X
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
১৭ বৈশাখ ১৪৩২

অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করতেই মাজারে হামলা: ফরহাদ মজহার

ঢাবি প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৫:৪৯আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৮

কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, মাজারে হামলাকে কখনোই তথাকথিত ইসলাম ও মাজার বিরোধীদের সংঘর্ষ বলে আখ্যায়িত করা যাবে না। এটি শুরু হয়েছে মূলত বিপ্লবের মধ্যে সংগঠিত সরকারকে বিতর্কিত করতে।’

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মাজার ভাঙার বিরুদ্ধে গণপ্রতিরোধ যাত্রার আগে সুপ্রিম কোর্টের মাজার গেটে সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

কবি ফরহাদ মজহার বলেন, ‘আমাদের এই সরকারকে সমর্থন করতে হবে। এখন যেই বিতর্ক চলছে, মাজার বনাম ইসলাম, এটাকে যেন আমরা গ্রহণ না করি। আমরা ভারত উচ্চারণ করার সঙ্গে সঙ্গে ইসরায়েল শব্দটিও উচ্চারণ করবো। আমাদের উদ্দেশ্য হলো, বিপ্লবের মধ্যে সংগঠিত সরকারের শতভুল ও ব্যর্থতা থাকা সত্ত্বেও তাকে আমরা সমর্থন করবো। যদি কেউ এই সরকারকে ধ্বংস করার চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হবো। এর মাধ্যমেই আমাদের সংবিধান তৈরি করতে হবে। তার প্রতিফলন কিন্তু আজকের এই সমাবেশ। আমরা এখানে মাজারপন্থিরা এসেছি, ইসলামপন্থিরা এসেছি, প্রগতিশীলরা এসেছি। আমরা সবাই এই বিপ্লবের শক্তি, ঐক্যের শক্তি।’

সুপ্রিম কোর্টের মাজার গেট থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয় গণপ্রতিরোধ যাত্রা। ছবি: সাজ্জাদ হোসেন

তিনি বলেন, ‘বাংলাদেশের ইসলামকে আরব বা ইরানের ইসলাম বানানোর চেষ্টা করবেন না। বাংলার ইতিহাস একইসঙ্গে ইসলামের ইতিহাস। আপনারা এতোদিন বাঙালিকে মুসলমান বলে অস্বীকার করেছেন, এখন শুরু করেছেন বাঙালি বলে অস্বীকার করা। দুটোই কিন্তু একই মুদ্রার এপিঠ-ওপিঠ। দুই রকম শত্রুর বিরুদ্ধে কীভাবে লড়াই করতে হয়, আমাদের তরুণরা কিন্তু দেখিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে যে মাজার ভাঙা হয়েছে, সে বিষয়ে আমাদের আলেমরা বলেছেন, আমাদের দেখান, কোন আলেম মাজার ভাঙার ফতোয়া দিয়েছেন? আলেমদের আমরা শ্রদ্ধা করি, তাদের কাউকে এমন ফতোয়া দিতে দেখিনি। আমরা যারা ধর্মের নামে সেকিউলারিজমের বিরোধিতা করি, যারা সেকিউলারিজমের নামে ধর্মের নিন্দা করি, তাদের এসব জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। এটি ছাড়া আমরা কাঙ্ক্ষিত রাষ্ট্র গঠন করতে পারবো না।’

গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘বাংলাদেশে মাজারে হামলা উদ্দেশ্যপ্রণোদিত। বাংলাদেশে ধর্মীয় বিতর্ক চলছে, এটি থাকবে। এটি নতুন কোনও বিষয় নয়। আমরা ধর্মীয় বিজ্ঞ আলেমদের আহ্বান জানাবো, আপনারা এই ধর্মীয় নির্দেশনা দেন, কোনও ধর্মীয় গোষ্ঠীর ওপর হামলা করা যাবে না। ধর্মীয় সম্প্রীতি রক্ষায় আপনাদের এগিয়ে আসতে হবে। মাজার-মন্দিরে যারা হামলা চালিয়েছে তাদের বিচার করতে হবে। এই সরকার শৃঙ্খলা ফেরাতে এখনও ব্যর্থ।’

গণপ্রতিরোধ যাত্রা। ছবি: সাজ্জাদ হোসেন

এ সময় সমগীতের সদস্য বিথী ঘোষ মাজার ভাঙার প্রতিবাদে আট দফা দাবি পেশ করেন। এর মধ্যে রয়েছে–

১. মাজার ও দরবারগুলোর ওপর চালানো প্রতিটি হামলায় যারা জড়িত তাদের বিচারের আওতায় আনতে হবে। সরকার ইতোমধ্যেই তাদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছে, অবিলম্বে সেই ঘোষণার বাস্তবায়ন করতে হবে।

২. মাজারকে মাজারের মতো থাকতে দিয়ে সব মাজার ও দরবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভেঙে ফেলা প্রতিটি মাজার সরকারের পক্ষ থেকে পুনরায় নির্মাণ করে দিতে হবে।

৩. মাজারে হামলার কারণে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যয়ভার সরকারকে নিতে হবে। এ ক্ষেত্রে নিহত ব্যক্তির পরিবারকে সম্মানজনক ক্ষতিপূরণ ও ন্যায়বিচার দেওয়ার ব্যবস্থা করতে হবে।

৪. সব ধরনের মব জাস্টিস, মোরাল পুলিশিং, নারীবিদ্বেষী প্রচারণা বন্ধে সরকারকে কঠোর হতে হবে এবং যারা এগুলো করছে তাদের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থা নিতে হবে।

৫. সরকারের পক্ষ থেকে এই ঘোষণা দিতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যে শুধু ভিন্নমতের হওয়ার কারণে কিংবা যেকোনও মাধ্যমে যেকোনও ধরনের ভালো বা মন্দ কথা বা উক্তির জন্য কেউ কারও ওপর হামলা করতে পারবে না। হামলা করলে সরকার তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেবে।

এ সময় আরও বক্তব্য রাখেন– আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদের প্রচার সম্পাদক জাকারিয়া হোসেন অনিমেষ, শিল্পী অরূপ রাহী, গোলাপ শাহ মাজারে পক্ষ থেকে নুরী আলম, নারী একটিভিস্ট সীমা দত্ত, সাংবাদিক সালাউদ্দিন শুভ্রসহ আরও অনেকে।

সমাবেশ শেষে গণপ্রতিরোধ যাত্রাটি মাজার গেট থেকে শুরু হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

/আরকে/
সম্পর্কিত
ছাত্রলীগের বিচার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ
‘আমলা নির্ভরতার কারণে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে’
সর্বশেষ খবর
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান খুলনার বিএনপির নেতারা
পদত্যাগে বাধ্য হলেন যশোর মিনিবাস মালিক সমিতির সম্পাদক
পদত্যাগে বাধ্য হলেন যশোর মিনিবাস মালিক সমিতির সম্পাদক
এপ্রিলের ২৯ দিনেই এলো ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স
এপ্রিলের ২৯ দিনেই এলো ২৬০ কোটি ৭০ লাখ ডলারের রেমিট্যান্স
ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়ফ্যাসিবাদী পুলিশের পরিবর্তে জনগণের পুলিশ হওয়ার আহ্বান
সর্বাধিক পঠিত
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
দুই মামলায় আসামিপক্ষে কুমিল্লা আদালতে কোনও আইনজীবীকে না দাঁড়ানোর নির্দেশ
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী কুড়িল থেকে উদ্ধার
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
উদ্ধার মর্টার শেল নিষ্ক্রিয় করতে বিস্ফোরণে কাঁপলো গোটা গ্রাম, অর্ধশত বাড়িঘর ক্ষতিগ্রস্ত
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তার হবু স্ত্রীকে ধর্ষণ ছাত্রদল নেতার
প্যারোলে মুক্তি চান দীপু মনি
প্যারোলে মুক্তি চান দীপু মনি