সারা দেশে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ১৭ জুন। গত বৃহস্পতিবার থেকে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়েছে। এরপর থেকেই বাস, ট্রেন, লঞ্চ—সবখানেই ঘরমুখী মানুষের ভিড়।
শনিবার (১৫ জুন) ভোর থেকেও রাজধানী ছাড়ছে নগরবাসী। ভোর থেকেই বাস টার্মিনালগুলোতে বাড়ি ফেরা যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
ঈদ মানে আনন্দ, আর এই আনন্দ ভাগাভাগি করে নিতে ঈদে বাড়ি ফিরতে হবে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে হবে, একসঙ্গে ঈদের নামাজ পড়তে হবে, একসঙ্গে এলাকার সবাই কোরবানি গরু জবাই করা—এসব স্বপ্ন দেখা কর্মজীবী মানুষ জীবনের ঝুঁকি নিয়ে হলেও বাড়ি যেতে চায়।
তবে প্রতিবছরই ঈদ এলে মহাসড়কে যানজট যেন নিত্যসঙ্গী। তাই মহাসড়কে দেখা যায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে করে বৃষ্টিতে ভিজে হলেও বাড়ি ফিরছে মানুষ। এতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে অনেক বেশি। প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে।