X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

সিআইডি কর্মকর্তা সেজে তরুণীর সঙ্গে প্রেম, হাতিয়ে নিয়েছে অর্থ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৪, ২০:৩৪আপডেট : ২১ মার্চ ২০২৪, ২০:৩৪

সামাজিক যোগাযোগমাধ্যম (ফেক ফেসবুক আইডি, ইমো, টিকটক) ব্যবহার করে সিআইডির পরিদর্শক পরিচয়ে বিভিন্ন তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করতো। কৌশলে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতো। এরপর এসব প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করতো যুবক। অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার ব্যক্তির নাম মো. মোশারফ হোসেন ওরুফে নয়ন (৩০)। বুধবার (২০ মার্চ) গাজীপুর জেলার কালিয়াকৈর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি সিআইডি সদৃশ একটি জ্যাকেট, একটি ওয়াকিটকি, একটি নকল পিস্তল (গ্যাস লাইটার), একটি সিআইডির ভুয়া আইডি কার্ড এবং একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান।

তিনি জানান, প্রতারক মোশারফ হোসেন নয়ন সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক, ইমো, টিকটক) ব্যবহার করে বিভিন্ন বয়সী মেয়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক স্থাপন করে। এরপর সুযোগ বুঝে তাদের ভিডিও কল করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করতো। সে ভুক্তভোগীদের সঙ্গে মিথ্যা প্রেমের সম্পর্ক গড়ে এসব সংগ্রহ করে প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায় করতো।

এক ভুক্তভোগী তরুণীর অভিযোগ পেয়ে অনুসন্ধানে নেমে সিআইডি সাইবার পুলিশ সেন্টার টিম নয়নকে গ্রেফতার করে। তার স্মার্টফোনে অসংখ্য মেয়ের আপত্তিকর ভিডিও ফুটেজ ও ছবি পাওয়া যায়। এসব ছবি ও ফুটেজের ব্যাপারে অভিযুক্ত প্রাথমিকভাবে স্বীকারোক্তি দিয়েছে।

গ্রেফতার ব্যক্তির বরাত দিয়ে সিআইডির এই কর্মকর্তা আরও জানান, সে সিআইডি পরিদর্শক পরিচয় দিয়ে ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন টেইলার্সের সঙ্গে সখ্য করে সিআইডির জ্যাকেটের আদলে জ্যাকেট তৈরি করে এবং অনলাইনে ফেসবুক মার্কেটপ্লেস থেকে ওয়াকিটকি ও পিস্তল-সদৃশ গ্যাস লাইটার হোম ডেলিভারি নিয়ে বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা করে আসছিল।

গতকাল বুধবার (২০ মার্চ) পল্টন মডেল থানা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে নয়নের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।

/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
কোটি টাকার আইসসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল রিমান্ডে
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
সর্বশেষ খবর
ভারত সিরিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির খোঁজে বাংলাদেশ
ভারত সিরিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির খোঁজে বাংলাদেশ
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
ফিতরা-জাকাতের নামেও প্রতারণা
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
বোনকে নিয়ে সনু নিগমের প্রথম গান!
রান্নাঘরের অসহনীয় গরম থেকে বাঁচার ১০ উপায়
রান্নাঘরের অসহনীয় গরম থেকে বাঁচার ১০ উপায়
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
দক্ষিণে ‘ডায়াবেটিক ধানের’ প্রথম চাষেই বাম্পার ফলন, বীজ পাবেন কই?
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই