X
বুধবার, ০৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

দিল্লির ‘রাইসিনা ডায়ালগে’ ঢাকার মাসুদা ভাট্টি ও শেখ ফাহিম

রঞ্জন বসু, দিল্লি
২২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৪০

ভূ-রাজনীতি ও ভূ-অর্থনীতি বিষয়ক ভারতের ফ্ল্যাগশিপ আন্তর্জাতিক সম্মেলন ‘রাইসিনা ডায়ালগে’ এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দু’জন – সে দেশের তথ্য কমিশনার মাসুদা ভাট্টি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সাবেক প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম।

প্রতি বছরের মতো এবারেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্ট্র্যাটেজিক থিঙ্কট্যাঙ্ক ওআরএফ-এর (অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন) যৌথ উদ্যোগে রাইসিনা সংলাপ আয়োজিত হচ্ছে। ২১ থেকে ২৩ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সংলাপের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস, তিনি সেখানে মূল ভাষণও পরিবেশন করেন।

এবারের রাইসিনা ডায়ালগে বিশ্বের মোট ১১৫টি দেশের আড়াই হাজারের বেশি প্রতিনিধি ইন-পারসন (সশরীরে) যোগ দিচ্ছেন। ২০১৬ সালে যখন দিল্লিতে এই মর্যাদাব্যঞ্জক সংলাপ প্রক্রিয়াটি শুরু হয়, তখন থেকেই বাংলাদেশ ‘রাইসিনা ডায়ালগের অবিচ্ছেদ্য অংশ। এবারও তার কোনও ব্যতিক্রম হচ্ছে না।

অতীতে এ এইচ মাহমুদ আলী যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন (এখন অর্থমন্ত্রী) তখন তিনি একাধিকবার রাইসিনা সংলাপে অংশ নিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ড. গওহর রিজভীকেও দিল্লির এই সংলাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে দেখা গেছে। গত বছর রাইসিনা ডায়ালগে বাংলাদেশ সরকারের তরফে ছিলেন তখনকার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

এবারের রাইসিনা ডায়ালগে বাংলাদেশের অন্তত দু’জন প্রতিনিধি দু’টি গুরুত্বপূর্ণ অধিবেশনে আলোচক হিসেবে যোগ দিচ্ছেন।

এদের একজন হলেন সাংবাদিক ও কলামিস্ট মাসুদা ভাট্টি, যিনি গত বছরেই বাংলাদেশের নতুন তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি শুক্রবার, (২৩ ফেব্রুয়ারি) বিকালে যে অধিবেশনে প্যানেলিস্ট হিসেবে থাকবেন— সেটির শিরোনাম হলেঅ ‘হার রোড টু ইন্ডিয়া: ফ্রম বোর্ডরুমস টু গ্লোবাল ইনস্টিটিউশনস’। বিভিন্ন দেশে ক্ষমতা ও নীতি-নির্ধারণে সত্যিকার অবস্থানে নারীদের পৌঁছনোর জন্য যে কী ধরনের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন হয়, সেটা নিয়েই আলোচনা করবে ওই প্যানেল। 

ভারতের হাই-প্রোফাইল ক্যাবিনেট মন্ত্রী স্মৃতি ইরানিও থাকছেন এই অধিবেশনের আলোচকমণ্ডলীতে। ব্রিটিশ পার্লামেন্টে বিরোধী দল লেবার পার্টির ডেপুটি লিডার তথা শ্যাডো ডেপুটি পিএম এঞ্জেলা রেইনার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) বিশেষ দূত ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ইয়োডি আলাকিজার মতো সুপরিচিত তারকাদের সঙ্গে সেখানে এক মঞ্চে দেখা যাবে বাংলাদেশের মাসুদা ভাট্টিকেও। এই অধিবেশনটির সঞ্চালনা করবেন ভারতে জাতিসংঘের রেসিডেন্ট কমিশনার শমবি শার্প।   

বাংলাদেশের দ্বিতীয় যে প্রতিনিধি রাইসিনা ডায়ালগে আলোচক হিসেবে যোগ দিয়েছেন তিনি হলেন ডি-এইট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান তথা এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম। ওই অধিবেশনটির শিরোনাম ছিল ‘দ্য বিমস্টেক পার্লে’ – যা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) প্রাতরাশের সময়।

বিমস্টেক জোট কীভাবে ‘ইনক্লুসিভ গ্রোথ’ ও ‘সাসটেইনেবল ডেভেলপমেন্ট’-এর প্রসার ঘটাতে পারে, তা নিয়ে সেই প্যানেলে আলোচনা করেন শ্রীলঙ্কা, নেপাল, কোরিয়া, ভুটান ও বাংলাদেশের প্রতিনিধিরা। উদ্বোধনী বক্তব্য পেশ করেন বিমস্টেক জোটের মহাসচিব (সেক্রেটারি জেনারেল) ইন্দ্র মণি পান্ডে। শেখ ফজলে ফাহিম ছাড়াও আলোচকদের মধ্যে ছিলেন শ্রীলঙ্কার অর্থ প্রতিমন্ত্রী শেহান শেমাসিংহে, ভুটানের ডিজিটাল প্ল্যাটফর্মসের ডিরেক্টর শেরিং দোরজি প্রমুখ।

প্রসঙ্গত, এবারের রাইসিনা ডায়ালগের মূল থিম হিসেবে ভারত বেছে নিয়েছে ‘চতুরঙ্গ’-র চারটি ‘সি’-কে। এই চারটি ‘সি’ হলো কনফ্লিক্ট (সংঘাত), কনটেস্ট (প্রতিদ্বন্দ্বিতা), কোঅপারেট (সহযোগিতা) ও ক্রিয়েট (সৃষ্টি) – যেগুলোর নানা দিক নিয়ে এখন দিল্লির অধিবেশনগুলোতে আলোচনা চলছে।  

/এপিএইচ/ 
সম্পর্কিত
দিল্লির লালকেল্লার মালিকানা দাবিতে আদালতে মুঘল বংশধর সুলতানা
দিল্লির জনপ্রিয় মার্কেট দিল্লি হাটে ভয়াবহ আগুন
প্রথম আলোর নিউজটি দিল্লি থেকে লিখে দেওয়া, বললেন হাসনাত আব্দুল্লাহ
সর্বশেষ খবর
মুম্বাইয়ের সাত ম্যাচের জয়যাত্রা থামিয়ে গুজরাট শীর্ষে
মুম্বাইয়ের সাত ম্যাচের জয়যাত্রা থামিয়ে গুজরাট শীর্ষে
এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন
এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন
গুলশানে ভাস্কর রাসাকে হেনস্তার অভিযোগ
গুলশানে ভাস্কর রাসাকে হেনস্তার অভিযোগ
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জন গ্রেফতার
হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার ঘটনায় আরও ১৭ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
চেম্বার থেকে নারী চিকিৎসককে টেনেহিঁচড়ে রাস্তায় এনে মারধর
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