রাজধানীর গুলশানের ১২৬ নম্বর সড়কের র্যাংকন আইকন টাওয়ারে পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদের চারটি ফ্ল্যাট পরিদর্শন করেছে দুদকের বিশেষ টিম। সোমবার (৮ জুলাই) দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মঞ্জুর মোর্শেদের নেতৃত্বে একটি টিম ওই ফ্ল্যাটগুলো পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ।
গত ২৭ জুন আদালত এক আদেশে বেনজীর আহমেদের গুলশানের ফ্ল্যাটগুলোর তদারকীর জন্য দুদককে রিসিভার নিয়োগ করেন। তারই ধারাবাহিকতায় দুদক টিম সোমবার ফ্ল্যাটগুলো পরিদর্শন করেন। পরিদর্শন শেষে দুদক পরিচালক মঞ্জুর মোর্শেদ সাংবাদিকদের জানান, আদালত তাদের রিসিভার নিয়োগ দিয়েছেন। ওই রিসিভার কমিটির আহ্বায়ক তিনি। সোমবার তিনি একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গণপূর্ত অধিদফতরের প্রকৌশলীসহ সেগুলো পরিদর্শন করেছেন। এখন থেকে ওই ফ্ল্যাট চারটির দেখভাল করবেন তারা।
রাজধানীর গুলশানের ১২৬ নম্বর সড়কের এক নম্বর বাড়ি র্যাংকন আইকন টাওয়ার। ১৯ দশমিক ৭৫ কাঠা জমির ওপর তৈরি ১৫তলা এই ভবনটিতে রয়েছে ২৫টি অ্যাপার্টমেন্ট, দুটি বেজমেন্ট, ৩৭টি কার পার্কিং।
২০২৩ সালের ৫ মার্চ একসঙ্গে চারটি ফ্ল্যাট কেনেন বেনজীর আহমেদ। নিজের অবসরে যাওয়ার ছয় মাসের মধ্যেই ২ হাজার ২৪২ বর্গফুটের দুটি ও ২ হাজার ৩৫৩ বর্গফুট আয়তনের দুটিসহ মোট চারটি ফ্ল্যাট কিনেন তিনি। র্যাংকন আইকন টাওয়ারে এই চারটি ফ্ল্যাটের তিনটি বেনজীর আহমেদের স্ত্রী জীশান মির্জার নামে কেনা হয়েছে। অপর ফ্ল্যাটটি বেনজীর আহমেদের ছোট মেয়ের নামে কেনা হয়েছে।