X
বুধবার, ০৭ মে ২০২৫
২৪ বৈশাখ ১৪৩২

সকালেও চলছে বুলডোজার, ৩২ নম্বরের বাড়ি এখন ধ্বংসস্তূপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:১২

ধানমন্ডি ৩২ নম্বরে বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালেও চলছে বুলডোজার। শেখ মুজিবুর রহমানের তিনতলা বাড়িটির সামনের অংশ অনেকটাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সকাল আটটায় সেখানে গিয়ে দেখা যায় বুলডোজার অবিরাম ভাঙার কাজ করে যাচ্ছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রশাসনের কাউকে দেখা যায়নি।

সকালেও চলছে বুলডোজার, ৩২ নম্বরের বাড়ি এখন ধ্বংসস্তূপ বাড়ি ভাঙতে রাতে হলুদ রঙের একটি বুলডোজার আনা হলেও সকালে নীল রঙের অন্যটি দেখা যায়। সীমানা প্রাচীরসহ বাড়ির সামনের দিকে অনেকটাই এখন ভেঙে ফেলা হয়েছে। ভবনটিতে রাতে লাগানো আগুন সকালে আর জ্বলতে দেখা যায়নি। বাড়ির আঙিনায় থাকা ছোট-বড় সব গাছ উপড়ে ফেলা হয়েছে। উৎসুক মানুষের ভিড় দেখা গেছে। তবে গতরাতের মতো ভাঙচুর চালানো বিক্ষুব্ধদের ভিড় তেমন ছিল না। শুধু ভারী যন্ত্রের আওয়াজই সবকিছু ছাপিয়ে শোনা যাচ্ছে।

সকালেও চলছে বুলডোজার, ৩২ নম্বরের বাড়ি এখন ধ্বংসস্তূপ

সেখানে উপস্থিত কয়েকজন জানান, ভবনের বাকি অংশ বুলডোজার দিয়ে ভেঙে সমান না করা পর্যন্ত কাজ চলবে।

সকালেও চলছে বুলডোজার, ৩২ নম্বরের বাড়ি এখন ধ্বংসস্তূপ

পরে বিক্ষুব্ধদের একটি দলকে সেখানে স্লোগান দিতে দেখা গেছে। তারা 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার', 'ইনকিলাব জিন্দাবাদ', 'ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা', 'ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান', স্বৈরাচারের ফাঁসি চাই, ছাত্রলীগের ফাঁসি চাই'সহ বিভিন্ন স্লোগান দেয়।

সকালেও চলছে বুলডোজার, ৩২ নম্বরের বাড়ি এখন ধ্বংসস্তূপ

সকালে শেখ মুজিবের ভাঙা বাড়িতে লুটপাট চালানো হয়। এক দল মানুষকে বাড়িটি থেকে দরজা-জানালা, ইট, লোহা, পাইপসহ অবশিষ্ট জিনিসপত্র খুলে নিয়ে যেতে দেখা গেছে। যে যেমন পারছে বাড়ির ভেতর থেকে জিনিসপত্র খোঁজে খোঁজে নিয়ে যাচ্ছে। বাংলা ট্রিবিউনের একজন সংবাদকর্মী সেখানে গিয়ে দেখতে পান, বাড়িটির ভাঙা অংশ থেকে হেকসো ব্লেড দিয়ে রড কেটে নিয়ে যাচ্ছে এক ব্যক্তি। কেউ কেউ ভারী হাতুড়ি দিয়ে কনক্রিট ভেঙে সংগ্রহ করছে রড। বাড়ির ভেতরে পড়ে থাকা একটি পোড়া গাড়ি থেকে ইঞ্জিন খুলে নিয়ে যেতেও দেখা গেছে কয়েজনকে। পরে যানবাহনে করে এসব মালামাল তাদেরকে সরাতে দেখা গেছে। ভাঙা বাড়ি থেকে রিকশায় করে ইট নিয়ে যাচ্ছে। ছবি: কাউছার এইচ তানজিল

