X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সিটি করপোরেশনের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কাজ চলছে: তাজুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:০০

দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় দৈনিক ১৭ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপাদিত হয় উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জানিয়েছেন, এ সকল বর্জ্যকে রিসাইক্লিনের মাধ্যমে দূষণ রোধসহ সম্পদে রূপান্তর করার লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এ থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে নোয়াখালী-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য মোরশেদ আলমের প্রশ্নের জবাবে এ কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সিটি করপোরশনগুলোর উৎপাদিত মোট বর্জ্যের ৩৯ শতাংশ ঢাকা শহরে (ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন) উৎপাদিত হয়। এর মধ্যে ঢাকা দক্ষিণে ৩২১৩ মে.টন এবং উত্তরে ৩৪০০-৩৬০০ মে.টন। ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে চায়না মেশিনারি ইনঞ্জিনিয়ারিং করপোরেশনের অর্থায়নে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং ডব্লিউটিই পাওয়ার প্ল্যান্ট নর্থ ঢাকা প্রাইভেট লিমিটেডের মাধ্যমে আমিন বাজার ল্যান্ডফিল-এ ইনসিনারেশন প্ল্যান্ট নির্মাণ প্রকল্প গ্রহণ করা হয়েছে। ঢাকা দক্ষিণের বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৬টি প্রস্তাবের যাচাই-বাচাই চলছে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় বর্জ্য বিদ্যুৎ উৎপাদনের ১৩টি প্রস্তাব বিদ্যুৎ বিভাগে পাঠানো হয়। যাচাই-বাছাইয়ের পর ৪টি প্রতিষ্ঠানের প্রস্তাব নির্বাচন করা হয়েছে। বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন ছাড়া অন্যান্য সকল সিটি করপোরেশনের বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে প্রাপ্ত প্রস্তাবগুলো যাচাই-বাছাই কার্যক্রম চলমান আছে।

স্থানীয় সরকার মন্ত্রী জানান, মেডিক্যাল বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ইনসিনারেশন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরশনের মেডিক্যাল ইনসিনারেটর স্থাপনের জন্য ওয়েস্ট কনসার্ন নামক একটি প্রতিষ্ঠানের সঙ্গে এমওইউ সই করা হয়েছে।

স্বতন্ত্র সংসদ সদস্য সাইফুল ইসলামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানান, ফেব্রুয়ারি ২০১৯ হতে ৭ ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত বিডা’র ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে মোট ৫৩৬টি বিদেশি কোম্পানি নিবন্ধিত হয়েছে। যার মধ্যে ২৬৮টি জয়েন ভেঞ্চার এবং শতভাগ বিদেশি ২৬৮টি।

/ইএইচএস/আরআইজে/
সম্পর্কিত
রামপুরা গ্রিড চালু, ধীরে ধীরে বিদ্যুৎ আসতে শুরু করেছে ঢাকার বিভিন্ন এলাকায়
রামপুরা গ্রিডে কারিগরি ত্রুটি, অন্ধকারে ঢাকার একাংশ
স্থানীয় নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে চায় জামায়াত: ডা. তাহের
সর্বশেষ খবর
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
গণতান্ত্রিক ছাত্র জোট থেকে বেরিয়ে গেলো ছাত্র ফেডারেশন
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
জলবায়ু অভিযোজনে তরুণদের সম্পৃক্ত করতে ইউনিসেফের সঙ্গে কাজ করবে বাংলাদেশ
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
শতবর্ষী গাছের গোড়ায় জ্বলছে আগুন, ডাল দিয়ে বের হচ্ছে ধোঁয়া!
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি