X
সোমবার, ১২ মে ২০২৫
২৯ বৈশাখ ১৪৩২

বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে জড়ো হয়েছেন চাকরিপ্রত্যাশীরা

ঢাবি প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৮আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:১৮

সরকারি চাকরিসহ সব চাকরিতে প্রবেশের বয়সসীমা সর্বনিম্ন ৩৫ বছর করার দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে ‘মহাসমাবেশ’ করে অবস্থান নিয়েছেন চাকরিপ্রত্যাশীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে দেশের বিভিন্ন জায়গা থেকে চাকরিপ্রত্যাশীরা জড়ো হয়ে অবস্থান নেন সেখানে।

এ সময় চাকরিপ্রত্যাশীরা হাতে ‘উই ওয়ান্ট নো এইজ লিমিট’, ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫ চাই’, ‘বয়সসীমা মুক্ত করি-স্বপ্ন গড়ি দেশ গড়ি’, ‘শিক্ষা এবং স্বাস্থ্যখাতে বয়সসীমা উন্মুক্ত চাই’, ‘বৈষম্যবিরোধী দেশ গড়তে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ চাই’-ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে যোগ দিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, আমাদের শহীদদের রক্তের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, আশা করেছিলাম সেখানে কোনও বৈষম্য থাকবে না। কিন্তু দুঃখের বিষয় আমাদের সন্তানদের দাবি আদায়ে আজ বৃষ্টিতে ভিজে এখানে দাঁড়াতে হচ্ছে। এদের সঙ্গে যখন আমার যোগাযোগ ছিল না, আমি তখনও বলেছি কারও যদি চাকরির বয়স এক বছর বাকি থাকে এবং তার যদি যোগ্যতা থাকে তাহলে সে চাকরিতে প্রবেশ করতে পারবে। এখানে কাউকে বয়সের গণ্ডিতে বাঁধা যাবে না। কিন্তু দুঃখের বিষয় আমাদের সন্তানদের বৈষম্যের শিকার হতে হচ্ছে। আমরা আশা করবো, তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে।

এ সময় তিনি, ‘মেনে নাও’ স্লোগান ধরলে চাকরিপ্রত্যাশীরা ৩৫, ৩৫ বলে তাল মেলাতে থাকেন।

আন্দোলনে অংশ নেওয়া এক শিক্ষার্থী মুকুল জানান, আপাতত জাতীয় জাদুঘরের সামনেই অবস্থান করবেন তারা। লোকসংখ্যা বাড়লে শাহবাগ মোড় অবরোধ করতে পারেন।

/আরআইজে/
সম্পর্কিত
শাহবাগ এখনও অবরোধ রেখেছেন জুলাই আহতরা
উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের অপেক্ষায় আন্দোলনকারীরা
শাহবাগে গণজমায়েত: যান চলাচল বন্ধে ভোগান্তি
সর্বশেষ খবর
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
অতিরিক্ত ঘাম কমাতে এই ১১ টিপস মেনে চলুন
এক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
গাজায় যুদ্ধবিরতির চেষ্টাএক মার্কিন-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
একাত্তরে গণহত্যায় সহযোগিতায় অভিযুক্তদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যার আহ্বান এনসিপি’র
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
আসন্ন বাজেটে নতুন কী থাকছে
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
আওয়ামী লীগ কচু পাতার পানি না: কাদের সিদ্দিকী
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
বেসরকারি ব্যাংক সরকারি মালিকানায় নেওয়া যাবে, অধ্যাদেশ জারি
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
মহাসড়কের পাশে দুই যুবকের লাশ, একজনের গলাকাটা অপরজনের চোখ উপড়ানো
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
যুক্তরাজ্যের অভিবাসন আইনে আসছে ব্যাপক পরিবর্তন
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?
তালের শাঁস খেলে এত উপকার পাওয়া যায় জানতেন?