লন্ডনে ইউকে বাংলা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন দেশটিতে সফররত দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সম্পাদক, কবি ও সাহিত্যিক মুস্তাফিজ শফি।
সোমবার (৮ জুলাই) রাতে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় ‘বাংলাদেশে সাংবাদিকতার সংকট ও প্রবাসীদের সমস্যা’ নিয়েও আলোচনা হয়।
ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরী সোয়েবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন প্রেসক্লাবের উপদেষ্টা কে এম আবু তাহের চৌধুরী, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, সহসভাপতি আব্দুর রশিদ, কবি ময়নুর রহমান বাবুল, লেখক ফারুক আহমদ, বিয়ানীবাজার পৌরসভার সাবেক মেয়র আব্দুস শুকুর, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ আল মাহফুজ, শামছুর রহমান সোমেল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস শহীদ, সমাজসেবা সম্পাদক মুসলিম খাঁন, সাংবাদিক আব্দুল কাদির মুরাদ, আনোয়ারুল ইসলাম অভি, কমিউনিটি নেতা হাজী মোহাম্মদ হাবিব, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক নোমান আহমদ, জাহেদ আহমদ ও আব্দুল মানিক প্রমুখ।