X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইফতার নিয়ে অসহায় ও দুস্থদের পাশে নিঝুম

ঢাবি প্রতিনিধি
২০ মার্চ ২০২৪, ২১:২৯আপডেট : ২০ মার্চ ২০২৪, ২১:২৯

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় ফুটপাতে অনেক অসচ্ছল, অসহায় ও দুস্থ মানুষ বসবাস করেন। তাদের মধ্যে আছে রিকশাচালক, ফুল বিক্রেতা, ভবঘুরে ও পথশিশুরা। তাদের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করেছে নোয়াখালী ছাত্রকল্যাণ পরিষদ (নিঝুম)। এ ছাড়া অসচ্ছল শিক্ষার্থীদের কেউ তার সমস্যা কথা গোপনে জানালে তাকেও সহায়তা করা হয়।

প্রথম রমজান থেকে প্রতিদিন ইফতারের সময়ের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে ইফতার বিতরণ করেন সংগঠনের নেতা ও সদস্যরা। এ ছাড়া ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে ইফতার বিতরণ করেন তারা।

সংগঠনের নেতারা জানান, রমজানে দারিদ্র্য মানুষের সহায়তা করার মাধ্যমে একটি আত্মিক প্রশান্তি পাওয়া যায়। এ ছাড়া কাজটির পরিসর ছোট হলেও দেখে অনেক মানুষ উৎসাহিত হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াবে বলেও তাদের বিশ্বাস।

সংগঠনের সভাপতি আইনুল ইসলাম মাহবুব বলেন, অসহায়দের প্রতি সাহায্যের হাত সম্প্রসারিত করে বিপুল সওয়াব লাভের সর্বোত্তম সময় রমজান। অনেক গরিব-দুঃখী মানুষ আছেন, যারা সাহরি ও ইফতারে সামান্য খাবারও জোগাড় করতে হিমশিম খান। বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে তাদের দুঃখটা খানিক বেড়ে যায়।

তিনি আরও বলেন, এ ধরনের মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া প্রত্যেক মুসলমানের ইমানি কর্তব্য। সে জন্য সংগঠন থেকে আমরা প্রতিদিন সামর্থ্য অনুযায়ী রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করি। এই উদ্যোগ নেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা শিক্ষাজীবন থেকে যেন মানবিক কাজগুলো করতে আরও আগ্রহী ও উৎসাহিত হয়।

দফতর সম্পাদক ওমর ফারুক শুভ বলেন, রমজান মাস সংযমের মাস, আত্মশুদ্ধির মাস। রামজানকে ঘিরে সমাজে নানা পরিবর্তন লক্ষ করা যায়। সারা দিন রোজা রাখার পর গরিব অসহায় মানুষের সঙ্গে   ইফতার ভাগাভাগি করার ব্যাপরটা অত্যন্ত ভাগ্যের ও সাওয়াবের কাজ। এসব মানবতা ও সহযোগিতামূলক কাজে ছাত্রাবস্থা থেকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে ধীরে ধীরে তা সমাজের প্রতিটি কোনায় ছড়িয়ে পড়বে। 

তিনি আরও বলেন, মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, অসহায় মানুষের জন্য কিছু করতে চাওয়া থেকে আমাদের এই মাসব্যাপী ইফতার আয়োজন।

/এনএআর/
সম্পর্কিত
বিএনপির ইফতার অনুষ্ঠান নিয়ে সংঘর্ষে আহত আরেকজনের মৃত্যু
নতুন নোট নেই, বিকল্প উপায়ে ঈদ সালামি
নিত্যপণ্যের উচ্চমূল্য নিয়েই আসছে ঈদ
সর্বশেষ খবর
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের পর পিএসএলও স্থগিত
ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএলের পর পিএসএলও স্থগিত
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
আ.লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীতে ‘ব্লকেড’ কর্মসূচি
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
এনসিপির কর্মসূচিতে আসেননি কোনও দলের শীর্ষ নেতা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
সর্বাধিক পঠিত
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের