X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ডিএসসিসির ‘উচ্চাভিলাষী বাজেট’ এবার কতটা কার্যকর হবে

আতিক হাসান শুভ 
০২ আগস্ট ২০২৪, ১২:৩৪আপডেট : ০২ আগস্ট ২০২৪, ১২:৩৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) গত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ছিল ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার। তবে প্রকৃতপক্ষে বাস্তবায়ন হয়েছে মাত্র ২ হাজার ৫৪১ কোটি ৮৬ লাখ টাকার। এমন বাস্তবতায় ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৭৬০ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা দিয়েছে সংস্থাটি। এই বাজেটকে ‘উচ্চাভিলাষী’ উল্লেখ করে নগর পরিকল্পনাবিদরা বলছেন, এর আগেও এমন বাজেট ঘোষণা করেও কোনও বছরেই তার অর্ধেক বাস্তবায়ন করতে পারেনি ডিএসসিসি। 

তারা পরামর্শ দিয়ে বলছেন, এমন উচ্চাভিলাষী বাজেট না দিয়ে প্রকৃতপক্ষে যতটুকু কাজ করা সম্ভব সেই অনুযায়ী বাজেট ঘোষণা করা উচিত। এমন লোক দেখানো বাজেটের ফলে সিটি করপোরেশনের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানের প্রতি মানুষের অবিশ্বাস তৈরি হবে। এতে করে সাধারণ নাগরিকদের সিটি করপোরেশনের উপর অনীহা তৈরি হতে পারে।

ডিএসসিসির বিগত চার বছরের বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ছিল ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকা। কিন্তু বাস্তবায়ন হয়েছে ২ হাজার ৫৪১ কোটি ৮৬ লাখ টাকা। অর্থাৎ বাজেট ঘোষণার অর্ধেক ও বাস্তবায়ন হয়নি। ২০২২-২৩ অর্থবছরের বাজেট ছিল ৬ হাজার ৭৪১ কোটি ২৮ লাখ টাকা। বাস্তবায়ন হয়েছে মাত্র ১ হাজার ৯৯৭ কোটি টাকা। যা এক তৃতীয়াংশেরও কম। 

২০২১-২২ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছিল ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকা। যার মধ্যে বাস্তবায়ন হয়েছে মাত্র ১ হাজার ৯২৩ কোটি টাকা। এর আগে সংস্থাটি ২০২০-২১ অর্থবছরে ৬ হাজার ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বাজেট ঘোষণা করেছিল। কিন্তু বছর শেষে বাস্তবায়ন হয়েছে ১ হাজার ৭৭৬ কোটি টাকা।

বাজেট পুরোপুরি বাস্তবায়ন না হওয়ার প্রসঙ্গে সিটি করপোরেশনের দাবি, বাজেটের বড় অংশই সরকারি ও বৈদেশিক সহায়তায় উপর নির্ভরশীল, কারণে বাজে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। ডিএসসিসির হিসাব বিভাগ থেকে বাংলা ট্রিবিউনকে জানানো হয়, ২০২৩-২৪ অর্থবছরে সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল ৪ হাজার ৪৫৮ কোটি ৮২ লাখ টাকা। কিন্তু তা বাস্তবায়ন হয়েছে মাত্র ৭১৬ কোটি ৩৩ লাখ টাকা। 

প্রতিবছর বাজেটের বড় অংশ বাস্তবায়ন না হলেও পরের বছরের বাজেটে তা আবার নিয়ে আসা হয়। ফলে যেই ঘাটতি গত বছর রয়ে যায় তা পরের বছর যুক্ত হয়। তবে সংস্থাটির সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যাবে, সিটি করপোরেশনের যে নিজস্ব সক্ষমতা তা বৃদ্ধি পেয়েছে অনেকাংশে। প্রতি বছর সিটি করপোরেশনের রাজস্ব আয় বাড়ছে। যার ফলে উচ্চমাত্রার বাজেট একসময় নাগালের মধ্যে চলে আসবে বলে আশাবাদী ডিএসসিসি।

বুধবার (৩১ জুলাই) ঘোষিত বাজেট বক্তৃতায় নিজেদের সক্ষমতা সম্পর্কে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, আগের তুলনায় ডিএসসিসির নিজস্ব সক্ষমতা বেড়েছে। সিটি করপোরেশন একসময় কর্মকর্তা কর্মচারীদের বেতন দিতে হিমশিম খেতো, পরিচালন ব্যয়ে ঘাটতি হতো। কিন্তু সকলের অব্যাহত কর্মপ্রচেষ্টা ও উদ্যমে সে সংস্থা আজ আত্মনির্ভরশীল হয়েছে। 

উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ দিয়ে মেয়র তাপস বলেন, ‘২০২৩-২৪, ২০২২-২৩, ২০২১-২২ ও ২০২০-২১ অর্থবছরে সড়ক অবকাঠামো, জলাবদ্ধতা নিরসন, সামাজিক অনুষ্ঠান কেন্দ্র, গণশৌচাগার ইত্যাদি কার্যক্রমে অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও সংস্কার এবং মাননীয় সংসদ সদস্য ও সম্মানিত কাউন্সিলরদের চাহিদা অনুসারে জনকল্যাণে যে সব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে, তা সম্পূর্ণই আমরা নিজস্ব অর্থায়নে সম্পন্ন করেছি।’

নিজস্ব অর্থায়নে ২০২০-২১ সালে ১২১ কোটি ৮৫ লাখ, ২০২১-২২ সালে ৩০৯ কোটি ৪৪ লাখ, ২০২২-২৩ সালে ৩৯০ কোটি ১৬ লাখ এবং ২০২৩-২৪ অর্থবছরে ৪৫৩ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ে উল্লিখিত কার্যক্রম সম্পন্ন করা হয়েছে বলেও জানান মেয়র।
 
তিনি বলেন, ‘ঢাকাবাসীর অর্জিত আস্থার ওপর ভর করেই আমরা ক্রমাগত স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যেতে চাই। সে লক্ষ্যে ২০২৪-২৫ অর্থবছরে আমরা নিজস্ব অর্থায়নে ১ হাজার ৫ কোটি ৩১ লাখ টাকা উন্নয়ন ব্যয় প্রাক্কলন করছি। আমরা আশাবাদী, এর ফলে আগামী দিনে নিজস্ব অর্থায়নে ঢাকাবাসীর কল্যাণে উন্নয়নমূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে সক্ষম হবো। আমাদের লক্ষ্য ছিল, এই সিটি করপোরেশনকে একটি স্বয়ংসম্পূর্ণ, আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত করা। আমরা সে লক্ষ্য অর্জনে সফল হয়েছি।’

‘উচ্চাভিলাষী বাজেট’ প্রসঙ্গে জানতে চাইলে মেয়র বলেন, ‘সরকারি ও বৈদেশিক সহায়তার উপর ভিত্তি করে আমরা কিছু প্রকল্প গ্রহণ করি। সে প্রকল্পের অর্থ তারা না দিলে সেসব প্রকল্প ব্যাহত হয়। তবে আমাদের করপোরেশনের যেটা মূল ব্যয়, আমাদের পরিচালন ব্যয় বা অন্যান্য যেসব উন্নয়ন কর্মকাণ্ড সেটা কিন্তু আমরা নিজস্ব অর্থায়নে করতে পারছি। সেদিক দিয়ে কোনও ঘাটতি নেই। সিটি করপোরেশন এখন আর প্রকল্প নির্ভর থাকতে হয় না। কারণ ডিএসসিসির রাজস্ব বেড়েছে। গত চার বছরে আমরা নিজস্ব অর্থায়নে ১ হাজার ২৭৫ কোটি টাকার বেশি অবকাঠামো নির্মাণ, উন্নয়ন ও সংস্কার কাজ বাস্তবায়ন করেছি।’

