X
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৫
২৫ মাঘ ১৪৩১

কেয়ার হোম নিয়ে ব্রিটেনের আদালতে বাংলাদেশি প্রতিষ্ঠানের সাফল্য

লন্ডন প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ০২:১৯আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০২:১৯

ব্রিটেনের হাইকোর্টে এক আইনি লড়াইয়ে বড় সাফল্য লাভ করেছে বাংলাদেশি প্রতিষ্ঠান ল’ম্যাটিক সলিসিটর্স। নিউ হোপ কেয়ার লিমিটেডের পক্ষে আইনি লড়াইয়ে এই সাফল্য পেয়েছে প্রতিষ্ঠানটি।

দেশটির হাইকোর্টের জজ ডেভিড পিয়েভস্কি রায়ে যথাযথ জবাবের সুযোগ না দিয়ে নিউ হোপ কেয়ার লিমিটেডের লাইসেন্স বাতিল করা বেআইনি ঘোষণা করেছেন। মামলার রায়ে বলা হয়, এটি সরকারের প্রকাশিত নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ, বৈধ প্রত্যাশার বিপরীত ও সাধারণ আইনে পদ্ধতিগতভাবে অন্যায্য। আদালত নিউ হোপ কেয়ার লিমিটেডকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ দেয়ারও নির্দেশ দিয়েছেন।

ব্রিটেনের উচ্চ আদালতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মামলায় কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনি চালিয়েছে প্রতিষ্ঠানটি। হাইকোর্টের তাৎপর্যপূর্ণ এই রায় কেয়ার কোম্পানি এবং কেয়ার কর্মীদের মনে ব্যাপক স্বস্তি এনে দিয়েছে।

শুক্রবার (১২ জুলাই) বিকালে লন্ডনে ল’ম্যাটিক সলিসিটর্স ফার্মের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির সিনিয়র পার্টনার ব্যারিস্টার আসাদুজ্জামান বলেছেন, হোম কেয়ার ইন্ডাস্ট্রি এই দেশে মোস্ট ভালনারেবল (অতি দুর্বল) মানুষের পরিসেবা প্রদানে বিশেষ অবদান রাখছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, অতি সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ঢালাওভাবে অনেক কেয়ার কোম্পানির স্পন্সরশিপ লাইসেন্স বাতিল করা হচ্ছে। এর ফলে একদিকে এই বিশাল বিজনেস ও সেবা সেক্টর তথা কেয়ার কোম্পানিগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একইসঙ্গে কেয়ার কোম্পানিগুলোতে যুক্ত বা বিদেশ থেকে আসা কর্মীরা তাদের বৈধতা হারাচ্ছেন। এতে ব্রিটেনে বেশ উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, এমন কঠিন সময়ে কমিউনিটির আইনি সেবায় সক্রিয় ও যথার্থ ভূমিকা পালনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরই মাঝে ল’ম্যাটিক সলিসিটর্স একটি অনন্য সফলতা অর্জন করেছে। যা বহু অসহায় মানুষের মনে আশার সঞ্চার করেছে। কেয়ার হোমের লাইসেন্স বাতিলের বিরুদ্ধে আইনি লড়াইয়ে ল’ম্যাটিক সলিসিটর্সের তাৎপর্যপূর্ণ সাফল্য শুধু নিউ হোপ কেয়ার লিমিটেডের আনন্দের বিষয় নয়, এটা বহু মানুষের মনে আশার সঞ্চার করেছে।

নিউ হোপ কেয়ার লিমিটেডের পক্ষে মামলা পরিচালনা করেন ল’ম্যাটিক সলিসিটর্সের অন্যতম আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম। এই মামলায় কেয়ার হোমের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন প্রখ্যাত ব্যারিস্টার যেইন মালিক কেসি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে ছিলেন ব্যারিস্টার উইলিয়াম আরউইন।

প্রায় এক বছর ধরে চলমান এই মামলার রায় অতি সম্প্রতি রয়্যাল কোর্ট অব জাস্টিসের কিংস বেঞ্চ ডিভিশন থেকে প্রদান করা হয়। যা ন্যাশনাল আর্কাইভেও প্রকাশিত হয়েছে। এই রায়টি এখন থেকে হাইকোর্টসহ সব নিম্ন আদালতের জন্য দৃষ্টান্ত হিসাবে গণ্য করা হবে।

