X
শনিবার, ১৫ মার্চ ২০২৫
১ চৈত্র ১৪৩১

চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ: আদালত প্রাঙ্গণে পলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪২আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:৪২

সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালত প্রাঙ্গণে বলেছেন, ‘চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ।’

সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রাঙ্গণে রিমান্ড শুনানি শেষে হাজতে নেওয়ার পথে এ কথা বলেন তিনি। এদিন সকালে পলককে গাজীপুর থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় হাজির করে পুলিশ। এরপর রাজধানীর বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় পলকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক রিদুয়ানুল হক। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে হেলমেট পরিয়ে পুলিশি প্রহরায় সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে হাজতখানার উদ্দেশ্য নেওয়া হয়। হাজতখানায় প্রবেশের পূর্বে তিনি এ মন্তব্য করেন। এরপর চুপচাপ হেঁটে হাজতখানায় যান।

মামলাসূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০ জুলাই রাজধানীর বাড্ডার প্রগতি সরণী এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন অটোরিকশা চালক হাফিজুল শিকদার (২৯)। এসময় বৈষম্যবিরোধী আন্দোলন দমনের জন্য আসামিদের ছোঁড়া গুলি হাফিজুলের বাম পাঁজরে লেগে ডান বোগল দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় গত ২১ আগস্ট মামলার বাড্ডা থানায় মামলা হয়।

/এনএইচ/এমএস/
সম্পর্কিত
পলকসহ ঢাবির দুই ছাত্রলীগ নেতা রিমান্ডে
কথা বললে মামলার সংখ্যা বাড়ে, অভিযোগ পলকের
নারায়ণগঞ্জে তিন হত্যা মামলায় পলকের ১২ দিনের রিমান্ড
সর্বশেষ খবর
বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
বাংলাদেশের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচারে জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ
‘ধর্ষণ’ শব্দের বদলে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারের
‘ধর্ষণ’ শব্দের বদলে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারের
আটক ২৬ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
আটক ২৬ জেলেকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
সর্বাধিক পঠিত
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
পরিবারসহ কূটনীতিক হারুনের পাসপোর্ট বাতিল
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে চায়ের দোকানে বিতর্ক, বিএনপি কর্মী গুলিবিদ্ধ
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
আছিয়া ধর্ষণ-হত্যার ঘটনায় অভিযুক্তদের বাড়ির গাছও কেটে নিয়ে গেছে স্থানীয়রা
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়
বিপুল পরিমাণ নগদ টাকাসহ আটক সেই প্রকৌশলী ছাড়া পেলেন মুচলেকায়
মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরায় দেখানো যুবক আটক
মন্দিরে ঢুকে প্রতিমা ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরায় দেখানো যুবক আটক