X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

ইউনিসেফ মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন বাংলা ট্রিবিউনের উদিসা ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৪, ১৮:১৬আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ১৯:৫১

ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলা ট্রিবিউনের নগর সম্পাদক উদিসা ইসলাম। শিশু অধিকার বিষয়ক প্রতিবেদনের জন্য তিনি এই পুরস্কার পান। একই ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন সিভয়েজ ২৪-এর প্রতিবেদক শারমিন রিমা।  

সোমবার (২২ এপ্রিল) বিকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ১৮তম মীনা মিডিয়া অ্যাওয়ার্ড বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বাংলা ট্রিবিউনে প্রকাশিত ‘কোথা থেকে আসে কোথায় হারায়, সে হিসাব নেই যে শিশুদের’ প্রতিবেদনের জন্য এ পুরস্কার পেয়েছেন উদিসা ইসলাম।

এছাড়া প্রিন্ট ও অনলাইন ক্যাটাগরি ১৮ বছর ও তদূর্ধ্ব শিক্ষা ও শিশু বিষয়ে পুরস্কার পেয়েছেন দৈনিক প্রথম আলোর আহমাদুল হাসান, ঢাকা নোটের রবিউল আলম।

প্রিন্ট জার্নালিজম ক্যাটাগরি ১৮ বছর ও তদূর্ধ্ব শিশুরা পরিবর্তনের দূত বিষয়ে পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের মোহাম্মদ রাকিবুল ইসলাম তামিম।

প্রিন্ট জার্নালিজম ক্যাটাগরি ১৮ বছর ও তদূর্ধ্ব জলবায়ু পরিবর্তন ও শিশু বিষয়ে পুরস্কার পেয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের সাধন কুমার সরকার।

পুরস্কার পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করছেন উদিসা ইসলাম প্রিন্ট জার্নালিজম ক্যাটাগরি ১৮ বছর ও তদূর্ধ্ব ক্যাটাগরিতে ঝুঁকিতে থাকা শিশুরা বিষয়ে পুরস্কার পেয়েছেন ঢাকা পোস্টের মুসা মল্লিক। একই ক্যাটাগরিতে লিঙ্গ সমতা ও মেয়েদের ক্ষমতায়ন বিষয়ে ঢাকা পোস্টের নজরুল ইসলাম এবং রোহিঙ্গা শরণার্থী শিশু বিষয়ে ঢাকা পোস্টের মো. জসিম উদ্দিন এই পুরস্কার পেয়েছেন। 

ভিডিও জার্নালিজম ১৮ বছর ও তদূর্ধ্ব ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন যমুনা টিভির মো. বনি আমিন এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির মো. সবুজ মাহমুদ। ফটোজার্নালিজম ১৮ বছর ও তদূর্ধ্ব ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন প্রথম আলোর ফটোসাংবাদিক মো. সাজিদ হোসেন।

ফটোজার্নালিজম অনূর্ধ্ব ১৮ বছর ক্যাটাগরিতে মো. সাফায়েত হোসেন শান্ত, ভিডিও জার্নালিজম অনূর্ধ্ব ১৮ বছর ক্যাটাগরিতে এটিএন বাংলার মো. মোজাহিদুল ইসলাম এবং প্রিন্ট জার্নালিজম অনূর্ধ্ব ১৮ বছর ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মো. নাঈম ইসলাম।

অনুষ্ঠানে অনূর্ধ্ব ১৮ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ড. শিরীন শারমিন চৌধুরী। অন্য বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতি আরা নাসরিন, কথাসাহিত্যিক ড. মুহাম্মদ জাফর ইকবাল, ডেইলি স্টার প্রকাশক ও সম্পাদক মাহফুজ আনাম, অভিনেত্রী ও ইউনিসেফ ন্যাশনাল অ্যামবাসেডর বিদ্যা সিনহা মিম, বাংলাদেশে রয়টার্সের সাবেক ব্যুরো প্রধান সিরাজুল ইসলাম কাদির, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট, ইউনিসেফের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এমা ব্রিগাম, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. জাহাঙ্গীর আলম, ইউনিসেফের ইয়ুথ অ্যাডভোকেট রাবা খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজলী শেহরিন ইসলাম, আলোকচিত্রী নাসির আলী মামুন প্রমুখ।

/এসও/এমএস/এমওএফ/
সম্পর্কিত
হত্যা মামলায় সাতনদী পত্রিকার সম্পাদক কারাগারে
সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়: তথ্য উপদেষ্টা
ঈদে গণমাধ্যমে ৪ দিনের ছুটির আহ্বান মাহমুদুর রহমানের
সর্বশেষ খবর
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
এক যুগ আগে নিখোঁজ বিএনপিনেতার বাসায় পুলিশ: ডিএমপির দুঃখ প্রকাশ, এসআই প্রত্যাহার
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