মামলার বিবরণে জানা গেছে, নিউ হোপ কেয়ার একটি বড় কেয়ার কোম্পানি। এটি যেসব ভালনারেবল ব্যক্তিদের যত্ন পরিষেবা প্রয়োজন, তাদের সেবাদান করে। ২০২৩ সালের জানুয়ারিতে ব্রিটেনে সেটেল্ড নয় এমন কর্মীদের স্পন্সর করার অনুমতি দেওয়া হয় এই কোম্পানিকে। হোম অফিসের নিয়ম অনুযায়ী লাইসেন্সধারী প্রতিষ্ঠানে অনুমোদনকারী কর্মকর্তাকে ব্রিটেনে থাকা প্রয়োজন, যিনি মন্ত্রণালয়ের নির্দেশনায় নিয়োজিত থাকেন। নিউ হোপ কেয়ারের অনুমোদনকারী কর্মকর্তা ছিলেন কোম্পানির পরিচালক প্যাট্রিক চেজা।

২০২৩ সালের ৭ আগস্ট হোম অফিসের একটি কমপ্লায়েন্স দল স্পন্সর হিসাবে উপযুক্ততা মূল্যায়ন করার লক্ষ্যে নিউ হোপ কেয়ার পরিদর্শন করেন। তখন কোম্পানির পরিচালক প্যাট্রিক চেজা ব্রিটেনে উপস্থিত ছিলেন না। এক সপ্তাহ পরে ১৪ আগস্ট নিউ হোপ কেয়ারের লাইসেন্স স্থগিত করা হয় কমপ্লায়েন্স পূরণে ব্যর্থতার অভিযোগে। তখন হোম অফিস কর্তৃক স্থগিতাদেশের চিঠিতে বিস্তারিত কারণ জানাতে অপারগতা প্রকাশ করা হয়।

পরে হোম অফিস জানায়, অধিকতর তদন্ত সাপেক্ষে নিউ হোপ কেয়ার লিমিটেডকে জবাব দেওয়ার যথোপযুক্ত সুযোগ প্রদান করা হবে। কিন্তু পরে যথার্থ জবাব দেওয়ার সুযোগ না দিয়েই লাইসেন্স বাতিল করা হয়।

হাইকোর্টের বিচারক অযৌক্তিক আচরণ, ভুল নির্দেশনা, পদ্ধতিগত অন্যায় ও সার্বিক মূল্যায়নের মূল বিষয়গুলো পরীক্ষা করে নিউ হোপ কেয়ার লিমিটেডের লাইসেন্স ফিরিয়ে দেওয়ার আদেশ দেন।

/এফআর/
সম্পর্কিত
ব্রিটেনে স্বদেশিদের সঙ্গে বসবাসে সর্বোচ্চ ব্যয় বাংলাদেশিদের
‘ভবিষ‌্যতই ব‌লে দে‌বে জাইমা রহমান কতদূর যা‌বেন’
রূপা হকের পদত্যাগের দাবিতে ব্রিটেনে বিক্ষোভ
সর্বশেষ খবর
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি, একজন আহত
গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি, একজন আহত
যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাতব্যাপী সংঘর্ষের কারণ কী?
যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রাতব্যাপী সংঘর্ষের কারণ কী?
যেসব সুপারিশ প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন
যেসব সুপারিশ প্রস্তাব করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন
সরকারি অর্থ উদ্ধার করতে জান বের হয়ে যাচ্ছে: আসিফ নজরুল
সরকারি অর্থ উদ্ধার করতে জান বের হয়ে যাচ্ছে: আসিফ নজরুল
সর্বাধিক পঠিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
৩২ নম্বরের বাড়ি ভাঙার ঘটনায় নিন্দা ও বিচার দাবি ২৬ বিশিষ্ট নাগরিকের
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান
আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই: সেনাপ্রধান
সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণাসাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
এভাবে আর কতদিন, সমস্যা সমাধান করতে হবে: জনপ্রশাসন সচিব
এভাবে আর কতদিন, সমস্যা সমাধান করতে হবে: জনপ্রশাসন সচিব