X
বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
২৯ মাঘ ১৪৩১

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৪, ১৮:৩৯আপডেট : ২২ মে ২০২৪, ১৮:৩৯

চলমান হজের মৌসুমে মো. লুৎফুর রহমান (৬৫) নামে আরও একজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তিনি মঙ্গলবার (২১ মে) মক্কায় মারা যান। তার পাসপোর্ট নম্বর এ১২৯৬৯৩০৮। এই মৌসুমে এটি তৃতীয় কোনও বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর ঘটনা। এর আগে গত ১৫ ও ১৮ মে হজ পালন করতে গিয়ে যথাক্রমে মদিনায় ও মক্কায় মারা গেছেন অন্য দুই বাংলাদেশি হজযাত্রী।

বুধবার (২২ মে) বাংলাদেশ সময়ের রাত আড়াইটায় ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টাল থেকে প্রকাশিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানা গেছে।

এই পোর্টালের সবশেষ তথ্য থেকে জানা যায়, এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে মোট ৮৫ হাজার ২৫৭ জন হজ করতে যাবেন। এদের মধ্যে এখন পর্যন্ত ৮৪ হাজার ২৪ জন হজযাত্রীর ভিসা হয়েছে। আর এখনও ১ হাজার ২৩৩ জন হজযাত্রীর ভিসা হয়নি।

গত ৯ মে ৪১৫ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ডেডিকেটেড ফ্লাইট বিজি ৩৩০১ কাবার উদ্দেশ্যে যাত্রা করে। ওই ফ্লাইটের মাধ্যমেই হজ-২০২৪ এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল হজযাত্রীরা। পরবর্তীতে হজ পোর্টালের সূত্রে জানা যায় সর্বশেষ ২২ মে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত সর্বমোট ৩৪ হাজার ৭৪৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩ হাজার ৭৪৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৩০ হাজার ৯৯৪ জন।

আর এখন পর্যন্ত সৌদি আরব যাওয়ার হজফ্লাইট পরিচালিত হয়েছে মোট ৮৭টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৯টি, সৌদি এয়ারলাইন্সের ২৮টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ২০টি।

চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সনের হজ অনুষ্ঠিত হবে ১৬ জুন। এক্ষেত্রে হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট হবে ২০ জুন এবং শেষ ফিরতি ফ্লাইট হবে ২২ জুলাই।

 

/এএজে/এমএস/
সম্পর্কিত
গদখালীর ফুল চাষের জনক শের আলী সরদার আর নেই
৯৯৯ নম্বরে ফোন, ‘পুলিশের সামনে’ মারধরে আহত যুবকের হাসপাতালে মৃত্যু
শেরপুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো দুই কৃষকের
সর্বশেষ খবর
মার্কিন সহায়তা বন্ধে সংকটে কঙ্গো
মার্কিন সহায়তা বন্ধে সংকটে কঙ্গো
ভালোবাসা দিবসে উর্দু গল্প থেকে ‘দিলনাওয়াজ’
ভালোবাসা দিবসে উর্দু গল্প থেকে ‘দিলনাওয়াজ’
শক্ত হাতে দেশ না চালালে সরকার বিপদ থেকে রক্ষা পাবে না: চরমোনাই পীর
শক্ত হাতে দেশ না চালালে সরকার বিপদ থেকে রক্ষা পাবে না: চরমোনাই পীর
গিলের সেঞ্চুরি, কোহলি-শ্রেয়াসের ফিফটিতে ইংল্যান্ড হোয়াইটওয়াশ
গিলের সেঞ্চুরি, কোহলি-শ্রেয়াসের ফিফটিতে ইংল্যান্ড হোয়াইটওয়াশ
সর্বাধিক পঠিত
শুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
শ্রমিকদের অসন্তোষ, যাত্রীদের দুর্ভোগশুরুতেই হোঁচট খেলো গোলাপি বাস
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
মধ্যরাতে ‘কাপল ড্যান্স’ থেকে ২৫ তরুণ-তরুণী আটক
‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
বাড়িতে আগুনের পর কাফির আক্ষেপ‘কাদের জন্য কথা বলেছিলাম, যুদ্ধ করেছিলাম’
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
গাজীপুরে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি শফিউল আটক
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত
বিএনপি নেতার অবৈধ ইটভাটায় অভিযানে গিয়ে ম্যাজিস্ট্রেটসহ অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালত