X
বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকার ডিসি অফিসে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের আধুনিক এজলাস উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০২৪, ১৯:৪২আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৯:৪৪

ঢাকা জেলা প্রশাসনের (ডিসি) কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের বিচারিক কার্যক্রমের জন্য আধুনিক এজলাস উদ্বোধন করা হয়েছে। এসময় ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ঢাকা জেলা প্রশাসনকে স্মার্ট ও আধুনিক সেবা দেওয়ার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এ কার্যালয়ের সব শাখার কর্মপরিবেশ উন্নয়ন এবং সেবা পাওয়া সহজ করতে পদক্ষেপ নেওয়া হবে। বুধবার (৩ জুলাই) ঢাকা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এজলাস আধুনিকায়নের পর উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান বলেন, প্রতিদিন ঢাকা জেলা ও মহানগরের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত বিচারপ্রার্থী আইনি সহায়তা পাওয়ার আশায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত আদালত কক্ষগুলো আকারে ছোট, পুরাতন ও জরাজীর্ণ হওয়ায় বিচারপ্রার্থীদের স্থান সংকুলান ও বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে জটিলতা দেখা দেয়। এ সমস্যা সমাধান, বিচারক ও কর্মচারীদের কর্মপরিবেশ উন্নয়ন ও বিচারপ্রার্থীদের আদালত কক্ষে অবস্থান সুশৃঙ্খল, আরামদায়ক ও সহজতর করতে আদালত কক্ষ আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয় যা আজ সফলতার বাস্তবায়িত হয়েছে।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকাকে স্মার্ট ও আধুনিক সেবা প্রদান প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পর্যায়ক্রমে এ কার্যালয়ের সকল শাখার কর্মপরিবেশ উন্নয়ন এবং সেবাপ্রার্থীদের সেবাপ্রাপ্তি সহজতর করতে পদক্ষেপ নেওয়া হবে।

দেশের সব সেবা প্রদান প্রতিষ্ঠানে এরূপ উদ্যোগ নেওয়া হলে সেবাপ্রার্থীদের দুর্ভোগ বহুলাংশে লাঘব করা সম্ভব হবে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন ডিসি।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আমিনুর রহমান (সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক শিবলি সাদিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম হেদায়েতুল ইসলাম।

/এআই/এমএস/
সম্পর্কিত
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চলছে কর্মবিরতি, ভোগান্তিতে রোগীরা
কমলাপুরে আবাসিক হোটেল থেকে নারীর মরদেহ উদ্ধার
রাজধানীতে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি, কর্মজীবী মানুষের ভোগান্তি
সর্বশেষ খবর
পদত্যাগের প্রশ্নে ফারুক, ‘এখনও সিদ্ধান্ত নেইনি’
পদত্যাগের প্রশ্নে ফারুক, ‘এখনও সিদ্ধান্ত নেইনি’
জোভান-তটিনীর নাটকে আইটেম গার্ল টয়া!
জোভান-তটিনীর নাটকে আইটেম গার্ল টয়া!
সচিবালয়ে কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা
সচিবালয়ে কর্মচারীদের নতুন কর্মসূচি ঘোষণা
পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান
পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান
সর্বাধিক পঠিত
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
আনু মুহাম্মদের স্ট্যাটাসে আসিফ নজরুলের বিস্ময়
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
ঢাবিতে বামপন্থিদের মশাল মিছিল ঘিরে উত্তেজনা, ‘ভুয়া ভুয়া’ দুয়োধ্বনি
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
সারা দেশে অনির্দিষ্টকালের জন্য জুয়েলারি ব্যবসা বন্ধ
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
ভুয়া পরিচয়ে বাংলাদেশ ব্যাংকে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা
কঠোর কর্মসূচিতে যাচ্ছেন ২৫ ক্যাডারের কর্মকর্তারা