তার উপযোগী কার্টুন নেই, সব বিদেশি ভাষার কার্টুন। দেশের কার্টুন আপনি ইউটিউবে কয়টা পাবেন ভালো মানের, যা শিশুদের আনন্দ দেবে? আগেকার রূপকথার গল্প তো এখনকার শিশুরা চায় না।

এদিন শিশু প্রহরের অনুষ্ঠান শেষে শিশু চত্বরে স্টলগুলোয় ভিড় করেন শিশু ও অভিভাবকরা। তারা ঘুরে ঘুরে পছন্দ করে বই। অভিভাবকরাও উৎসাহ দেন তাদের। বইয়ের বিকিকিনি নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন স্টল কর্মীরা।

/এনএআর/
সম্পর্কিত
৫ আগস্ট ‘ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস’, থাকবে সরকারি ছুটি
‘দেশে নবজাতকের মৃত্যুহার কমলেও লক্ষ্যমাত্রা পূরণ কঠিন’
কাছারিবাড়িতে হামলায় সাম্প্রদায়িক বা রাজনৈতিক উদ্দেশ্য নেই, নিদর্শন অক্ষত: সংস্কৃতি মন্ত্রণালয়
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে