রাজধানীর বাসাবোতে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত একই বাসার ভাড়াটিয়া রাজমিস্ত্রি মো. সাগরকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ধর্ষণের শিকার শিশুটিকে ঢামেকের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার ও সিসিতে ভর্তি করা হয়েছে। বিষয়টি সবুজবাগ থানা পুলিশ অবগত রয়েছে।
ভুক্তভোগী শিশুটির বাবা ও মা অভিযোগ করে বলেন, বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে মেয়েকে বাসায় তার নানীর কাছে রেখে বাইরে গিয়েছিলেন। রাতে শিশুটি তাদের বাসার চারতলা থেকে নিচে অপর শিশুর সাথে খেলাধুলা করছিল, সে সময়ে একই বাসার ভাড়াটিয়া রাজমিস্ত্রি মো. সাগর (২৬) শিশুটিকে ধর্ষণের ঘটনা ঘটায়। পরে ওই শিশুটির হাতে চকলেট দিয়ে দেয়।
এসময় কান্না করতে করতে বাসায় গেলে শিশুটির কাছ থেকে তার বাবা-মা বিষয়টি জানতে পারেন। শিশুটির শরীরে দাগ ও রক্ত দেখতে পান তারা। স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা করান। পরে রাতে ঢাকা মেডিক্যালে নিয়ে যান।
পরে শিশুটিকে সঙ্গে নিয়ে সবুজবাগ থানায় গিয়ে মামলা দায়ের করেন বাবা-মা। মামলার সূত্র ধরে অভিযুক্ত সাগরকে গ্রেফতার করে পুলিশ।