ডিএসসিসির বাজেট প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আকতার মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিটি করপোরেশন বাজেট ঘোষণার ক্ষেত্রে সরকারি ও বৈদেশিক যে সহায়তা তার উপর অনেক বেশি নির্ভরশীল। যার ফলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন না হওয়ায় বাজেট বাস্তবায়নে ফারাক থাকে। সিটি করপোরেশন যদি নিজস্ব সক্ষমতা বৃদ্ধি করে তার উপর ভিত্তি করে বাজেট ঘোষণা করে তাহলে বাস্তবায়নে আর এতো ফারাক থাকবে না।’

আকতার মাহমুদ আরও বলেন, সিটি করপোরেশনের যেসকল আয়ের খাত আছে সেগুলো ভালোভাবে পর্যালোচনা করে, সেখান থেকে রাজস্ব আদায় বৃদ্ধি করতে হবে। সরকারি এবং বৈদেশিক যে সকল খাত আছে সেখানে লবিং বাড়িয়ে প্রকল্প বাস্তবায়ন করতে হবে। নয়তো অন্যের উপর নির্ভর হয়ে প্রতি বছর এমন বড় সংখ্যার বাজেট ঘোষণা এই সংস্থার প্রতি আস্থা কমাবে।

সিটি করপোরেশন যখন বাজেট তৈরি করে তখন কোন কোন মাধ্যম থেকে তাদের কত টাকা সংস্থান আছে, এই তথ্যগুলো তাদের থাকার কথা বলে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক নগরবিদ শেখ মুহম্মদ মেহেদী আহসান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাজেটে আয়ের মূলত তিনটি বিষয় থাকে। প্রথমত সিটি করপোরেশনের নিজস্ব আয়, দ্বিতীয়ত মন্ত্রণালয় থেকে যেই বরাদ্দ দেওয়া হয় অর্থাৎ সরকারি বরাদ্দ, আরেকটা হলো বৈদেশিক সহায়তা। বাজেট তৈরির সময় খাতগুলো থেকে কতো টাকার সংস্থান হবে বা প্রাপ্তির সেই তথ্য থাকার কথা। এমনটা নয় যে আমি টাকার সূত্র জানি না, এমনি বাজেটে অ্যামাউন্ট লিখে রেখেছি। না জেনে যদি শুধু এমনি বাজেটে লিখে রাখি, তাহলে এটা প্র্যাকটিক্যাল হচ্ছে না। সেক্ষেত্রে সিটি করপোরেশনের একটা ক্যাপাসিটি বাড়ানোর বিষয় আছে।’

এই নগরবিদ আরও বলেন, ‘সিটি করপোরেশনের কাছে যখন আয়ের উৎস নির্ধারণ থাকে, তাহলে বাজেটে কেন সেটি বাস্তবায়ন হচ্ছে না সেই বিষয়টি দেখা প্রয়োজন। এই ক্ষেত্রে সিটি করপোরেশনের দক্ষতা এবং কার্যকারিতার অভাব আছে। তাছাড়া প্রকল্প কেন্দ্রিক ও সিটি করপোরেশনের সামগ্রিক বিষয় বাস্তবায়নে দক্ষ লোকবলের ঘাটতি রয়েছে।’ বাজেট বাস্তবায়ন না হওয়ার আরেকটি কারণ সরকারিভাবে যে বার্ষিক বাজেট নির্ধারণ করা হয়, তার কাট-ছাঁট বা সংস্করণকে উল্লেখ করেন এই পরিকল্পনাবিদ।

/ইউএস/
সম্পর্কিত
রাজধানীতে এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মোহাম্মদপুরে ‘ভাইরাল আলভি’সহ ৪ জন গ্রেফতার
ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ডিএসসিসি
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