X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

রাজধানীতে তিন কোটি টাকার গাড়ি আত্মসাৎ, গ্রেফতার ৫ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২৫, ১৮:৩২আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ১৯:১১

রাজধানীতে প্রতারণার মাধ্যমে তিন কোটি টাকা দামের চারটি গাড়ি আত্মসাতের অভিযোগে পাঁচ প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলো জারাক আহমেদ (৩৮), আবুল কালাম রিফতিয়ার (৩৮),  মো. জামির হোসেন (৩৬), মো. সজল আহম্মেদ (৩০) ও  আব্দুর রহমান রুবেল (৫৬)।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান এসব তথ্য জানান। 

তিনি বলেন, মো. ইমদাদুল হক খান ওরফে নওশাদ একজন গাড়ি ব্যবসায়ী। তেজগাঁওয়ের ২৪০, আজিজ কোর্ট গ্রাউন্ড ফ্লোরে তার গাড়ির শোরুম রয়েছে। এবি ড্রাইভ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জারাক আহমেদ ও চেয়ারম্যান মো. জামির হোসেন গত ২৬ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে বিক্রির উদ্দেশ্যে চারটি গাড়ি ডেলিভারি চালানমূলে ভাটারা থানার নর্দ্দা প্রগতি সরণি এলাকায় এবি ড্রাইভ লিমিটেডের শোরুমে নিয়ে যায়। 

গাড়ি চারটির বাজার মূল্য তিন কোটি টাকা। পরে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা গাড়িগুলো ফেরত দেবে না বলে জানায়। একপর্যায়ে তারা ভয়ভীতি দেখাতে থাকে। ইমদাদুল হক খান জানতে পারেন, গাড়িগুলো আত্মসাৎ করার জন্য শোরুম থেকে সরিয়ে ফেলেছে তারা। 

এ ঘটনায় ৫ জানুয়ারি  জারাক আহমেদ ও মো. জামির হোসেনসহ অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি প্রতারণার মামলা করা হয়। মামলার সূত্রে মঙ্গলবার রাতে গুলশান লিংক রোড এলাকা থেকে এবি ড্রাইভের ব্যবস্থাপনা পরিচালক জারাক আহমেদকে আটক করা হয়। পরে তার তথ্যের ভিত্তিতে গাজীপুরের কালিয়াকৈর ও কাশিমপুর থানা এলাকা থেকে জামির হোসেনের সহযোগী আবুল কালাম রিফতিয়ারকে গ্রেফতার করা হয়।

ডিসি ইবনে মিজান আরও জানান, রিফতিয়ারের বস জামির হোসেন তাকে একটি টয়োটা এসকোয়ার মাইক্রোবাস গাড়ি ও একটি টয়োটা এক্সজিও প্রাইভেটকার তার জিম্মায় এক আত্মীয়ের বাসায় রাখতে বলে। তাকে নিয়ে অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরের আফতাব নগর এলাকা থেকে ওই গাড়ি দুটি উদ্ধার করা হয়।
 
আরও দুটি গাড়ির বিষয়ে জানানো হয়, সজল আহম্মেদ এ বিষয়ে জানেন। পরে সজল আহম্মেদ ও আব্দুর রহমান রুবেলকে গ্রেফতার  করা হয়। 

এদের তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড় এলাকায় মো. সাইদুর রহমানের কাছ থেকে একটি টয়োটা ভেলফেয়ার জিপ গাড়ি ও একটি টয়োটা হ্যারিয়ার জিপ গাড়ি উদ্ধার করা হয়।

 

/কেএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিভিন্ন অভিযোগে রাজধানীতে ১১ জন গ্রেফতার
ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার দুই যুবক
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় মামলা
সর্বশেষ খবর
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
‘আমাদের শিরোপা স্বপ্ন নেই বললেই চলে’
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
১২ দফা দাবিতে অভিভাবক ঐক্য ফোরামের মানববন্ধন
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
মৌসুমী ভুলে যেতে চান, তিনি ‘মৌসুমী’ ছিলেন!
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে
কমোডের ওয়াটার ট্যাংক পরিষ্কার করবেন যেভাবে