X
শুক্রবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৫
২৩ মাঘ ১৪৩১

মনজিল হত্যা: সৎমা-ভাইসহ ৬ জনের যুক্তিতর্ক শুনানির নতুন তারিখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ জুলাই ২০২৪, ১৭:৩৭আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৭:৩৭

রাজধানীর বাড্ডার আফতাবনগরে নিজ ফ্ল্যাটে ‘ও’ লেভেল পড়ুয়া একেএম মনজিল হক হত্যা মামলায় সৎ মা লায়লা ইয়াসমিন লিপি ও ভাই একেএম ইয়াসিন হকসহ ছয় জনের পক্ষে যুক্তিতর্কের শুনানির তারিখ পিছিয়েছে। আগামী ২৩ জুলাই শুনানির দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলাটিতে আসামিদের পক্ষে যুক্তিতর্ক শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন কোটা আন্দোলন চলমান থাকায় কারা কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে আসামিদের আদালতে হাজির করেননি। এ জন্য আদালত আগামী ২৩ জুলাই পরবর্তী শুনানির তারিখ ধার্য করেছেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য জানান।

গত ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন। ওইদিন সব আসামির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন রাষ্ট্রপক্ষ।

এ নিয়ে মামলাটিতে ৪২ সাক্ষীর মধ্যে ৩৭ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।

মামলার অপর আসামিরা হলেন– সৎ মামা আবু ইউসুফ নয়ন, মামলার বাদী চাচা ফারুক মিয়া, রবিউল ইসলাম সিয়াম ও সিমান্ত হোসেন তাকবীর। মাহফুজুল ইসলাম অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার বিচার শিশু আদালতে অনুষ্ঠিত হচ্ছে। আসামিদের মধ্যে ইয়াসিন ও সিয়াম কারাগারে। সিমান্ত হোসেন তাকবীর জামিনের। অপর তিন আসামি শুরু থেকে পলাতক রয়েছে।

জানা গেছে, ২০১৭ সালের ১১ ডিসেম্বর বাড্ডার আফতাবনগরে নিজ ফ্ল্যাটে হত্যার শিকার হন মনজিল। হত্যার পর চাচা ফারুক মিয়া বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে মামলা করেন। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) তদন্তে উঠে আসে মনজিল হত্যার মূলহোতা সৎ মা লায়লা ইয়াসমিন লিপি, সৎ মামা আবু ইউসুফ নয়ন ও সৎ ভাই একেএম ইয়াসিন হক এবং মামলার বাদী চাচা ফারুক মিয়া। সম্পত্তির লোভে তারা মনজিলকে হত্যা করে। ২০২১ সালের ২৬ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন সিআইডির পরিদর্শক মো. শামসুদ্দিন।

মামলার অভিযোগে বলা হয়, বাদী ফারুক ও মনজিলের বাবা দুই ভাই। তারা একই সঙ্গে গার্মেন্টসের ব্যবসা করতেন। শান্তিনগর বাজারের পেছনে মনজিল ও ফারুকের ছেলেদের যৌথ নামে একটি ফ্ল্যাট ছিল। কিন্তু ফ্ল্যাটটি ছেলেদের দিয়ে দলিল করিয়ে বিক্রি করে দেয় ফারুক। এ নিয়ে মনজিলের বাবার সঙ্গে ফারুকের দ্বন্দ্ব ছিল। নিহতের বাবার মারা যাওয়ার পর সেই ক্ষোভ মনজিলের ওপর ছিল ফরুকের। ওই ক্ষোভ থেকেই মনজিলকে হত্যার পরিকল্পনায় ইয়াসিনের সঙ্গে যোগ দেয় চাচা ফারুক।

/এআই/আরকে/
সম্পর্কিত
শেখ মুজিবের ম্যুরাল ভাঙচুররিমান্ড মঞ্জুরের পর নিষিদ্ধ ছাত্রলীগের ১০ নেতাকে পিটিয়েছে শিক্ষার্থীরা
শিবলী রুবাইয়াতকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ 
ম্যাক্স গ্রুপের চেয়ারম্যানকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
মুজারাবানির ৭ উইকেট, চালকের আসনে জিম্বাবুয়ে
মুজারাবানির ৭ উইকেট, চালকের আসনে জিম্বাবুয়ে
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
আওয়ামী লীগ নেতার বাড়িতে হামলার সময় এলাকাবাসীর ধাওয়া, আহত ৩
বাস্কেটবল খেলতে নেপাল যাচ্ছে ঢাবি, স্পন্সরশিপ চেক হস্তান্তর
বাস্কেটবল খেলতে নেপাল যাচ্ছে ঢাবি, স্পন্সরশিপ চেক হস্তান্তর
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসায় ভাঙচুরের পর অগ্নিসংযোগ
সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাসায় ভাঙচুরের পর অগ্নিসংযোগ
সর্বাধিক পঠিত
‘আমি স্তম্ভিত’
‘আমি স্তম্ভিত’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
‘খুলনার আর কোথাও ভাঙচুর হলে এর দায় বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন নেবে না’
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় এক নেতা গ্রেফতার
ধরুন, শিশুটি আপনার সন্তান
ধরুন, শিশুটি আপনার সন্তান
এবার রংপুরে নারী ফুটবল খেলা বন্ধ, ১৪৪ ধারা জারি
এবার রংপুরে নারী ফুটবল খেলা বন্ধ, ১৪৪ ধারা জারি