রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থেকে তাকে আটক করা হয়।
খবরটি নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক। তিনি জানান, রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্র করার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবিতে আনা হয়েছে।
উল্লেখ্য, ডিবি কর্মকর্তা রজাউল করিম মল্লিক প্রথমে শাওনকে গ্রেফতারের জানালেও পরে তিনি তার বক্তব্য থেকে সরে যান এবং আটকের বিষয়টি নিশ্চিত করেন।