সকালেও চলছে বুলডোজার, ৩২ নম্বরের বাড়ি এখন ধ্বংসস্তূপ

সকালেও চলছে বুলডোজার, ৩২ নম্বরের বাড়ি এখন ধ্বংসস্তূপ ঘটনাস্থলে বুলডোজারের চালক সুজন মিয়ার সাথে কথা হয় বাংলা ট্রিবিউনের। তিনি জানান, গতকাল রাত থেকে বাড়িটি ভাঙার কাজে আছি। বাড়িটি ভাঙতে সময় লাগছে, কারণ বাড়িটি মজবুত করে বানানো মনে হচ্ছে। এরই মধ্যে মেশিনের তিনটি দাঁত ভেঙে গেছে। 

আপনাকে কে এখানে এনেছে জানতে চাইলে তিনি বলেন, রাত দেড়টার সময় ঘুম ভাঙিয়ে আমার ম্যানেজার আমাকে এখানে আসতে বলেছে। কাজটির কথা আমাকে আগে বলা হয়নি, এখানে আসার পর বাড়ি ভাঙার কাজটি করতে বলা হয়।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবের বাসার সামনে এসে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্ররা। পরে রাত ৮টার দিকে বাড়িটিতে প্রবেশ করেন তারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনতার ভিড়ও বাড়তে থাকে। সে সময় বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানোর পর আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে প্রবেশমুখে স্থাপিত শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। পরে রাতেই বাড়ির সামনে বুলডোজার আনা হয়। 

এরআগে, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে বুধবার রাত ৯টার দিকে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স। এ ছাড়া সন্ধ্যায় ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।

প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পাশাপাশি দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এ খবর পাওয়ার পরপরই বিকালে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে অগ্নিসংযোগ করেছিল উত্তেজিত জনতা।

ছবি: রাকিবুল ইসলাম

/কেএইচটি/এমএস/
সম্পর্কিত
উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের স্বপদে পুনর্বহালের দাবি
ভারত-পাকিস্তান পরিস্থিতিতে আ. লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চক্রান্ত করছে: এনসিপি
শেখ হাসিনাকে বৃহস্পতিবার দুদকে তলব
সর্বশেষ খবর
আমন মৌসুমে ইউরিয়া সরবরাহ ব্যাহতের শঙ্কা!
আমন মৌসুমে ইউরিয়া সরবরাহ ব্যাহতের শঙ্কা!
মালয়েশিয়ায় বকেয়া বেতনের দাবিতে ঢাকায় মন্ত্রণালয়ের সামনে কর্মীদের অবস্থান
মালয়েশিয়ায় বকেয়া বেতনের দাবিতে ঢাকায় মন্ত্রণালয়ের সামনে কর্মীদের অবস্থান
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার নয় মাস পর বেরোবি রেজিস্ট্রারের মামলা
ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার নয় মাস পর বেরোবি রেজিস্ট্রারের মামলা
অরুণাচলে বাংলাদেশ দলের খবর রাখছে বাফুফে 
ভারত-পাকিস্তান সংঘাতঅরুণাচলে বাংলাদেশ দলের খবর রাখছে বাফুফে 
সর্বাধিক পঠিত
বন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইনবন্ধ হচ্ছে সব ধরনের আন্দোলন-সংগ্রাম কর্মসূচি
ফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
পাকিস্তানে ভারতের হামলাফিরে গেছে কুয়েত ও তার্কিশ এয়ারের ঢাকাগামী ২ ফ্লাইট
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
সার্বভৌমত্ব রক্ষার ডাক আসিফ-হাসনাতের
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
‘তৎক্ষণাৎ হাসপাতালে নিয়েও তাকে বাঁচানো যায়নি’
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি
তালা উপজেলার সেই ইউএনওকে রংপুরে বদলি