X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

আপনারা মজলুম ছিলেন, জালিম হবেন না: ছাত্রদলকে হাসনাত

ঢাবি প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৬আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৩৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ছাত্রদলকে উদ্দেশ করে বলেছেন, আপনারা মজলুম ছিলেন, জালিম হবেন না। মজলুম জালিম হলে পৃথিবীতে বসবাস অযোগ্য হয়ে পড়ে। শিক্ষার্থীরা কেমন রাজনীতি করতে চায়, তা জেনে তাদের মত অনুযায়ী রাজনীতি করতে হবে। আপনারা যদি ছাত্রলীগের মতো রাজনীতি করতে চান, সাদ্দামের যে পরিণতি হয়েছে আপনাদেরও তাই হবে।

কুয়েট শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় তিনি এসব কথা বলেন। 

সন্ধ্যা সাড়ে ৭টায় টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে এ সমাবেশ শুরু হয়, শেষ হয় রাত সাড়ে ৯টায়। মিছিলটি টিএসসি থেকে ভিসি চত্বর, এরপর হলপাড়া হয়ে রাজু ভাস্কর্যে এসে শেষ হয়। 

এসময় বিক্ষোভকারীরা ‘কুয়েটে রক্ত ঝরে, ওয়াসিম তোমায় মনে পড়ে’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘দিয়েছি তো রক্ত আরও দেবো রক্ত’সহ বিভিন্ন স্লোগান দেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, একটা ব্যানার ধরতে ছয় জন মানুষের প্রয়োজন হয়। গত ১৬ বছর এই ৬ জন মানুষ আপনাদের ছিল না। আজ আপনাদের পেছনে শত শত মানুষ। এই মানুষগুলোই গত ১৬ বছর ছাত্রলীগের পেছনে ছিল। এটি যে শিক্ষার্থীদের কারণে সম্ভব হয়েছে আপনারা তাদের বিরুদ্ধে যাবেন না। গত ১৬ বছরের নির্যাতনের কথা ভুলে যাবেন না। যদি আপনারা ছাত্রলীগের রাজনীতি অনুসরণ করেন আপনারাও ছাত্রলীগের পথেই যাবেন। পরিণতি ঠিক ছাত্রলীগের মতোই হবে।

কুয়েটে সংগঠিত এ ঘটনার পরিপ্রেক্ষিতে বৈষম্যবিরোধী আন্দোলনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামীকাল দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই ও আজকের নির্যাতনের ভিডিও প্রদর্শন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে বিকাল ৩টায় এটি প্রদর্শন করা হবে।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলেন, ৫ আগস্টের আগের জাহিলি আমলে আমরা আর ফেরত যেতে চাই না। যারা আবার ছাত্রলীগের মতো হতে চাইবে তাদের বিরুদ্ধে আমরা আবার দাঁড়াবো। যেসব ছাত্র সংগঠন এখনও ৫ আগস্টের আগের রাজনীতি করছেন আপনারা অবিলম্বে আপনাদের সংগঠনকে ৫ আগস্টের পরের রাজনীতিতে আসুন। স্ট্যাম্প, লাঠির রাজনীতি বন্ধ করুন। প্রয়োজনে আমরা আবার একটি জুলাই বরণ করতে প্রস্তুত আছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে কোনও দখলদারত্বের ঠাঁই হবে না। বিশ্ববিদ্যালয়ে যেমন ছাত্ররাজনীতির দরকার আছে, তেমনি শিক্ষার্থীদের কনসার্ন নিয়ে কাজ করতে হবে। যারা জোর-জবরদস্তি করে রাজনীতি খাওয়ানোর চেষ্টা করে, তাদের পরিণতি ছাত্রলীগের মতো হবে। ছাত্রলীগ তো অনেক পরাক্রমশালী ছিল, তাদের আমরা বিদায় করেছি। ছাত্রদল তো গতকাল সকালে ক্যাম্পাসে প্রবেশ করেছে, আমরা ছাত্রদলকে ক্যাম্পাসে নিয়ে এসেছি। তারা যদি আবার শিক্ষার্থীদের ওপর হাত দিতে চায় আমরা তাদেরও প্রতিহত করবো।

/এমকেএইচ/আরআইজে/
সম্পর্কিত
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
এক বছর কেউ মনে রাখেনি, গণসংহতির সভায় শহীদ পরিবারজুলাই শহীদের স্ত্রীর নামেও হত্যা মামলা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল