ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় জেনারেল প্যাভিলিয়ন ক্যাটাগরীতে দ্বিতীয় স্থান অর্জনসহ প্রশংসাপত্র পেয়েছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেড (বিএমটিএফ)।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০০ সালে বিএমটিএফকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের উদ্দেশ্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেন। বিএমটিএফর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম দায়িত্বে রয়েছেন।
আইএসপিআর আরও জানায়, বিএমটিএফ দেশের অন্যতম বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে শিল্পোন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখতে বদ্ধপরিকর। উৎপাদিত পণ্য নিয়ে ক্রেতাদের মাঝে আগ্রহ সৃষ্টি এবং পণ্যগুলো ক্রেতাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা আন্তজার্তিক বাণিজ্য মেলায় অংশ গ্রহণ করে বিএমটিএফর। ইতোমধ্যে প্রতিষ্ঠানটির উৎপাদিত পণ্যের প্রতি ক্রেতাদের আগ্রহ দেখা গেছে।