X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

কমলাপুরে স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করেছে যাত্রীরা

জবি প্রতিবেদক
০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৩৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫১

টিকিটের টাকা ফেরতের দাবিতে কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার শাহাদাত হোসেনকে অবরুদ্ধ করেছে বিলম্ব হওয়া ট্রেনের যাত্রীরা। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টা থেকে স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করে রাখেন তারা।

জানা যায়, তিতুমীর কলেজ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় রাজধানীর সঙ্গে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দীর্ঘসময় অপেক্ষার পরও গন্তব্যে যেতে না পারায় ক্ষুব্ধ হয়ে ওঠেন যাত্রীরা। এ সময় তারা স্টেশন মাস্টারকে অবরুদ্ধ করেন। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ৮টা) স্টেশন মাস্টার অবরুদ্ধ অবস্থায় আছেন।

স্টেশন মাস্টার শাহাদাত হোসেন যাত্রীদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করতে দেখা যায়। একপর্যায়ে রাত ৮টার দিকে তিনি যাত্রীদের বলেন, যতরাত হোক ট্রেন ছাড়বে। আর যাদের জরুরি তারা কাউন্টারে টিকিট দিয়ে টাকা নিতে পারেন। এ সময় তিনি উপদেষ্টার সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলেও জানান।

সিরাজগঞ্জগামী যাত্রী ফকরউদ্দিন বলেন, রাস্তা বন্ধ, আগে জানাতো। আমাদের তো ফিরতে হবে। টিকিটের টাকা ফেরত চাইলে বলছে, ৭ দিন পর দিবে।

তিতুমীর শিক্ষার্থীদের বাঁধার মুখে পড়ে কমলাপুরে ফিরে আসা ট্রেন উপকুল এক্সপ্রেসের যাত্রী আকাশ বলেন, ট্রেন ফিরিয়ে আনার পর আমাদের বলা হয়েছে আবার যাবে কিন্তু পাঁচ ঘণ্টা পার হলেও আমাদের কোনও গতি করা হয়নি। হয় আমাদের টাকা ফেরত দিক না হলে বাসে পাঠানোর ব্যবস্থা করুক।

উল্লেখ্য, সোমবার দুপুর সাড়ে ১২টায় তিতুমীর কলেজের সামনে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকাল ৩টায় কলেজের সামনে থেকে আন্দোলনরত একদল শিক্ষার্থী একটি মিছিল নিয়ে মহাখালী আমতলী হয়ে রেলক্রসিং এলাকায় এসে রেলপথ বন্ধ করে দেন। এ কারণে ট্রেন ছাড়তে বিলম্ব হচ্ছে।

/এমকেএইচ/
সম্পর্কিত
ইঞ্জিন বিকল, মাঝপথে থামলো চলন্ত ট্রেন
৪ হাজার ২৬১ কোটি টাকার লাইনে চলে একটি ট্রেন
ময়মনসিংহে ট্রেন আটকে বাকৃবির শিক্ষার্থীদের বিক্ষোভ
সর্বশেষ খবর
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
আইএসের বিরুদ্ধে লড়াইয়ে তালেবানকে সহায়তা করবে রাশিয়া
সাতক্ষীরায় হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার
সাতক্ষীরায় হাসপাতাল ভাঙচুরে অভিযুক্ত স্বেচ্ছাসেবক দলের সেই নেতা বহিষ্কার
অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে: ডা. ইরান
অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করছে: ডা. ইরান
নাটকীয় ড্রয়ে বায়ার্নের শিরোপার অপেক্ষা বাড়ালো লাইপজিগ
নাটকীয় ড্রয়ে বায়ার্নের শিরোপার অপেক্ষা বাড়ালো লাইপজিগ
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
৩০০ ফিট দিয়ে রামপুরা করিডোর চালুর পরিকল্পনা ডিএনসিসির
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
‘সাময়িক’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার