সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালত প্রাঙ্গণে বলেছেন, ‘চুপ থাকার সময় শেষ, রুখে দাঁড়াও বাংলাদেশ।’
সোমবার (৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রাঙ্গণে রিমান্ড শুনানি শেষে হাজতে নেওয়ার পথে এ কথা বলেন তিনি। এদিন সকালে পলককে গাজীপুর থেকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলায় হাজির করে পুলিশ। এরপর রাজধানীর বাড্ডা থানার অটোরিকশাচালক হাফিজুল শিকদার হত্যা মামলায় পলকের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক রিদুয়ানুল হক। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাকে হেলমেট পরিয়ে পুলিশি প্রহরায় সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে হাজতখানার উদ্দেশ্য নেওয়া হয়। হাজতখানায় প্রবেশের পূর্বে তিনি এ মন্তব্য করেন। এরপর চুপচাপ হেঁটে হাজতখানায় যান।
মামলাসূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ২০ জুলাই রাজধানীর বাড্ডার প্রগতি সরণী এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন অটোরিকশা চালক হাফিজুল শিকদার (২৯)। এসময় বৈষম্যবিরোধী আন্দোলন দমনের জন্য আসামিদের ছোঁড়া গুলি হাফিজুলের বাম পাঁজরে লেগে ডান বোগল দিয়ে বেরিয়ে যায়। এ ঘটনায় গত ২১ আগস্ট মামলার বাড্ডা থানায় মামলা হয়।